X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

নোয়াখালীতে বন্যা: খাদ্যসংকটের পাশাপাশি বাড়ছে ডায়রিয়া ও সাপে কাটা রোগী

নোয়াখালী প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৪, ২১:৫২আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ২১:৫২

নোয়াখালীর ৮টি উপজেলা ও ৭টি পৌরসভার বন্যা পরিস্থিতি প্রতিদিনই অবনতির দিকে যাচ্ছে। একদিকে ফেনী থেকে নেমে আসছে বন্যার পানি অন্যদিকে টানা ভারী বৃষ্টির কারণে পানি বেড়েই চলছে সদর, কবিরহাট, কোম্পানীগঞ্জ, বেগমগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ী ও চাটখিল উপজেলার প্রতিটি এলাকায়। সুবর্ণচর উপজেলার বিভিন্ন স্থানেও পানি কিছুটা বেড়েছে। জেলায় এ পর্যন্ত ৬ জন মারা গেছেন।

বুধবার (২৮ আগস্ট) সকাল পর্যন্ত জেলায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে এলাকাভেদে পানি বেড়ে ৫ ইঞ্চি থেকে প্রায় ১ ফুট করে বেড়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) রাত ৩টা বুধবার বিকাল ৩টা পর্যন্ত জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৭২মিলিমিটার।

বন্যাকবলিত এলাকা ঘুরে জানা গেছে, মঙ্গলবার দুপুরের পর থেকে বিকাল পর্যন্ত জেলায় রৌদ্রোজ্জ্বল পরিবেশ থাকার পর রাত ৩টা পর্যন্ত বৃষ্টি ছিল না। এ সময় বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫-৬ ইঞ্চি করে পানি নেমে যায়। কিন্তু রাত ৩টার পর থেকে বুধবার দুপুর পর্যন্ত ভারী বর্ষণে আবারও বাড়তে থাকে পানি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বন্যাকবলিত উঁচু এলাকায় আগের চেয়ে আরও ৫-৬ ইঞ্চি ও নিচু এলাকায় প্রায় ১ ফুট পানি বেড়েছে। বুধবার দুপুর থেকেও রৌদ্রোজ্জ্বল পরিবেশ বিরাজ করছে। শেষ রাতে আবার কী ঘটে তা নিয়ে চিন্তিত বন্যাদুর্গতরা। এখনও প্রত্যন্ত এলাকায় পানিবন্দি হয়ে আছেন ১৯ লাখের বেশি মানুষ। জেলাজুড়ে দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ত্রাণ দিলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। এ ছাড়া যাতায়াত ব্যবস্থা না থাকায় দুর্গম এলাকাগুলোতে ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। জেলায় বেড়েছে ডায়রিয়া ও সাপে কাটা রোগীর সংখ্যা।

স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, ‘জেলার প্রতিটি উপজেলায় যে পরিমাণ খাল দখল হয়েছে সেগুলো এখনও উদ্ধার হয়নি। যে খালগুলো কিছুটা দখলমুক্ত আছে তার বেশির ভাগ ময়লা-আবর্জনা দিয়ে ভরে রাখা হয়েছে। তাই বিভিন্ন এলাকা থেকে পানি নামতে সমস্যা হচ্ছে। দখলকৃত খালগুলো দ্রুত সময়ের মধ্যে উদ্ধার ও বাকি খালগুলো পরিষ্কার করা হলে বর্তমানে যে বন্যার পানি সেগুলো দ্রুত নেমে যাবে এবং আগামীতে এমন পরিস্থিতি আর তৈরি হবে না বলেও আশা রাখি।’

এদিকে, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্থানীয় লোকজন, সেনাবাহিনী, কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় চরএলাহী রিকশাওয়ালার দোকান এলাকায় খালের মাঝখানে দেওয়া বাঁধের একটি অংশ কেটে দেয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। যা দিয়ে বন্যার পানি নামা শুরু করেছে।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসেন পাটোয়ারী জানান, নোয়াখালী খালের মুখে বাঁধা পাওয়ার ওই খালটির একটি অংশ কাটা হয়েছে। সেটি সম্পূর্ণভাবে কাটতে হলে অনেকগুলো এক্সকেভেটর মেশিনের প্রয়োজন হবে যা অনেক সময়ের কাজ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, প্রতিদিনই হাসপাতালে বাড়ছে ডায়রিয়া ও সাপে কাটা রোগীর সংখ্যা। বর্তমানে হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৬৮ জন ও সাপে কাটা রোগী আছেন ২৫ জন। এ ছাড়া জেলার বন্যাকবলিত ৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন ৯৩ জন ডায়রিয়া রোগী।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (সার্বিক) শারমিন আরা জানান, বন্যাকবলিত লোকজনকে জেলা প্রশাসনের মাধ্যমে সহযোগিতা করা হচ্ছে। জেলার এক হাজার ৩০৩টি আশ্রয়কেন্দ্রে প্রায় দুই লাখ ৬৫ হাজার লোক আশ্রয় নিয়েছেন। ৫৯৩ মেট্রিক টন চাল মজুত থাকলেও নগদ অর্থ, শুকনো খাবার, শিশুখাদ্য ও গোখাদ্য মজুত নেই।

/কেএইচটি/
টাইমলাইন: বন্যা ও মানবিক বিপর্যয়
২৮ আগস্ট ২০২৪, ২১:৫২
নোয়াখালীতে বন্যা: খাদ্যসংকটের পাশাপাশি বাড়ছে ডায়রিয়া ও সাপে কাটা রোগী
২৫ আগস্ট ২০২৪, ১৯:৩২
সম্পর্কিত
বন্যায় ভেসে গেছে সব, ঈদের আনন্দ নেই তাদের ঘরে
বতসোয়ানাতে আকস্মিক বন্যায় নিহত ৭, ঘর হারিয়েছেন হাজারো মানুষ
থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২
সর্বশেষ খবর
বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে সড়কে গেলো এসএসসি পরীক্ষার্থীর প্রাণ
বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে সড়কে গেলো এসএসসি পরীক্ষার্থীর প্রাণ
নিক্সন চৌধুরীর স্ত্রীর ফ্ল্যাট জব্দের আদেশ
নিক্সন চৌধুরীর স্ত্রীর ফ্ল্যাট জব্দের আদেশ
দশ অভিনয়-প্রতিভার খোঁজ!
দশ অভিনয়-প্রতিভার খোঁজ!
চোলাই মদপানে দুই যুবকের মৃত্যু: গ্রেফতার ৪
চোলাই মদপানে দুই যুবকের মৃত্যু: গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ৩ ভুল
রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ৩ ভুল
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম