X
বুধবার, ০৩ জুলাই ২০২৪
১৯ আষাঢ় ১৪৩১

‘ভুল চিকিৎসায়’ চিকিৎসকের মৃত্যু, ৫ দিনের মধ্যে দিতে হবে তদন্ত প্রতিবেদন

ফেনী প্রতিনিধি
২৮ জুন ২০২৪, ১১:৩৬আপডেট : ২৮ জুন ২০২৪, ১১:৩৬

ফেনীতে ভুল চিকিৎসায় ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালের চিকিৎসক ডা. আকিফা সুলতানা টুম্পা মারা যাওয়ার অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। নিহত চিকিৎসকের স্বজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের পাঁচ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক। বিষয়টি নিশ্চিত করেছেন ফেনীর সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন।

তিনি জানান, ফেনী জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. জালাল হোসেনকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। অন্যান্য সদস্যরা হলেন ওই হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. মো. কামরুজ্জামান, দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, ফেনী জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. তাহিরা খাতুন ও জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া) ডা. মো. ইলিয়াছ ভুঁইয়া।

নিহতের স্বজনদের লিখিত অভিযোগ বলা হয়, গত শুক্রবার (২১ জুন) রাতে প্রফেসর ডা. কাইয়ুমের ব্যক্তি মালিকানাধীন হাসপাতালটিতে ডা. আকিফা সুলতানার ল্যাপারোস্কোপি সার্জারি করার প্রস্তুতি নেওয়া হয়। ডা. আবদুর রহমান নামে অ্যানেস্থেসিওলজিস্ট ডাক্তার আকিফা সুলতানার হাতে অ্যানেসথেসিয়া প্রয়োগ করেন। এরপর ক্রমেই আকিফা সুলতানার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে আকিফা সুলতানাকে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালের আইসিইউতে ও পরদিন শনিবার (২২ জুন) ভোরে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্বজনদের অভিযোগ, বয়সের কারণে অ্যানেস্থেসিওলজিস্ট ওই চিকিৎসক নিজেই অসুস্থ। তা ছাড়া এত জটিল অবস্থায় এমন রোগীকে অ্যানেসথেসিয়া প্রয়োগে তার আগের কোনও অভিজ্ঞতাও ছিল না। তবু প্রতিষ্ঠানের মালিক প্রফেসর ডা. কাইয়ুম তাকে নিয়ে এসেছেন। অ্যানেসথেসিয়া দেওয়ার পরেই আকিফার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। তার (ডা. কাইয়ুম) এমন ভুল সিদ্ধান্তের কারণেই ডাক্তার আকিফার মৃত্যু হয়েছে। 

স্বজনেরা জানান, ৩৩তম বিসিএসের মাধ্যমে চিকিৎসা পেশায় যোগ দেন আকিফা। তিনি ঢাকার মোহাম্মদপুরের বাসায় থেকে সোহরাওয়ার্দী হাসপাতালের প্যাথলজি বিভাগে কর্মরত ছিলেন। তার একসময়ের রুমমেট ফেনীতে কর্মরত ডা. নিলুফা পলির কথা অনুযায়ী আকিফা সুলতানা ফেনীতে ল্যাপারোস্কোপিক সার্জারি করতে যান। সেখানে আকিফা সুলতানা একজন অভিজ্ঞ ও সিনিয়র অ্যানেস্থেসিওলজিস্ট চিকিৎসক চান। প্রতিষ্ঠানের মালিক ল্যাপারোস্কোপিক সার্জন প্রফেসর ডা. কাইয়ুম ডা. আবদুর রহমান নামে এক অ্যানেস্থেসিওলজিস্ট চিকিৎসককে নিয়ে আসেন।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ফেনী প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ল্যাপারোস্কোপি ইনস্টিটিউটের মালিক ল্যাপারোস্কোপিক সার্জন প্রফেসর ডা. কাইয়ুম বলেন, ‘ডা. আকিফা সুলতানাকে অ্যানেসথেসিয়া দেওয়ার জন্য সিনিয়র ও অভিজ্ঞ অ্যানেস্থেসিওলজিস্ট ডা. আবদুর রহমানকে নিয়ে আসা হয়। চিকিৎসকের বয়স ও অভিজ্ঞতা নিয়ে যে অভিযোগ তোলা হচ্ছে তা সঠিক নয়। কারণ বয়স বাড়লেই যে অভিজ্ঞতা বা চিকিৎসা ভুলে যান এমন নয়। অ্যানেসথেসিয়া দেওয়ার জন্য ডা. আবদুর রহমানের সঙ্গে স্থানীয় একজন জুনিয়র চিকিৎসকও উপস্থিত ছিলেন।’

এ প্রসঙ্গে তদন্ত কমিটির সদস্য ফেনী জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. মো. কামরুজ্জামান বলেন, ‘সিভিল সার্জন অফিস থেকে একটি চিঠি পেয়েছি। কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ভয়াবহ বন্যার কবলে আসাম, মৃতের সংখ্যা বেড়ে ৩৮
গাইবান্ধায় বাস উল্টে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১০
কাজ শেষ হওয়ার আগেই দেবে গেলো সেতুর পিলার, তদন্তে কমিটি
সর্বশেষ খবর
ঢাকায় মাদকদ্রব্যসহ গ্রেফতার ১৭
ঢাকায় মাদকদ্রব্যসহ গ্রেফতার ১৭
টেকনাফে পাহাড়ে ঝুঁকিতে অর্ধলাখ মানুষ
টেকনাফে পাহাড়ে ঝুঁকিতে অর্ধলাখ মানুষ
ভয়াবহ বন্যার কবলে আসাম, মৃতের সংখ্যা বেড়ে ৩৮
ভয়াবহ বন্যার কবলে আসাম, মৃতের সংখ্যা বেড়ে ৩৮
বিমানবন্দরে সাড়ে ৪ কোটি টাকার সোনা জব্দ
বিমানবন্দরে সাড়ে ৪ কোটি টাকার সোনা জব্দ
সর্বাধিক পঠিত
শান্তর বক্তব্য গ্রহণযোগ্য নয়: পাপন
শান্তর বক্তব্য গ্রহণযোগ্য নয়: পাপন
কাঁঠাল দিয়ে বানিয়ে ফেলুন মজাদার এই ডেজার্ট
কাঁঠাল দিয়ে বানিয়ে ফেলুন মজাদার এই ডেজার্ট
এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো
এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো
১৪ খেলোয়াড়কে দলভুক্ত করেছে আবাহনী 
১৪ খেলোয়াড়কে দলভুক্ত করেছে আবাহনী 
বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা, ৯ স্থানে পানি বিপদসীমার উপরে
বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা, ৯ স্থানে পানি বিপদসীমার উপরে