X
সোমবার, ০১ জুলাই ২০২৪
১৭ আষাঢ় ১৪৩১

চলন্ত ট্রেনে তরুণীকে ধর্ষণ, তদন্ত শুরু করেছে কমিটি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ জুন ২০২৪, ০৩:০০আপডেট : ২৮ জুন ২০২৪, ০৩:০০

সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে তরুণীকে (১৯) ধর্ষণের অভিযোগ তদন্তে গঠিত চার সদস্যের কমিটি কাজ শুরু করেছে। তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমানকে।

কমিটির চার সদস্য বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে প্রথম সভা করেছেন।

এ প্রসঙ্গে তদন্ত কমিটির সদস্য ও পূর্বাঞ্চল রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) তারেক ইমরান বাংলা ট্রিবিউনকে বলেন, উদয়ন ট্রেনে তরুণীকে ধর্ষণের ঘটনায় গঠিত তদন্ত কমিটির আমরা চার সদস্য আজ থেকে কাজ শুরু করেছি। প্রথম দিনে উদয়ন ট্রেনে ওই সময় যারা ছিল, তাদের অনেকের মতামত নেওয়া হয়েছে। আশা করছি, নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা প্রতিবেদন জমা দিতে পারবো।

এ প্রসঙ্গে পূর্বাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, উদয়ন ট্রেনে তরুণীকে ধর্ষণের ঘটনায় চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে কমিটি তাদের কাজ শুরু করেছেন।

সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে এক তরুণী ধর্ষণের শিকার হন। বুধবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে উদয়ন ট্রেনের খাবারের বগিতে এ ধর্ষণের ঘটনা ঘটে। ট্রেনটি ওই সময় লাকসাম জংশন পার হচ্ছিল। উদয়ন এক্সপ্রেস সিলেট থেকে মঙ্গলবার (২৫ জুন) রাত ১০টায় চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে। চট্টগ্রাম পৌঁছে বুধবার সকাল ৬টা ৩৫ মিনিটে।

রেলওয়ে পুলিশ জানায়, ওই তরুণী উদয়ন এক্সপ্রেসে উঠে খাবারের বগিতে অবস্থান নেন। ওই সময় খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের কয়েকজন কর্মী প্রথমে তাকে উত্ত্যক্ত এবং পরে ধর্ষণ করে। ভুক্তভোগী সিলেট গিয়েছিলেন ভাইয়ের বাসায়। তার বাড়ি বান্দরবানে। বাড়ি যাওয়ার জন্যই চট্টগ্রামে আসছিলেন।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম বলেন, উদয়ন ট্রেনে তরুণীকে ধর্ষণের অভিযোগে বুধবার রেলওয়ে থানায় চার জনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী। এ ঘটনায় এদিন তিন জন এবং আজ আরেকজনসহ চার জনকে গ্রেফতার করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চার জনই ওই ট্রেনে খাবার সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠান এসএ করপোরেশনের কর্মী। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আগামী সোমবার শুনানি অনুষ্ঠিত হবে।

এ ঘটনায় বুধবার গ্রেফতার খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের তিন কর্মী হলো জামাল (২৯), শরীফ (২২) ও রাশেদুল ইসলাম (২৮)। বৃহস্পতিবার মো. রাসেল (২৬) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। আজ ভোরে নোয়াখালীর বেগমগঞ্জের কুতুবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রেলওয়ে পূর্বাঞ্চলের অ্যাসিস্ট্যান্ট চিফ কমার্শিয়াল ম্যানেজার মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী বলেন, উদয়ন এক্সপ্রেস ট্রেনে তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ওই ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এসএ করপোরেশনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। উদয়ন এক্সপ্রেসের পাশাপাশি পাহাড়িকা এক্সপ্রেসেও প্রতিষ্ঠানটির খাবার সরবরাহ স্থগিত করা হয়েছে। দীর্ঘদিন ধরে এ দুটি ট্রেনে খাবার সরবরাহ করে আসছিল এসএ করপোরেশন। এ ঘটনায় উদয়ন ট্রেনের গার্ড আবদুর রহিমকে বরখাস্ত করা হয়েছে।

/এএম/এনএআর/
সম্পর্কিত
টাঙ্গাইলে যুবক হত্যায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার, কারাগারে ৭
সাংবাদিকদের আয়কর সংক্রান্ত মামলায় নোয়াবের বক্তব্য শুনবেন আপিল বিভাগ
সর্বশেষ খবর
রাসেলস ভাইপার নিয়ে যা বললেন গবেষক ড. ফরিদ আহসান
রাসেলস ভাইপার নিয়ে যা বললেন গবেষক ড. ফরিদ আহসান
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ নিয়ে আজ থেকে কার্যকর নতুন বাজেট
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ নিয়ে আজ থেকে কার্যকর নতুন বাজেট
বিকাশে সহজেই দেওয়া যাবে ঢাকার সব ইউনিয়নের হোল্ডিং ট্যাক্স
বিকাশে সহজেই দেওয়া যাবে ঢাকার সব ইউনিয়নের হোল্ডিং ট্যাক্স
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৪)
সর্বাধিক পঠিত
রাষ্ট্র আমাকে বাঁচিয়ে রাখতে চায় কি না, প্রশ্ন ব্যারিস্টার সুমনের
রাষ্ট্র আমাকে বাঁচিয়ে রাখতে চায় কি না, প্রশ্ন ব্যারিস্টার সুমনের
নরসিংদীতে সাপের কামড়ে ১৪ জন হাসপাতালে
নরসিংদীতে সাপের কামড়ে ১৪ জন হাসপাতালে
গৃহপরিচারিকাকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফিজিওথেরাপিস্ট গ্রেফতার
গৃহপরিচারিকাকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফিজিওথেরাপিস্ট গ্রেফতার
এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কোথায় যাবেন?
এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কোথায় যাবেন?
নতুন অর্থবছরের বাজেট পাস
নতুন অর্থবছরের বাজেট পাস