X
বুধবার, ০৩ জুলাই ২০২৪
১৯ আষাঢ় ১৪৩১

নোয়াখালীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ১৫

নোয়াখালী প্রতিনিধি
২৬ জুন ২০২৪, ০১:১৬আপডেট : ২৬ জুন ২০২৪, ০১:১৬

নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের শান্তিরহাট বাজারে পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামি ছিনিয়ে নিয়ে গেছে আসামির স্বজন ও সহযোগীরা। এ সময় তাদের হামলায় পুলিশের এক কর্মকর্তা আহত হয়েছেন।

আহত সুধারাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রবকে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে হামলার ঘটনায় জড়িত ১৫ জনকে আটক করে থানায় নিয়ে আসে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. মতিনকে (৩৫) আন্ডারচর ইউনিয়নের শান্তিরহাট বাজার থেকে দুপুর সাড়ে ১২টার দিকে গ্রেফতার করেন সুধারাম থানার এএসআই আবদুর রব। মতিন আন্ডারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুল হক বকসির ছেলে। গ্রেফতারের খবরে আজিজুল হকের অন্য ছেলেরা এবং তাদের সহযোগীরা একত্রিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা এ সময় পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে যায়।

পুলিশ জানায়, এ ঘটনার পর আহত পুলিশ কর্মকর্তা ঘটনাটি থানায় জানালে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোর্তাহিন বিল্লাহর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশ এ সময় হামলার ঘটনায় জড়িত ১৫ জনকে আটক করে। তবে ছিনিয়ে নেওয়া আসামি মতিনকে আটক করতে পারেনি। পরবর্তীতে বিকালে সাবেক চেয়ারম্যান আজিজুল হক বকসিকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। 

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত বলেন, মঙ্গলবার দুপুরে একটি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেন এএসআই আবদুর রব। এ সময় আসামির পরিবারের সদস্য ও সহযোগীরা হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ গিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৫ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এএম/এফআর/
সম্পর্কিত
আজিমপুর মাতৃসদনে দুর্নীতি: চিকিৎসকসহ ১৪ জন অভিযুক্ত
সড়কের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা
এনবিআরের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৪)
গাইবান্ধায় বাস উল্টে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১০
গাইবান্ধায় বাস উল্টে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১০
ইউরোর কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি?
ইউরোর কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি?
দেমিরালের ইতিহাস গড়া গোলে কোয়ার্টার ফাইনালে তুরস্ক
দেমিরালের ইতিহাস গড়া গোলে কোয়ার্টার ফাইনালে তুরস্ক
সর্বাধিক পঠিত
শান্তর বক্তব্য গ্রহণযোগ্য নয়: পাপন
শান্তর বক্তব্য গ্রহণযোগ্য নয়: পাপন
এনবিআরে মতিউরদের সংখ্যা কত?
এনবিআরে মতিউরদের সংখ্যা কত?
এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো
এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো
কাঁঠাল দিয়ে বানিয়ে ফেলুন মজাদার এই ডেজার্ট
কাঁঠাল দিয়ে বানিয়ে ফেলুন মজাদার এই ডেজার্ট
১৪ খেলোয়াড়কে দলভুক্ত করেছে আবাহনী 
১৪ খেলোয়াড়কে দলভুক্ত করেছে আবাহনী