X
বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪
২০ আষাঢ় ১৪৩১

এক সাংবাদিককে মারধরের অভিযোগে আরেক সাংবাদিক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৩ জুন ২০২৪, ২৩:১১আপডেট : ২৩ জুন ২০২৪, ২৩:১১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে পেশাগত দায়িত্ব পালনের সময় একটি জাতীয় দৈনিকের সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবুকে মারধর করা হয়েছে। এ ঘটনায় মহিউদ্দিন মিশু নামে আরেক সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৩ জুন) বিকালে তাকে গ্রেফতার করা হয়। এর আগে দুপুর ১২টার দিকে আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টের শূন্যরেখায় মারধরের ঘটনা ঘটে। 

বিশ্বজিৎ পাল আখাউড়া উপজেলার রাধানগরের বাসিন্দা ও দৈনিক কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি। গ্রেফতার মহিউদ্দিন মিশু যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তরের আখাউড়া উপজেলা প্রতিনিধি। তিনি আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজারসংলগ্ন সাহেবনগরের বাসিন্দা। মারধরে আহত বিশ্বজিৎ পালকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তার থুতনির নিচে দুটি সেলাই দেওয়া হয়েছে। বিকাল ৫টার দিকে তিনি বাদী হয়ে মহিউদ্দিন মিশুকে আসামি করে আখাউড়া থানায় একটি মামলা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বেলা ১১টার দিকে পেশাগত কাজে আখাউড়া-আগরতলা সীমান্তের শূন্যরেখায় যান সাংবাদিক বিশ্বজিৎ পাল। সেখানে আগে থেকে মহিউদ্দিন মিশু উপস্থিত ছিলেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুপুর ১২টার দিকে সীমান্তের শূন্যরেখায় একজনের সঙ্গে কথা বলেন বিশ্বজিৎ। কথা শেষে আখাউড়া ইমিগ্রেশনের দিকে হাঁটা শুরু করেন। সে সময় কোনও কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে তার ওপর হামলা করেন মহিউদ্দিন। স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার থুতনিতে দুটি সেলাই দেওয়া হয়। বিকালে বিশ্বজিৎ বাদী হয়ে মহিউদ্দিনকে আসামি করে আখাউড়া থানায় মামলা করেন।

মামলায় বিশ্বজিৎ উল্লেখ করেন, আগে থেকেই মহিউদ্দিন মিশুর সঙ্গে তার বিরোধ চলে আসছিল। ঘটনার সময় আখাউড়া-আগরতলা সীমান্তের শূন্যরেখা এলাকায় বিশ্বজিৎ পালকে দেখতে পেয়ে গালমন্দ করতে থাকেন মহিউদ্দিন। বিশ্বজিৎ গালমন্দের প্রতিবাদ না করে ঘটনাস্থল ত্যাগ করে হাঁটা শুরু করেন। সে সময় পেছন থেকে মহিউদ্দিন দৌড়ে এসে বিশ্বজিৎকে কিলঘুষি মারতে থাকেন। একপর্যায়ে মহিউদ্দিন হাতে থাকা ধারালো বস্তু দিয়ে উপর্যুপরি আঘাত করলে বিশ্বজিতের থুতনির নিচে বাঁ পাশে জখম হয়।

ঘটনার পরপরই আখাউড়া সীমান্তে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মহিউদ্দিনকে আটক করে আখাউড়া থানায় নিয়ে যান। বিকালে বিশ্বজিৎ মামলা করলে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মহিউদ্দিন মিশুর নামে আখাউড়া থানায় মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।’

/এএম/
সম্পর্কিত
আদালত চত্বরে মারধরের শিকার সাবেক মেম্বার
সন্তান হত্যার অভিযোগে বাবা গ্রেফতার
পাহাড়ি তরুণীদের চীনে পাচার: ভাইবোনসহ তিন জন গ্রেফতার
সর্বশেষ খবর
পাবনায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৫
পাবনায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৫
গুরুত্বপূর্ণ পাহাড়ি শহর রাশিয়ার দখলে, নতুন চ্যালেঞ্জের মুখে ইউক্রেন
গুরুত্বপূর্ণ পাহাড়ি শহর রাশিয়ার দখলে, নতুন চ্যালেঞ্জের মুখে ইউক্রেন
কোটা চায়, নাকি চায় না
কোটা চায়, নাকি চায় না
সর্বাধিক পঠিত
প্রেমের টানে বাংলাদেশে এসে বিপাকে পড়া তরুণীকে নিজ দেশে পাঠাতে পতাকা বৈঠক
প্রেমের টানে বাংলাদেশে এসে বিপাকে পড়া তরুণীকে নিজ দেশে পাঠাতে পতাকা বৈঠক
কী আলোচনা হলো সচিবদের বৈঠকে?
কী আলোচনা হলো সচিবদের বৈঠকে?
এমপি আনার হত্যা: ৩ আসামির দোষ স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন
এমপি আনার হত্যা: ৩ আসামির দোষ স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন
প্রথম দ্বিপক্ষীয় সফরে স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা চায় বাংলাদেশ
প্রথম দ্বিপক্ষীয় সফরে স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা চায় বাংলাদেশ
খালে এসব কে ফেলে, কেন ফেলে?
খালে এসব কে ফেলে, কেন ফেলে?