X
বুধবার, ০৩ জুলাই ২০২৪
১৯ আষাঢ় ১৪৩১

ফেরির সঙ্গে নৌকার ধাক্কা, নিখোঁজ যাত্রীর সন্ধানে দ্বিতীয় দিনে তল্লাশি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ জুন ২০২৪, ১৪:১১আপডেট : ২৩ জুন ২০২৪, ১৪:১১

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে দ্বিতীয় দিনের মতো তল্লাশি শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রবিবার (২৩ জুন) ভোর থেকে তল্লাশি শুরু করে ফায়ার সার্ভিস। 

নিখোঁজ ওই ব্যক্তি হলেন চট্টগ্রাম পল্লীবিদ্যুৎ সমিতি-১-এর পরিচালক আশরাফ উদ্দিন কাজল (৫৩)। তার বাড়ি বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী ৩ নম্বর ওয়ার্ডে। তিনি ওই এলাকার মৃত মেজর হাবিবুর রহমানের ছেলে।

শনিবার (২২ জুন) সন্ধ্যায় নগরীর কালুরঘাট এলাকায় ফেরির সঙ্গে ধাক্কা লেগে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন দুই ব্যক্তি। এর মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছেন আশরাফ উদ্দিন কাজল।

স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার হওয়া নৌকার যাত্রীর নাম নুর কাদের (৪৮)। তিনি বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ইমামুল্লার চরের ছবুর আহমদের ছেলে।

জানা গেছে, নৌকায় করে তারা কালুরঘাট এলাকা থেকে বোয়ালখালীতে যাওয়ার সময় ফেরির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা বাহার উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার সন্ধ্যায় ফেরির ধাক্কায় নৌকার দুই যাত্রী কর্ণফুলী নদীতে পড়ে যান। এর মধ্যে একজনকে তাৎক্ষণিকভাবে জীবিত উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছেন আশরাফ উদ্দিন কাজল নামে এক ব্যক্তি। শনিবার ঘটনাস্থলে রাত পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। রবিবার ভোর থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে।’

চট্টগ্রামের সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কালুরঘাট এলাকায় ফেরির সঙ্গে ধাক্কা লেগে নৌকার দুই যাত্রী কর্ণফুলী নদীতে পড়ে গেছেন। তারা চট্টগ্রাম শহর থেকে বোয়ালখালী যাচ্ছিলেন। স্থানীয় লোকজন একজনকে উদ্ধার করলেও আরেকজন নদীর স্রোতে ডুবে গেছেন। তাকে উদ্ধারে দ্বিতীয় দিনের মতো চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।’

আরও পড়ুন:

কর্ণফুলী নদীতে ফেরির সঙ্গে নৌকার ধাক্কা, একজন নিখোঁজ

/কেএইচটি/
সম্পর্কিত
কড়াইল বস্তিতে আগুন
সুরমা নদীতে নৌকাডুবি, মা-মেয়েসহ নিখোঁজ ৩ যাত্রী
ফায়ার সার্ভিসের গাড়ির টোল না নিতে হাইকোর্টের নির্দেশ
সর্বশেষ খবর
কোটা বাতিলের দাবিতে আবারও শাহবাগ অবরোধ
কোটা বাতিলের দাবিতে আবারও শাহবাগ অবরোধ
এমপি আনার হত্যা: স্বীকারোক্তিমূলক জবানবন্দি ফয়সালের
এমপি আনার হত্যা: স্বীকারোক্তিমূলক জবানবন্দি ফয়সালের
সুনীল অর্থনীতি সামুদ্রিক সম্পদের ব্যবহার বৃদ্ধির ক্ষেত্র তৈরি করেছে: স্পিকার
সুনীল অর্থনীতি সামুদ্রিক সম্পদের ব্যবহার বৃদ্ধির ক্ষেত্র তৈরি করেছে: স্পিকার
হিমাগারে ৩ লাখ ডিম মজুত, জরিমানাসহ বেঁধে দেওয়া সময়ে বিক্রির নির্দেশ
হিমাগারে ৩ লাখ ডিম মজুত, জরিমানাসহ বেঁধে দেওয়া সময়ে বিক্রির নির্দেশ
সর্বাধিক পঠিত
শান্তর বক্তব্য গ্রহণযোগ্য নয়: পাপন
শান্তর বক্তব্য গ্রহণযোগ্য নয়: পাপন
বিসিবির সভায় যে সিদ্ধান্ত নেওয়া হলো
বিসিবির সভায় যে সিদ্ধান্ত নেওয়া হলো
লটকন খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?
লটকন খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?
থানার গ্রিল ভেঙে পালিয়ে গেলো আসামি, দুই পুলিশ সদস্য বরখাস্ত
থানার গ্রিল ভেঙে পালিয়ে গেলো আসামি, দুই পুলিশ সদস্য বরখাস্ত
ত্বকের বয়স ধরে রাখতে বানিয়ে ফেলুন কোরিয়ান রাইস জেল
ত্বকের বয়স ধরে রাখতে বানিয়ে ফেলুন কোরিয়ান রাইস জেল