X
বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪
২০ আষাঢ় ১৪৩১

৯ দিন পর সেন্টমার্টিনে পৌঁছেছে খাদ্য, কিছুটা স্বস্তিতে দ্বীপবাসী

আব্দুর রহমান, টেকনাফ
১৫ জুন ২০২৪, ১৬:৪১আপডেট : ১৫ জুন ২০২৪, ১৬:৪১

হঠাৎ করেই প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে গুলি চালানো হয় বাংলাদেশে। পরপর কয়েকবার এমন ঘটনা ঘটার পর ভীতির সঞ্চার হয় স্থানীয় বাসিন্দা ও চলাচলকারী নৌযান চালকদের মাঝে। এর পরিপ্রেক্ষিতে গত ৯ দিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুট বন্ধ রয়েছে। আচমকা এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন দ্বীপবাসী

শুক্রবার (১৪ জুন) রাত ১টায় কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বিকল্প রুটে বঙ্গোপসাগর হয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও খাদ্যবোঝাই একটি জাহাজ দেশের একমাত্র কোরাল দ্বীপ সেন্টমার্টিনে পৌঁছে। এর ফলে খাবার ও সংকটে পড়া দ্বীপের বাসিন্দাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।

তবে এখনও তাদের (দ্বীপবাসী) মাঝে ভয় কাজ করছে। কেননা, এখনও নাফ নদ টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলাচল বন্ধ রয়েছে। যার ফলে দ্বীপের মুমূর্ষু রোগীরা পড়েছেন বেশ বিপাকে।

গত বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হন সেন্টমার্টিনের মোহাম্মদ মুজিবুর রহমান (২৪)। তিনি বিএন স্কুল অ্যান্ড কলেজের নৈশপ্রহরী। মিয়ানমারের গুলিবর্ষণের কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুট বন্ধ থাকায় চিকিৎসা নিতে পারছেন না। তার মতো আরও অনেক রোগীই রয়েছেন সেখানে। যারা চিকিৎসা নিতে আসতে পারছেন না টেকনাফে।

এ বিষয়ে মুজিবুর রহমানের মা এলাম বাহার বলেন, ‘আমার ছেলে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করে। গত বৃহস্পতিবার সে অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে দ্বীপের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে রেফার করেন। কিন্তু এখান থেকে কোনও স্পিডবোট কিংবা ট্রলার না ছাড়ায় চিকিৎসা নিতে যেতে পারেনি। আমার ছেলে হৃদরোগে আক্রান্ত হয়েছিল বলে জানিয়েছিলেন ডাক্তাররা।’

কিছু স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে

এদিকে, শুক্রবার রাত ১টার পর চাল, ডাল, তেল, পানি ও পেঁয়াজসহ নানা ধরনের ভোজ্যপণ্য নিয়ে একটি জাহাজ সেন্টমার্টিনে পৌঁছেছে। কক্সবাজারে আটকা পড়া অনেকে জাহাজে করে ফিরেছেন দ্বীপে। আবার শনিবার (১৫ জুন) সকালে জাহাজ ফেরার পথে দ্বীপ ত্যাগ করেন কেউ কেউ।

সেন্টমার্টিনের বাসিন্দারা জানান, জাহাজে করে নিত্যপণ্য পৌঁছানোয় আগের তুলনার জিনিসপত্রের দাম কমেছে। কিন্তু আগের মতো টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলাচল স্বাভাবিক না হলে ফের সংকট তৈরি হওয়ার সম্ভবনা রয়েছে।

দ্বীপের বাসিন্দা নুরুল আলম বলেন, ‘সাগরের মাঝে দ্বীপ হওয়ায় নৌরুট বন্ধ থাকায় আমরা দুর্দশার মধ্যে পড়েছি। কিন্তু জাহাজ আসার ফলে কিছুটা স্বস্তি পেয়েছি। এখন দোকানপাট খুলেছে। আগের চেয়ে নিত্যপণ্যের দামও কমেছে। কিন্তু হঠাৎ করে মিয়ানমার সীমান্তে জাহাজ বৃদ্ধি পাওয়ায় মানুষের মাঝে প্রশ্ন জাগছে।’

জানতে চাইলে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘৯ দিন পর জাহাজে করে প্রবাল দ্বীপে খাদ্যপণ্য এসেছে। যার ফলে মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। সরকারের পক্ষ থেকে ভিজিডিসহ জেলেদের জন্য সহায়তা এসেছে। সেগুলো আমরা বিতরণ করছি। এ ছাড়া জেলা প্রশাসনের পাঠানো পাঁচটি কোরবানির পশু মানুষের মাঝে ভাগ করে দেওয়া হবে।’

কমেছে নিত্যপণ্যের দাম

তিনি আরও বলেন, ‘টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটের চলাচল স্বাভাবিক হয়ে গেলে দ্বীপের মানুষের মাঝে পুরোপুরি স্বস্তি ফিরে আসবে। আগে থেকে সেন্টমার্টিন দ্বীপের পূর্বে মিয়ানমারের জলসীমায় তাদের দেশের দুটি জাহাজ দেখা গেলেও কয়েক দিন ধরে ৫-৬টি জাহাজ দেখা যাচ্ছে। তবে এ নিয়ে আমাদের অস্বস্তির কোনও কারণ নেই। কারণ, দ্বীপে আমাদের জলসীমায় কোস্টগার্ড ও নৌবাহিনীর জাহাজ টহলে রয়েছে।’

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, ‘সেন্টমার্টিনে সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জাহাজে করে নিত্যপণ্য পাঠানো হয়েছে। যার ফলে দ্বীপে খাদ্যসংকট কেটে গেছে। এ ছাড়া কীভাবে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুট আগের মতো সচল করা যায় সে বিষয়ে কাজ করছি আমরা।’

এদিকে, ৫ জুন থেকে টানা কয়েকবার মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশের দিকে গুলি চালানোর ঘটনা ঘটে। এর ফলে গত ৯ দিন ধরে দেশের মূল ভূ-খণ্ডের সঙ্গে একমাত্র কোরাল দ্বীপ সেন্টমার্টিনের যোগাযোগ বন্ধ রয়েছে। তবে টেকনাফ-সেন্টমার্টিন চলাচলের বিকল্প নৌরুট খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) নাকি সেখানকার বিদ্রোহী কোনও গোষ্ঠী বাংলাদেশে গুলি চালিয়েছে সে ব্যাপারে নিশ্চিত করে কোনও তথ্য জানাতে পারেনি বাংলাদেশ কর্তৃপক্ষ। যদিও গত বুধবার নাফ নদে চলাচলকারী বাংলাদেশি ট্রলারে মিয়ানমার থেকে গুলির ঘটনায় বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সোয়ে মোয়ের কাছে প্রতিবাদ জানিয়ে চিঠি পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়।  

/কেএইচটি/
টাইমলাইন: মিয়ানমার সীমান্তে উত্তেজনা
১৫ জুন ২০২৪, ১৬:৪১
৯ দিন পর সেন্টমার্টিনে পৌঁছেছে খাদ্য, কিছুটা স্বস্তিতে দ্বীপবাসী
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪২
সম্পর্কিত
দুই দিন বন্ধের পর সীমান্তের ওপারে আবারও ব্যাপক গোলাগুলি
নতুন করে কি ঘটতে পারে রোহিঙ্গা অনুপ্রবেশ?
রাখাইনে বিমান হামলা, এপারে আতঙ্ক
সর্বশেষ খবর
গাইবান্ধার ৭০ প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ
গাইবান্ধার ৭০ প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ
প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে কেউই বিজয়ী হবো না: পরিবেশমন্ত্রী
প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে কেউই বিজয়ী হবো না: পরিবেশমন্ত্রী
বগুড়ায় যমুনার পানি বিপদসীমার ওপরে, পানিবন্দি ১২ হাজার পরিবার
বগুড়ায় যমুনার পানি বিপদসীমার ওপরে, পানিবন্দি ১২ হাজার পরিবার
রাজনীতিকদের ‘মিথ্যা বলা’ নিষিদ্ধ করবে ওয়েলশ
রাজনীতিকদের ‘মিথ্যা বলা’ নিষিদ্ধ করবে ওয়েলশ
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে যে ৭ লক্ষণ প্রকাশ পায়
ভিটামিন ডি কমে গেলে যে ৭ লক্ষণ প্রকাশ পায়
আদালতে সাক্ষীরা জানালেন, তারা কিছু ‘জানেন না’ এবং ‘দেখেননি’
আলোচিত সাব্বির হত্যাকাণ্ডআদালতে সাক্ষীরা জানালেন, তারা কিছু ‘জানেন না’ এবং ‘দেখেননি’
প্রেমের টানে বাংলাদেশে এসে বিপাকে পড়া তরুণীকে নিজ দেশে পাঠাতে পতাকা বৈঠক
প্রেমের টানে বাংলাদেশে এসে বিপাকে পড়া তরুণীকে নিজ দেশে পাঠাতে পতাকা বৈঠক
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটার বিরোধিতা করলেন জি এম কাদের
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটার বিরোধিতা করলেন জি এম কাদের
এমপি আনার হত্যা: ৩ আসামির দোষ স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন
এমপি আনার হত্যা: ৩ আসামির দোষ স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন