X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

চট্টগ্রামে হেলে পড়া পাঁচতলা ভবন খালি করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ জুন ২০২৪, ১২:৩৪আপডেট : ০৬ জুন ২০২৪, ১২:৩৬

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে। নগরীর বাহির সিগন্যাল এলাকার বড়ুয়াপাড়ায় বৌদ্ধ মন্দিরসংলগ্ন ‘নবরত্ন’ নামের ভবনটি পাশের একটি ভবনের ওপর হেলে পড়ে। ভবনের ওপরের অংশ ৬ থেকে ১৮ ইঞ্চি পর্যন্ত হেলে পড়েছে।

হেলে পড়া ভবনটিতে ৯টি পরিবার বসবাস করে। গত এক যুগ আগে ভবনটি ৯ জন মালিক মিলে নির্মাণ করেছিলেন। বৃহস্পতিবার (৬ জুন) চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) হেলে পড়া ভবনের বাসিন্দাদের ভবন খালি করতে চিঠি দিচ্ছে। 

ভবনটি কবে হেলে পড়েছে তা সুনির্দিষ্ট করে সংশ্লিষ্টদের কেউ জানাতে পারেননি। তবে বুধবার (৫ জুন) বিকালে হেলে পড়ার বিষয়টি জানাজানি হয়।

এ প্রসঙ্গে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অথরাইজড কর্মকর্তা মোহাম্মদ হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চান্দগাঁও থানা এলাকায় একটি পাঁচতলা ভবন অপর একটি ভবনের ওপর হেলে পড়েছে। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে সিডিএ থেকে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এতে নবরত্ন নামের ভবনটি ৬ থেকে ১৮ ইঞ্চি পর্যন্ত হেলে পড়ার তথ্য পাওয়া গেছে। হেলে পড়া ও পাশের ভবনমালিককে বৃহস্পতিবার অনুমোদিত নকশা নিয়ে সিডিএতে আসতে বলা হয়েছে। কাগজপত্র যাচাই-বাছাই করার পর ভবনের অবস্থা সম্পর্কে জানা যাবে। আপাতত দুর্ঘটনা এড়াতে ভবনে বসবাসকারী পরিবারগুলোকে ভবনটি খালি করে দেওয়ার জন্য সিডিএ থেকে চিঠি দেওয়া হচ্ছে। পরিবারগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে ভবনটি খালি করে দেবে।’

তিনি আরও বলেন, ‘হেলে পড়া ভবনটি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করাতে বলা হয়েছে। পরীক্ষার রিপোর্টের জন্য এক সপ্তাহ কিংবা ১০দিন সময় দেওয়া হবে। এর মধ্যে চুয়েট থেকে দেওয়া রিপোর্ট সিডিএতে জমা দিতে হবে। রিপোর্টের আলোকে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

হেলে পড়া ভবনের মালিকপক্ষের একজন প্রদীপ বড়ুয়া বলেন, ‘গত এক মাস আগে থেকে ভবনটি এভাবে হেলে আছে। এতে কোনও সমস্যা হচ্ছে না। পাশের একটি ভবন নির্মাণের সময় যথাযথ সুরক্ষা না নেওয়ার কারণে এ ঘটনা ঘটেছে।’

নবরত্ন ভবনটি হেলে পাশের প্রবাসী সুমন বড়ুয়ার ভবনের সঙ্গে লেগে রয়েছে। এতে সুমন বড়ুয়ার ভবনে বসবাসকারী পরিবারগুলোর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাদের আশঙ্কা ভবনটি আরও হেলে গেলে তাদের ভবনেরও ক্ষতি হতে পারে।

এ প্রসঙ্গে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘ভবন হেলে পড়েছে এ ধরনের কোনও অভিযোগ আমরা পাইনি। কেউ এ বিষয়ে এখন পর্যন্ত অভিযোগ করেননি। এ ধরনের ঘটনা ঘটে থাকলে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ড. ইউনূসকে চিঠিতে যা বলেছে বিএনপি
শুল্ক স্থগিতের জন্য ট্রাম্পকে চিঠি, এখনও জবাব পায়নি বাংলাদেশ
পাল্টা শুল্ক স্থগিত করতে ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি, সময় চাইলেন ৩ মাস
সর্বশেষ খবর
চাঁদপুরে ভিমরুলের কামড়ে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩
চাঁদপুরে ভিমরুলের কামড়ে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩
সারা দেশে বৃষ্টির আভাস
সারা দেশে বৃষ্টির আভাস
সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ
সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ
নারায়ণগঞ্জে ঝুটবোঝাই চলন্ত ট্রাকে আগুন, চালক আহত
নারায়ণগঞ্জে ঝুটবোঝাই চলন্ত ট্রাকে আগুন, চালক আহত
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত