X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২

ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ এপ্রিল ২০২৪, ১৯:০৭আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ২৩:১৪

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলায় ১১৫তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ বলী। ফাইনালে একই জেলার বলী রাশেদকে পরাজিত করে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হন তিনি। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকাল সাড়ে ৪টা থেকে নগরীর লালদীঘি ময়দানে এ খেলা শুরু হয়।

আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও মেলা কমিটির সহসভাপতি চৌধুরী ফরিদ বলেন, এবারের বলী খেলার ১১৫তম আসর ৮৪ জন বলী অংশ নেন। এর মধ্যে প্রথম সেমিফাইনালে রাঙামাটির সৃজন চাকমাকে হারিয়ে ফাইনালে যান রাশেদ। দ্বিতীয় সেমিফাইনালে রাসেলকে হারিয়ে ফাইনালে যান বাঘা শরীফ।

তিনি বলেন, ফাইনালে প্রায় ১১ মিনিট লড়াইয়ের পর বাঘা শরীফের কাছে হেরে যান রাশেদ। তারা দুজনই কুমিল্লা জেলার বাসিন্দা। 

এর আগে খেলার এ বারের আসর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেন তরিকুল ইসলাম জীবন ও শাহ জালাল বলী। এ আসরে তৃতীয় স্থান অর্জন করেন সৃজন চাকমা ও চতুর্থ হন রাসেল।

রিংয়ে দুই বলীর লড়াই

এবার বলী খেলার চ্যাম্পিয়নকে ৩০ হাজার টাকা, ট্রফি, দ্বিতীয় স্থান অধিকারীকে ২০ হাজার টাকা, ট্রফি, তৃতীয় স্থান অধিকারীকে ১০ হাজার টাকা ও চতুর্থ স্থান অধিকারীকে পাঁচ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়।

এবারের বলী খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী। উদ্বোধক চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বলী খেলার স্পন্সর প্রতিষ্ঠান এনএইচটি স্পোর্টস কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসীর।

মেলা আয়োজক কমিটির সভাপতি কাউন্সিলর জহর লাল হাজারী বলেন, ‘১৯০৯ সালে এই মেলার আয়োজন শুরুর পর কখনও বন্ধ ছিল না। তবে দুই বছর করোনা মহামারির কারণে খেলা ও বৈশাখী মেলার ১১১ ও ১১২তম আসর বাতিল করা হয়। এরপর থেকে পুনরায় প্রতি বছর যথাসময়ে মেলা ও খেলা অনুষ্ঠিত হচ্ছে।

জানা গেছে, ব্রিটিশবিরোধী আন্দোলনে দেশের যুবকদের সংগঠিত করতে ১৯০৯ সালে চট্টগ্রামের বকশিরহাটের ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর চালু করেছিলেন বলী খেলা। এরপর ২০১৯ সাল পর্যন্ত প্রতি ১২ বৈশাখ লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হতো জব্বারের বলী খেলা। এই খেলাকে কেন্দ্র করে লালদীঘির আশপাশের প্রায় কয়েক কিলোমিটার এলাকাজুড়ে বসে বৈশাখী মেলা। মেলায় কয়েক লাখ মানুষের সমাগম ঘটে।

/এফআর/
সম্পর্কিত
নববর্ষে কাতল মাছের মেলা, ক্রেতাদের ভিড়
ঈদ আনন্দ উৎসবে মিষ্টিমুখ করাবে ডিএনসিসি, থাকছে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ফরিদপুরে ৩৫০ বছরের ঐতিহ্যবাহী মেলা আটকে গেলো বিএনপির দলীয় কোন্দলে
সর্বশেষ খবর
রোমিং বিল পরিশোধ এখন টাকায়, ডলার লাগবে না
রোমিং বিল পরিশোধ এখন টাকায়, ডলার লাগবে না
বেঙ্গালুরুতে সাড়ে তিন হাজার রানে কোহলির ইতিহাস
বেঙ্গালুরুতে সাড়ে তিন হাজার রানে কোহলির ইতিহাস
অবৈধভাবে বালু তুলে বিক্রি করছেন বিএনপি নেতা, হুমকিতে বাঁধ
অবৈধভাবে বালু তুলে বিক্রি করছেন বিএনপি নেতা, হুমকিতে বাঁধ
বিশ্ববিদ্যালয় ছাত্র পারভেজ হত্যার ঘটনায় দুই তরুণী আটক
বিশ্ববিদ্যালয় ছাত্র পারভেজ হত্যার ঘটনায় দুই তরুণী আটক
সর্বাধিক পঠিত
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন
বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা