X
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

মুক্তির খবরের অপেক্ষায় ছিলাম: এমভি আবদুল্লাহর নাবিকের মা

তাবারক হোসেন আজাদ, রায়পুর
১৪ এপ্রিল ২০২৪, ১৬:১০আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ১৬:১০

ভারত মহাসাগরে সোমালিয়া জলদস্যুদের কবলে পড়া জাহাজ এমভি আবদুল্লাহসহ ২৩ নাবিক প্রায় দেড় মাস পর মুক্ত হয়েছেন। শনিবার (১৩ এপ্রিল) মধ্যরাতের পর নাবিকরা মুক্তি পেয়ে জাহাজটি নিয়ে দুবাইয়ের দিকে রওনা দিয়েছেন।

রবিবার (১৪ এপ্রিল) ভোর ৬টায় এ খবর পান লক্ষ্মীপুরের রায়পুরে রাখালিয়া গ্রামের নাবিক আইয়ুবের পরিবার। দস্যুদের কবল থেকে মুক্তির খবরে ৪৩ দিনের উৎকণ্ঠার অবসান হলো। স্বস্তি ফিরেছে মাসহ স্বজনদের মাঝে।

রবিবার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুরে সোনাপুর ইউপির রাখালিয়া গ্রামের বিনন বেপারি বাড়িতে গিয়ে আইয়ুবের মাকে ছেলের জন্য খুশি ও দোয়া করতে দেখা গেছে।

মা হোমায়রা বেগম বলেন, ‘রবিবার ভোর ৬টার দিকে আইয়ুব ফোন করেছে। সে জানিয়েছে, তারা দস্যুদের কবল মুক্ত হয়েছে। এ খবর পেয়ে আমাদের মাঝে স্বস্তি ফিরেছে। মুক্তি পাওয়ার এ খবর শোনার জন্য দীর্ঘ অপেক্ষায় ছিলাম। আল্লাহর দরবারে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। জাহাজের মালিককেও ধন্যবাদ জানাই নাবিকদের মুক্ত করার জন্য।’

আইয়ুবের বন্ধু ইয়াসিন হোসেন বলেন, ‘আইয়ুব খুব ভালো ছেলে। সে যেন দ্রুত আমাদের মাঝে ফিরে আসার অপেক্ষায়।’

আইয়ুবসহ এমভি আবদুল্লাহর নাবিকরা

এ প্রসঙ্গে সমুদ্রগামী জাহাজের নাবিক আইয়ুব মোবাইলে বলেন, ‘মুক্তি পাওয়ার পর এমভি আবদুল্লাহ জাহাজ ইতোমধ্যে রওনা হয়েছে দুবাইয়ের দিকে। সাত দিন পর দুবাই পৌঁছালে সব নাবিককে চট্টগ্রামে ফিরিয়ে নিয়ে আসা হবে। দুবাইতেই নতুন নাবিকরা জাহাজের দায়িত্ব গ্রহণ করবেন।’

উল্লেখ্য, প্রায় দেড় মাস আগে আইয়ুবের বাবা আজহার মিয়া মারা যান। এখনও স্বামী হারানোর শোক কাটিয়ে উঠতে পারেনি পরিবার। এরমধ্যেই ছোট ছেলে আইয়ুব সাগরে ডাকাতদের কবলে পড়েছে। এই শোকে ভেঙে পড়েছিলেন ইঞ্জিনিয়ার ক্যাডেট আইয়ুবের মা হোমায়রা বেগম।

আইয়ুব খান রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাখালিয়া গ্রামের বিনন বেপারী বাড়ির মৃত আজহার মিয়ার ছোট ছেলে। তিনি রাখালিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও রামগঞ্জের ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি থেকে এইচএসসি পাস করেন। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি থেকে মেরিন ইঞ্জিনিয়ারিং পাস করেন তিনি। প্রায় এক বছর ধরে ইন্টার্ন করছেন আইয়ুব।

১২ মার্চ বাংলাদেশ সময় দুপুরে ভারত মহাসাগরে জলদস্যুর কবলে পড়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। এ সময় শিল্পগ্রুপ কেএসআরএমের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজটি জিম্মি করে নেয় সোমালিয়ান দস্যুরা। ওই দিন বিকালে জাহাজটি সোমালিয়ার দিকে নিয়ে যাওয়ার খবর পাওয়া যায়। জাহাজে লক্ষ্মীপুরের আইয়ুব খানসহ মোট ২৩ জন নাবিক রয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
সুন্দরবনে আবারও দস্যু আতঙ্কে জেলে-বনজীবীরা
সুন্দরবনের জলদস্যু বাহিনীর প্রধান ও তার ৬ সহযোগী আটক
স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ কামনা১৫ জেলে উদ্ধার ও সুন্দরবনকে দস্যুমুক্ত করতে ১১ হাজার আবেদন
সর্বশেষ খবর
ঢাকায় এনসিপির বিক্ষোভ সমাবেশ ২ মে
ঢাকায় এনসিপির বিক্ষোভ সমাবেশ ২ মে
কুয়েটের ৪ শিক্ষার্থীর ওপর হামলা
কুয়েটের ৪ শিক্ষার্থীর ওপর হামলা
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
দেশের স্বার্থে সরকার ও গণঅভ্যুত্থানের রাজনৈতিক পক্ষগুলোর ঐকমত্য জরুরি
ফেনীতে এবি পার্টির চেয়ারম্যানদেশের স্বার্থে সরকার ও গণঅভ্যুত্থানের রাজনৈতিক পক্ষগুলোর ঐকমত্য জরুরি
সর্বাধিক পঠিত
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন
উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন