X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২
ফেনী আইনজীবী সমিতির নির্বাচন

১৫ পদের ১১টিতে বিএনপিপন্থিরা জয়ী

ফেনী প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৪, ০১:৪৭আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০১:৪৭

ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-সমর্থিত প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। ফলে আওয়ামী লীগ-সমর্থিত প্যানেলের অধিকাংশই হেরেছেন।

১৫টি পদে প্রার্থী দিয়ে আওয়ামী লীগ সমর্থিত ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’ মাত্র চারটি পদে জয় পেয়েছে। বিএনপি-জামায়াত সমর্থিত ‘সমমনা আইনজীবী ঐক্য পরিষদ’ সভাপতি-সম্পাদকসহ ১১টি পদে জয়লাভ করেছে।

ভোট গণনা শেষে রবিবার নির্বাচন কমিশনার ও সমিতির বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল করিম মজুমদার ফল ঘোষণা করেন। 

এর আগে শনিবার (২০ জানুয়ারি) জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সমিতি ভবনে ভোট গ্রহণ চলে। নির্বাচনে মোট ৩৩২ জন ভোটারের মধ্যে ৩২৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

ঘোষিত ফলে বিএনপি-জামায়াত সমর্থিত ‘সমমনা আইনজীবী ঐক্য পরিষদ’ থেকে সভাপতি পদে মো. আবদুছ ছাত্তার ১৭০ ভোট এবং সাধারণ সম্পাদক পদে মো. টিপু সোলায়মান ১৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম ফারুক ১৪৯ ভোট, সাধারণ সম্পাদক প্রার্থী রসিক শেখর ভৌমিক ১২১ ভোট পেয়েছেন।

সমমনা আইনজীবী ঐক্য পরিষদ থেকে সহসভাপতি পদে মো. ইসহাক ১৭২ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এমদাদ হোসাইন ১৬২ ভোট, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ হেদায়েত উল্লাহ ভূঁঞা ১৬২ ভোট, অডিটর পদে মো. আরিফ ১৫১ ভোট এবং লাইব্রেরি সম্পাদক পদে মোহাম্মদ মোশাররফ হোসেন খন্দকার ১৭৯ ভোট পেয়েছেন। এই পরিষদ থেকে সদস্য পদে মো. মাঈন উদ্দিন রাজু ২০৬ ভোট, মোহাম্মদ মনির উদ্দিন মিনু ১৯৮ ভোট, আনোয়ার হোসেন ফরহাদ ১৮৬ ভোট এবং মোহাম্মদ ইউসুফ ১৭৫ ভোট পেয়েছেন।

অন্যদিকে, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সহসভাপতি পদে মো. শামছুল হুদা ১৭৯ ভোট, অর্থ সম্পাদক মো. আরশাদ আলী ভূঞাঁ ১৮০ ভোট, সদস্য পদে কাজী মোজাহেরুল ইসলাম জাহিদ ১৭০ ভোট এবং ফারিহা জাহান ১৬৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন।  

নবনির্বাচিত সভাপতি মো. আবদুছ ছাত্তার অনু্ভূতি ব্যক্ত করে বলেন, এই জয়ে আমরা অভিভূত। আগামীর পথচলায় সবার সঙ্গে আলোচনা করে আইনজীবীদের স্বার্থে কাজ করে যাবো।

/এএম/
সম্পর্কিত
ডিসেম্বরের আগে নির্বাচনের একটা রোডম্যাপ দিয়ে দেন: ফারুক
দুর্বৃত্তের ছোড়া গুলিতে যুবলীগের কর্মী আহত
‘বিএনপি নেতাকর্মী’ পরিচয়ে নির্মাণাধীন কারখানায় ১০ লাখ টাকা চাঁদা দাবি
সর্বশেষ খবর
কাতার ফাউন্ডেশনের প্রতিশ্রুতিতে উচ্ছ্বসিত নারী খেলোয়াড়রা
কাতার ফাউন্ডেশনের প্রতিশ্রুতিতে উচ্ছ্বসিত নারী খেলোয়াড়রা
এ বছর হামজাদের সাফ হচ্ছে না!
এ বছর হামজাদের সাফ হচ্ছে না!
তারিক সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে ৪ মামলার প্রতিবেদন ৩ জুলাই
৮১২ কোটি টাকা আত্মসাৎতারিক সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে ৪ মামলার প্রতিবেদন ৩ জুলাই
ডিসেম্বরের আগে নির্বাচনের একটা রোডম্যাপ দিয়ে দেন: ফারুক
ডিসেম্বরের আগে নির্বাচনের একটা রোডম্যাপ দিয়ে দেন: ফারুক
সর্বাধিক পঠিত
ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধন
ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধন
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
কালচে বগলের সমস্যা যেভাবে দূর করবেন
কালচে বগলের সমস্যা যেভাবে দূর করবেন
প্রতি লিটার সয়াবিন তেলে লাভ ১২ টাকা?
প্রতি লিটার সয়াবিন তেলে লাভ ১২ টাকা?