X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

দেড়কোটি মানুষের কর্মসংস্থান হলে স্মার্ট বাংলাদেশ হবে: নওফেল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ ডিসেম্বর ২০২৩, ২১:১৮আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ২১:৫৫

চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধারাবাহিক তিন দফা ক্ষমতায় থেকে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। এখন চারদিকে দৃশ্যমান ব্যাপক উন্নয়ন; এবার লক্ষ্য কর্মসংস্থান সৃজন। আওয়ামী লীগের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী, দেড়কোটি মানুষের কর্মসংস্থান সৃজন সম্ভব হলে এদেশ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে। তাই আসন্ন নির্বাচনে নৌকাকে ভোট দিয়ে বিজয় করার অর্থই হলো বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে ধাবিত হওয়া। এই কাজ একমাত্র শেখ হাসিনার পক্ষেই সম্ভব, তা ঘরে ঘরে গিয়ে ভোটারদের বোঝাতে হবে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের কর্মিসভা ও গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

মহিবুল হাসান চৌধুরী আরও বলেন, বিএনপি অগ্নিসন্ত্রাসী দল, আর তার দোসর জামায়াত মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের দল। জনগণ তাদের রাজনীতির মাঠে দেখতে চায় না। কর্মীসভায় বক্তব্য রাখছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, কোনও সন্ত্রাসী দল ও যুদ্ধাপরাধী দল না এলেও নির্বাচন অংশগ্রহণমূলক, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবেই। এ কারণে ভোটাররা কেন্দ্রে ব্যাপকভাবে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ এবং নৌকার পক্ষে রায় দিয়ে প্রমাণ করতে হবে বাংলাদেশে কোনও অগ্নিসন্ত্রাসী ও যুদ্ধাপরাধীদের স্থান নেই।

১৬ নম্বর চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুজাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাহেদুল আজম শাকিলের সঞ্চালনায় কর্মিসভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক শহিদুল আলম, চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সাহাবউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক, কাউন্সিলর নুর মোস্তফা টিনু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত। এ সময় ওয়ার্ড, ইউনিট অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিরোপার সুবাস পেতে শুরু করেছে বায়ার্ন
শিরোপার সুবাস পেতে শুরু করেছে বায়ার্ন
প্রকৃতিকে কেন্দ্র করে উন্নয়নের আহ্বান পরিবেশ উপদেষ্টার
প্রকৃতিকে কেন্দ্র করে উন্নয়নের আহ্বান পরিবেশ উপদেষ্টার
বিশ্বায়নের পথে কোমর বেঁধে নেমেছে চীন
বিশ্বায়নের পথে কোমর বেঁধে নেমেছে চীন
চবির অপহৃত ৫ শিক্ষার্থীকে ফেরত পেতে রাস্তায় নামার হুঁশিয়ারি
চবির অপহৃত ৫ শিক্ষার্থীকে ফেরত পেতে রাস্তায় নামার হুঁশিয়ারি
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত