X
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান মানিকের গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

নোয়াখালী প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২৩, ১৯:১৯আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১৯:১৯

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের গণসংযোগে হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের দিঘিরযান বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক তার সমর্থকদের নিয়ে নিয়মিত প্রচারণার অংশ হিসেবে বিকালে নাটেশ্বর ইউনিয়নের দিঘিরযান বাজারে আসেন। পরে নির্বাচনি গণসংযোগের বহরে ইটপাটকেল নিক্ষেপ করে একদল দুর্বৃত্ত। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান মানিকের ব্যবহৃত গাড়ি, বেশ কয়েকটি মোটরসাইকেল, অটোরিকশা ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করে তারা। পরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা ঘটনাস্থলে জোড়ো হলে পালিয়ে যায় হামলাকারীরা।

মানিকের ব্যবহৃত গাড়ি, বেশ কয়েকটি মোটরসাইকেল, অটোরিকশা ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করে তারা

স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান মানিক বলেন, ‘নিয়মিত প্রচারণার অংশ হিসেবে গণসংযোগে বের হলে হেলমেট বাহিনী আমার ও কর্মী-সমর্থকদের গাড়িবহরে হামলা চালায়। নির্বাচনে পরাজয়ের ভয়ে হেলমেট বাহিনী দিয়ে এভাবে পথসভায় হামলা চালিয়ে সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে বর্তমান সংসদ সদস্য মোরশেদ আলম। দিঘিরযান বাজারে যেভাবে আমার প্রচারণায় হামলা চালিয়েছে, যদি আমার লোকজন প্রতিহত করতো তাহলে সংঘাত হতো। যেভাবে তারা প্রতিদিন হামলা চালাচ্ছে, তাতে সুষ্ঠু নির্বাচন নিয়ে আমি শঙ্কিত।’

হামলার বিষয়ে জানতে চাইলে নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি জানামাত্রই তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি আমরা খতিয়ে দেখছি। অপরাধী যারাই হোক, তদন্তে তা বের হয়ে আসবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ।’

/এএম/
সম্পর্কিত
টোল প্লাজায় বিএনপি নেতার নেতৃত্বে হামলা চালিয়ে ১৪ লাখ টাকা ছিনতাই, থানায় মামলা
মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয়
দেশের ইতিহাসে ‘শ্রেষ্ঠ নির্বাচন’ হবে, আনফ্রেলকে আশ্বাস প্রধান উপদেষ্টার
সর্বশেষ খবর
শান্তির জন্য ইউক্রেনকে সম্ভবত কিছু ভূখণ্ড ছাড়তে হবে: কিয়েভের মেয়র
শান্তির জন্য ইউক্রেনকে সম্ভবত কিছু ভূখণ্ড ছাড়তে হবে: কিয়েভের মেয়র
ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’
ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’
এবার লিচুর বাম্পার ফলনের সম্ভাবনা
এবার লিচুর বাম্পার ফলনের সম্ভাবনা
চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায়ের শঙ্কায় মেসিরা
চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায়ের শঙ্কায় মেসিরা
সর্বাধিক পঠিত
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ফেনীতে মামুনুল হকইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য