X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

‘বিএনপি দেশের রাজনীতিতে পরগাছা, তাদের অস্তিত্ব বিলীন করতে হবে’

নোয়াখালী প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২৩, ২০:০২আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ২০:০২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এদেশের রাজনীতির জন্য পরগাছা। এই পরগাছার অস্তিত্ব বিলীন করে ফেলতে হবে। তারা হলো ভুয়া দল। লাল কার্ড খেয়ে খেলা থেকে বাদ পড়েছে, কেন বাদ পড়েছে? খেলায় ফাউল করেছে। তাদের আর রাজনীতির মাঠে খেলার সুযোগ নেই।’

শনিবার (২৩ ডিসেম্বর) বিকালে নিজ নির্বাচনি এলাকা নোয়াখালীর কবিরহাট বাজারের বঙ্গবন্ধু চত্বরে পথসভায় এসব কথা বলেন তিনি। কবিরহাট উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। ওবায়দুল কাদের নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ ও কবিরহাট) আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, ‘লন্ডনে বসে দণ্ডিত আসামি তারেক রহমান রিমোট কন্ট্রোলের মতো বিএনপি চালায়। বঙ্গবন্ধুর ডাকে ১৯৭১ সালে অসহযোগ আন্দোলন হয়েছিল। এজন্য এখন অসহযোগ আন্দোলন ডেকেছে বিএনপি। তারেক মনে করেছে, তার কথায় অসহযোগ হবে, কিন্তু হয়নি। দেশের জনগণ তারেককে অসহযোগিতা করবে, তার বিরুদ্ধে অসহযোগ আন্দোলন করবে। অসহযোগ আন্দোলন করে বিএনপি নামক পরগাছাকে হটিয়ে দেবে।’

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি স্বাধীনতার শত্রু। গণতন্ত্রের শত্রু। এরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। খন্দকার মোশতাক আর জিয়া জেলখানায় হত্যাকাণ্ড ঘটিয়েছে। বিএনপি পল্টনে প্রকাশ্যে পুলিশকে পিটিয়ে হত্যা করেছে। প্রধান বিচারপতির বাড়িতে হামলা করেছে, পুলিশ হাসপাতালে হামলা করেছে। তাদের প্রতিহত করার সুযোগ এসেছে। আগামী ৭ জানুয়ারি দলে দলে ভোট দিয়ে এই সুযোগ কাজে লাগান।’

বিএনপির অসহযোগ আন্দোলনের প্রসঙ্গ টেনে কাদের বলেন, ‘জনগণ তাদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন করবে। বিএনপি প্ল্যান করেছে, খাজনা দেবে না, ট্যাক্স দেবে না। তাদের মুখে গণতন্ত্রের কথা শুনলে ঘোড়াও হাসে। বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, এই কথা কেউ বিশ্বাস করে না। পল্টনের রাস্তা থেকে পালিয়ে গেলো কারা? এক দফা গেলো কোথায়? ৫৪ দল কোথায় এখন? এই বিএনপি বঙ্গবন্ধুর গোটা পরিবার শেষ করেছে।’

ভোটারদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যদি বাঁচাতে চান, ক্ষমতার মঞ্চে আমরা শেখ হাসিনাকে আবারও চাই। গণতন্ত্রকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে হবে। স্বাধীনতা ও উন্নয়ন বাঁচাতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই।’  

নিজ এলাকার উন্নয়নের চিত্র তুলে ধরে সেতুমন্ত্রী বলেন, ‘এই কবিরহাট একসময় অবহেলিত ছিল। এখানে গত ১৫ বছরে রাস্তাঘাট, বিদ্যুৎ, স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন করা হয়েছে। আগামী দিনে শেখ হাসিনার উন্নয়নকে রক্ষা করতে হলে মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে ৭ জানুয়ারির ফাইনাল খেলায় জিততে হবে।’

পথসভায় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহীম ও সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান। 

এর আগে সকালে ওবায়দুল কাদের নিজ নির্বাচনি এলাকা বসুরহাট, শান্তিরহাট, রংমালা বাজার, বাংলাবাজার, পেশকারহাট, নতুন বাজার ও  টেকেরবাজারসহ আশপাশের কয়েকটি এলাকায় গণসংযোগ করেন। 

/এএম/
সম্পর্কিত
মা-বোনেরা ঝাড়ু হাতে রাখবেন, আ.লীগ ফিরে এলে পিটিয়ে বিদায় করবেন: টুকু
আ.লীগ নিষিদ্ধসহ ৪ দাবিতে শহীদি সমাবেশ
সাবেক সংসদ সদস্য সালেহা খানমের ইন্তেকাল
সর্বশেষ খবর
ককটেল বিস্ফোরণ ও অস্ত্র হাতে মিছিল, কুমিল্লা নগরে কিশোর গ্যাং আতঙ্ক
ককটেল বিস্ফোরণ ও অস্ত্র হাতে মিছিল, কুমিল্লা নগরে কিশোর গ্যাং আতঙ্ক
ভুল তথ্যে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতিকে শোকজের অভিযোগ
ভুল তথ্যে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতিকে শোকজের অভিযোগ
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি
মা-বোনেরা ঝাড়ু হাতে রাখবেন, আ.লীগ ফিরে এলে পিটিয়ে বিদায় করবেন: টুকু
মা-বোনেরা ঝাড়ু হাতে রাখবেন, আ.লীগ ফিরে এলে পিটিয়ে বিদায় করবেন: টুকু
সর্বাধিক পঠিত
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
১৬ বছর পর রাঙামাটি টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ
১৬ বছর পর রাঙামাটি টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ