ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রার্থীরা দলীয় এবং পছন্দের প্রতীক পেয়ে উৎসবে মেতে উঠেন। প্রচারণায় নেমে পড়েন এলাকায়। ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন তারা।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ছয়টি সংসদীয় আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের ৩৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন
ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন পেয়েছেন নৌকা, জাতীয় পার্টির শাহনুল করিম (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা সৈয়দ এ কে একরামুজ্জামান পেয়েছেন (কলার ছড়ি), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মোহাম্মদ বকুল হোসেন হাতুড়ি এবং ইসলামী ফ্রন্টের ইসলাম উদ্দিন (মোমবাতি)।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা (ঈগল), বাংলাদেশ তরিকত ফেডারেশনের ছৈয়দ জাফরুল কুদ্দুছ (ফুলের মালা), তৃণমূল বিএনপির মাইনুল হাসান (সোনালী আঁশ), ইসলামী ঐক্যজোটের আবুল হাসনাত (মিনার), স্বতন্ত্র প্রার্থী মঈনউদ্দিন (কলার ছড়ি), ন্যাশনাল পিপলস পার্টির রাজ্জাক হোসেন (আম) এবং জাতীয় পার্টির রেজাউল ইসলাম ভূঞা (লাঙ্গল)।
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী জামাল (নোঙর), স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান (কাঁচি), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মুজিবুর রহমান (বটগাছ), জাসদের আব্দুর রহমান ওমর (মশাল), আওয়ামী লীগের উবায়দুল মোকতাদির চৌধুরী (নৌকা), ন্যাশনাল পিপলস পার্টির সৈয়দ মাহমুদুল হক আক্কাছ (আম), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সৈয়দ মো. নূরে আজম (মোমবাতি) এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির সোহেল মোল্লা (একতারা)।
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী আইনমন্ত্রী আনিসুল হক (নৌকা), তরিকত ফেডারেশনের সৈয়দ জাফরুল কুদ্দুছ (ফুলের মালা) এবং ন্যাশনাল পিপলস পার্টির শহীদ খান (আম)।
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী এ কে মমিনুল হক সাঈদ (ঈগল), তরিকত ফেডারেশনের ছৈয়দ জাফরুল কুদ্দুস (ফুলের মালা), বাংলাদেশ সুপ্রিম পার্টির জামাল সরকার (একতারা), আওয়ামী লীগ প্রার্থী ফয়জুর রহমান (নৌকা), ইসলামী ঐক্যজোটের মেহেদী হাসান (মিনার), জাতীয় পার্টির মোবারক হোসেন (লাঙ্গল) ও তৃণমূল বিএনপির হাবিবুর রহমান (সোনালী আঁশ)।
ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে সুপ্রিম পার্টির কবির মিয়া (একতারা), আওয়ামী লীগ প্রার্থী মো. তাজুল ইসলাম (নৌকা), জাতীয় পার্টির মো. আমজাদ হোসেন (লাঙ্গল) ও ন্যাশনাল পিপলস পার্টির সফিকুল ইসলাম (আম)।