X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

স্বামীর দেওয়া আগুনে দগ্ধ দুই সন্তানের পর চলে গেলেন গৃহবধূ মুন্নিও

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৩, ২২:৫৪আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ২২:৫৪

দুই শিশুসন্তানের পর লক্ষ্মীপুরের সদর উপজেলার বশিকপুর গ্রামে বসতঘরে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ গৃহবধূ সুমাইয়া আক্তার মুন্নিও চলে গেলেন। শনিবার (২ ডিসেম্বর) দুপুরের দিকে ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সন্ধ্যায় বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম।

তিনি জানান, গত ২৮ নভেম্বর ভোরে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামের চতল্লা বাড়ির অটোরিকশাচালক মাদকাসক্ত কামাল হোসেন তার বসতঘরে আগুন দেয়। এতে স্ত্রী ও দুই সন্তান দগ্ধ হয়। ঘটনার রাতে মৃত্যু হয় সাত বছর বয়সী শিশুকন্যা আয়েশা আক্তার মুনতাহার। পরদিন মারা যায় শিশুপুত্র আবদুর রহমান মুনতাসির।

এ ঘটনায় পুলিশ অভিযুক্ত কামাল হোসেনকে গ্রেফতার করে। পরে দায় স্বীকার করে ওই দিন বিকালে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি। ঘটনার দুই দিন পর সুমাইয়া আক্তার মুন্নির বাবা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় কামাল হোসেনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুজনকে আসামি করে মামলা করেন।

বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, ‘কামাল হোসেনের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক কলহ চলছিল। স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে একটি সেমিপাকা টিনশেড ঘরে থাকতেন তিনি। গভীর রাতে স্ত্রী এবং দুই সন্তান ঘুমিয়ে গেলে কামাল ঘরের বাইরে এসে দরজা বন্ধ করে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই তার মেয়ে আয়েশা আক্তার মারা যায়। স্ত্রী সুমাইয়া ও শিশুপুত্র আবদুর রহমানকে প্রথমে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে ইউনিয়ন পরিষদের অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে পাঠানো হয়। ওই দিন দুপুরের দিকে শিশু আবদুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আজ দুপুরে তাদের মা সুমাইয়া আক্তারও মারা যান।’

ইউপি চেয়ারম্যান আরও বলেন, ‘মরদেহ এখনও নিয়ে আসা হয়নি। শুনেছি ওই হাসপাতালেই তার ময়নাতদন্ত হবে। এরপর গ্রামের বাড়িতে জানাজা হবে। সুমাইয়ার বাবার বাড়ি সদর উপজেলার মান্দারীতে।’

পোদ্দার বাজার পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনার দুই দিন পর ৩০ নভেম্বর সুমাইয়ার বাবা গোলাম মোস্তফা বাদী হয়ে তার জামাতা কামাল হোসেনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুই জনের নামে হত্যা মামলা করেছেন। ওই মামলায় কামাল এখন কারাগারে আছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ভিওআইপি চক্রের মূলহোতা গ্রেফতার, দেড় হাজার সিম ও সরঞ্জাম উদ্ধার
রেলওয়ে পুলিশের অভিযানে ৯ মামলার পলাতক বিল্লালসহ গ্রেফতার ২
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৬৪২
সর্বশেষ খবর
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
ককটেল বিস্ফোরণ ও অস্ত্র হাতে মিছিল, কুমিল্লা নগরে কিশোর গ্যাং আতঙ্ক
ককটেল বিস্ফোরণ ও অস্ত্র হাতে মিছিল, কুমিল্লা নগরে কিশোর গ্যাং আতঙ্ক
ভুল তথ্যে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতিকে শোকজের অভিযোগ
ভুল তথ্যে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতিকে শোকজের অভিযোগ
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি
সর্বাধিক পঠিত
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
১৬ বছর পর রাঙামাটি টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ
১৬ বছর পর রাঙামাটি টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ