ঘূর্ণিঝড় হামুনে কক্সবাজার জেলায় ৩৭ হাজার ৮৫৪টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচ হাজার ১০৫টি এবং আংশিক ক্ষতিগ্রস্ত বসতবাড়ির পরিমাণ ৩২ হাজার ৭৪৯টি। জেলায় দুর্গত মানুষের সংখ্যা চার লাখ ৭৬ হাজার ৫৪৯ জন।
বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসকের দেওয়া তথ্যমতে, ঘূর্ণিঝড় হামুনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজার জেলার ৭১টি ইউনিয়ন ও ২টি পৌরসভা। হামুনের তাণ্ডবে পল্লী বিদ্যুতের ৩৫৪টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। বিকল হয়েছে ২৩টি ট্রান্সফরমার। ৪৯৬ স্থানে বৈদ্যুতিক তার ছিঁড়ে গেছে। ৮০০টি স্থানে গাছ পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
এদিকে, পৌরসভার দেড়শ ক্ষতিগ্রস্ত পরিবারে এক বান করে ঢেউটিন ও নগদ এক হাজার টাকা বিতরণ করা হয়েছে।