বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে লক্ষ্মীপুর সদর থানা ও পৌর বিএনপি। শুক্রবার (২০ অক্টোবর) বিকাল ৪টায় মিছিলটি শহরের দক্ষিণ থেকে শুরু হয়ে কালেক্টরেট স্কুলের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ‘অবিলম্বে এ্যানি চৌধুরীকে মুক্তি না দিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’ তত্ত্বাবধায়ক সরকার গঠন করে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান তারা।
সদর থানা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান হাছিব। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন, সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ এমরান, সদর থানা পশ্চিম বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলে এলাহি জহির, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, কৃষক দলের সিনিয়র সহসভাপতি বদরুল আলম শ্যামল, জেলা ছাত্রদলের সহসভাপতি দেলোয়ার হোসেন শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক আমির আহমেদ রাজু, সাংগঠনিক সম্পাদক রেজোয়ান হোসেন আকবর প্রমুখ।
বিএনপি নেতা শহীন উদ্দিন চৌধুরী এ্যানিকে ১০ অক্টোবর গভীর রাতে ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৩ মে ধানমন্ডি সিটি কলেজের সামনে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের প্রায় ১০-১৫ হাজার নেতাকর্মী পদযাত্রা শেষে চলে যাচ্ছিলেন। এ সময় তারা দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা, ইটপাটকেল ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুলিশের কাজে বাধা দেন। এছাড়া পুলিশের ওপর আক্রমণ, সরকারকে উৎখাত, জনসাধারণের জানমালের ক্ষতিসাধন, গণপরিবহন ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি এবং নাশকতামূলক কর্মকাণ্ড শুরু করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি মামলা করে।