X
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১

ঈদের ছুটিতে বান্দরবানে নেই পর্যটক, হতাশ ব্যবসায়ীরা

মো. নজরুল ইসলাম (‌টিটু), বান্দরবান
২৪ এপ্রিল ২০২৩, ০৮:০০আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ০৮:০০

প্রতি বছর ঈ‌দের ছুটিতে বান্দরবানে পর্যটকদের ভিড় থাকে। আ‌গেভাগেই বু‌কিং হ‌য়ে যায় অ‌ধিকাংশ হোটেল-মোটেলের কক্ষ। অথচ এবার ব্যতিক্রম। ঈদের টানা পাঁচ দিনের ছুটিতে পর্যটক নেই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই জেলায়। সেইসঙ্গে হোটেল-মোটেলের ২০ শতাংশ কক্ষও বুকিং হয়নি। এ নিয়ে হতাশ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

ঈদের দ্বিতীয় দিন রবিবার (২৩ এপ্রিল) বিকালে জেলার পর্যটনকেন্দ্রগুলোতে স্থানীয় কয়েকজন পর্যটককে দেখা গেলেও বাইরের কোনও পর্যটকের দেখা মেলেনি। অলস সময় কাটাতে দেখা গেছে হোটেল-মোটেলের কর্মীদের।

জেলা শহরের নীলাচল পর্যটনকেন্দ্রে ঘুরতে আসা প্রিয়াঙ্কা রানি ব‌লেন, ‘এখানের পর্যটনকেন্দ্রগুলো অনেক সুন্দর। দেখে খুব ভালো লেগেছে। আমরা শহর থেকে দুপুরে এসেছি। বিকালে আবার ফিরে যাবো।’ 

পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন, মেঘলা, নীলাচল, নীলগিরি, চিম্বুক পাহাড়, রিজুক ঝরনা, বগা‌লেক, উপবন, মি‌রিঞ্জা ও প্রা‌ন্তিক লেকসহ অনেক পর্যটনকেন্দ্র র‌য়ে‌ছে জেলায়। প্রতি বছর ঈ‌দের ছু‌টি‌তে এসব পর্যটনকেন্দ্রে উপ‌চে প‌ড়া ভিড় থাকতো। ১৫‌ রোজার ম‌ধ্যেই বে‌শিরভাগ হো‌টেল-মো‌টেলের কক্ষ বু‌কিং হ‌য়ে যেতো। অথচ এবার তেমন বুকিং নেই। অধিকাংশ পর্যটনকেন্দ্র শূন্য। 

ব্যবসায়ীরা জানিয়েছেন, তিন উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা, প্রচণ্ড দাবদাহ ও সামনে এসএসসি পরীক্ষা হওয়ায় হয়তো পর্যটকরা আসেননি। যৌথ বা‌হিনীর অ‌ভিযা‌ন শেষ হলে এবং গরম কমলে পর্যট‌কের আগমন বাড়বে। তবে এবারের মতো অবস্থা আগে কখনও হয়নি।

হোটেল-মোটেলের মালিকরা জানিয়েছেন, অন্যান্য বছর ঈদের ছুটিতে আগেভাগে হোটেল-মোটেলের শতভাগ কক্ষ বু‌কিং হতো। এবা‌র ১০ শতাংশও বু‌কিং হয়নি। ফলে কর্মীদের বেতন, পর্যটনকেন্দ্র ভাড়া; সবমিলে লোকসান গুন‌তে হবে তাদের।

হোটেল নাইট হেভেনের ম্যানেজার ওমর ফারুক বলেন, ‌‘অন্যান্য বছর ঈদের ছুটিতে হোটেলের কক্ষগু‌লো অ‌গ্রিম বু‌কিং নেওয়ার হিড়িক প‌ড়ে যেতো। এবার ভিন্ন চিত্র। খালি পড়ে আছে হোটেলের কক্ষগু‌লো। কেউ বুকিংয়ের জন্য ফোন দেয় না। এখন পর্যন্ত ১০‌ শতাংশ কক্ষ বু‌কিং হয়েছে। যা স্বাভাবিক দিনেও থাকে। আমাদের মনে হচ্ছে, নিরাপত্তার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা ও গরমের কারণে পর্যটকরা আসেননি। অভিযান বন্ধ ও গরম কমলে হয়তো আসবেন।’

ব্যবসায়ীরা জানিয়েছেন, তিন উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা, প্রচণ্ড দাবদাহ ও সামনে এসএসসি পরীক্ষা হওয়ায় হয়তো পর্যটকরা আসেননি

হোটেল গার্ডেন সিটির দায়িত্বে থাকা মো. আরমান হোসেন বলেন, ‘ঈদের টানা ছুটিতে এবার আমাদের হোটেলের ১০ শতাংশ কক্ষ বু‌কিং হয়েছে। বাকি ৯০ শতাংশ ফাঁকা। এবারের মতো এমন অবস্থা আগে কখনও হয়নি।’

হোটেল হিলভিউয়ের জিএম রিয়াজ উদ্দিন বলেন, ‘এবার প্রত্যাশা অনুযায়ী হোটেল কক্ষ বু‌কিং হয়‌নি। ২০ শতাংশ কক্ষ বু‌কিং হ‌য়ে‌ছে আমাদের। বাকিগুলো খালি।’

পর্যটক না আসায় ব্যবসায়ীরা লোকসানে পড়বেন বলে জানিয়েছেন জেলা হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

তিনি বলেন, ‘জেলা শহরের হোটেল-মোটেল ও রি‌সোর্টগুলোতে একসঙ্গে প্রায় ছয় হাজার পর্যটকের রাতযাপনের সুযোগ আছে। কিন্তু এবার ২০ শতাংশ পর্যটকও আসেননি। হোটেল-মোটেল ও রি‌সোর্টগুলোর প্রায় ১০ শতাংশ বুকিং হ‌য়ে‌ছে। বাকি ৯০ শতাংশ ফাঁকা। এতে লোকসানে পড়বেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।’

পর্যটক না আসার কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, রুমা, থানচি ও রোয়াংছড়িতে নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে দেশি-বিদেশি পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আছে। এ ছাড়া প্রচণ্ড দাবদাহ ও সামনে এসএসসি পরীক্ষা হওয়ায় পর্যটকের আগমন কমেছে। এগুলো কেটে গেলে হয়তো পর্যটকরা আসবেন।

এ বিষয়ে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, ‘ঈদের ছুটিতে পর্যটকদের আগমন ঘিরে প্রতি‌টি পর্যটনকেন্দ্র সাজা‌নো হ‌য়ে‌ছে। তবে এবার পর্যটক কম। ভ্রমণ নিষেধাজ্ঞা এবং গ্রীষ্মের দাবদাহ এর একটি কারণ হতে পারে।’

তিনি বলেন, ‘নতুন ক‌রে নি‌র্মিত জেলার কেরানিহাটের সড়ক‌টি পর্যটক‌দের ভালো লাগবে। সড়কের উভয়পা‌শে ফু‌ল গাছ লাগা‌নো হ‌য়ে‌ছে; যেন পর্যটকরা দে‌খে মুগ্ধ হন। রুমা, থানচি ও রোয়াংছড়িতে নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা থাকলেও নীলাচল, মেঘলা, নীলগিরিসহ অন্যান্য পর্যটনকেন্দ্র নি‌ষেধাজ্ঞার আওতামুক্ত। এসব স্থানে নিরাপ‌দে ঘুর‌তে পার‌বেন পর্যটকরা।’

/এএম/
সম্পর্কিত
আবাসন সংকটে ভুগছে স্পেন, দেশজুড়ে বিক্ষোভ
মীরসরাইয়ের পর্যটনস্পটগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
মৌলভীবাজারের পর্যটনকেন্দ্রগুলোতে প্রকৃতিপ্রেমীদের ঢল
সর্বশেষ খবর
ত্রিশালে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২
ত্রিশালে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২
ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষাকেন্দ্রে আগুন
ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষাকেন্দ্রে আগুন
‘বিশেষ কিছু’ অর্জন করে উচ্ছ্বসিত ফাহিমা-সুমনা
‘বিশেষ কিছু’ অর্জন করে উচ্ছ্বসিত ফাহিমা-সুমনা
সেঞ্চুরি নয়, দলের কথাই মাথায় ছিল জ্যোতির
সেঞ্চুরি নয়, দলের কথাই মাথায় ছিল জ্যোতির
সর্বাধিক পঠিত
ধর্ষণের ব্যথা সইতে না পেরে আল আমিনকে হত্যা, আদালতে স্বীকারোক্তি: পিবিআই
ধর্ষণের ব্যথা সইতে না পেরে আল আমিনকে হত্যা, আদালতে স্বীকারোক্তি: পিবিআই
ট্রান্সশিপমেন্ট বাতিলের পর রফতানি করা ৪ ট্রাক পণ্য ফেরত পাঠালো ভারত
ট্রান্সশিপমেন্ট বাতিলের পর রফতানি করা ৪ ট্রাক পণ্য ফেরত পাঠালো ভারত
মঙ্গল শোভাযাত্রা হিন্দুদের জন্মাষ্টমীর ধর্মাচার: হেফাজত
মঙ্গল শোভাযাত্রা হিন্দুদের জন্মাষ্টমীর ধর্মাচার: হেফাজত
ট্রাইব্যুনালে সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া মুক্তিযোদ্ধা আবছার আটক
ট্রাইব্যুনালে সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া মুক্তিযোদ্ধা আবছার আটক
৭ দিনের মধ্যে বাঁধ রিপেয়ার না করলে আপনারে রিপেয়ার করে দিমু, প্রকৌশলীকে উপদেষ্টা
৭ দিনের মধ্যে বাঁধ রিপেয়ার না করলে আপনারে রিপেয়ার করে দিমু, প্রকৌশলীকে উপদেষ্টা