X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

ট্রলারে হাত-পা বাঁধা ১০ জনের লাশ, দুর্ঘটনা নয় হত্যাকাণ্ড

আবদুল আজিজ, কক্সবাজার
২৩ এপ্রিল ২০২৩, ১৮:৪৯আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ১৯:০৮

কক্সবাজার শহরের নাজিরারটেক সমুদ্র উপকূলে ভাসমান একটি ট্রলার থেকে ১০ জনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলছে পুলিশ।

এরই মধ্যে উদ্ধার করা লাশগুলোতে পচন ধরেছে। তাদের হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। কারও কারও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এখনও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার ধরন দেখে পুলিশ বলছে, এটি দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড। পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পাওয়া তথ্য-উপাত্ত নিয়ে তদন্ত করছে পুলিশ।

এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বলেন, ‌‌‘এতে কোনও সন্দেহ নেই। কারণ তাদের হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল, শরীরে আঘাতের চিহ্ন আছে। আমাদের ধারণা, জলদস্যুরা গভীর সাগরে তাদের হত্যা করেছে। পরে ট্রলারে লাশ রেখে দরজা লাগিয়ে দেয়।’

তিনি বলেন, ‘সব কয়টি লাশ বিকৃত হয়ে গেছে। এ জন্য পরিচয় শনাক্ত করতে দেরি হচ্ছে। পরিচয় শনাক্তে সিআইডি ও পিবিআইয়ের ক্রাইম সিন টিমকে খবর দেওয়া হয়েছে। আশা করছি দ্রুত পরিচয় শনাক্ত করতে পারবো। একইসঙ্গে ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে পারবো। ঘটনার তদন্ত শুরু করেছি আমরা।’

পুলিশ সুপার বলেন, ‘স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জেনেছি, ১০-১২ দিন আগে মহেশখালী থেকে একটি ট্রলার নিয়ে গভীর সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন কয়েকজন জেলে। হয়তো জলদস্যুরা ওই ট্রলারের মাছ ও জাল লুট করে জেলেদের হাত-পা বেঁধে হত্যা করেছে। পরে লাশ ভেতরে রেখে ট্রলারটি সাগরে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু ট্রলারটি ডুবে যায়নি। রশি দিয়ে ট্রলারটি টেনে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে নিয়ে আসেন স্থানীয় জেলেরা। খবর পেয়ে দুপুর ২টার দিকে ঘটনাস্থলে গিয়ে ১০ জনের লাশ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস।’

নাজিরারটেক উপকূলের কয়েকজন জেলে জানিয়েছেন, স্থানীয় জেলেরা গভীর সমুদ্র থেকে মাছ শিকার শেষে কূলে আসার সময় ওই ট্রলারটি ভাসতে দেখেন। পরে তারা ট্রলারটি নাজিরারটেক উপকূলের মোহনায় নিয়ে আসেন। এ সময় ট্রলারের ভেতর থেকে দুর্গন্ধ বের হলে ৯৯৯ নম্বরে ফোন দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একে একে ১০ জনের লাশ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কক্সবাজার স্টেশন অফিসার খান খলিলুর রহমান বলেন, ‘লাশগুলো বিকৃত হয়ে গেছে। প্রত্যেকের হাত-পা বাঁধা ছিল। নৃশংসভাবে হত্যা করা হয়েছে। লাশ দেখে বোঝা যাচ্ছে ১০-১২ দিন আগে হত্যাকাণ্ড ঘটেছে।’ 

সদর মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ‘লাশগুলো ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রলার ও নিহত জেলেদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

তবে স্থানীয় জেলেদের দাবি, কিছু দিন আগে কক্সবাজার সমুদ্র উপকূলে একটি মাছ ধরা ট্রলারে হামলা চালায় একদল দস্যু। তখন তারা ট্রলারের মাছ ও জাল লুট করে জেলেদের হাত-পা বেঁধে হত্যা করেছে। নিহতরা মহেশখালী, চকরিয়া, কুতুবদিয়া কিংবা আশপাশের এলাকার বাসিন্দা হতে পারেন। তবে এখনও ট্রলারটির মালিকের খোঁজ পাওয়া যায়নি।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
নিজ বাসা থেকে পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার
গাইবান্ধায় এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জঙ্গলের পাশে পড়ে ছিল যুবকের গলাকাটা মরদেহ
সর্বশেষ খবর
শুল্ক আলোচনা বিষয়ে চীন-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি বক্তব্য
শুল্ক আলোচনা বিষয়ে চীন-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি বক্তব্য
নদী ভাঙন রক্ষার দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন
নদী ভাঙন রক্ষার দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন
পোপের প্রতি শ্রদ্ধা জানাতে সেন্ট পিটার্স বাসিলিকায় প্রধান উপদেষ্টা
পোপের প্রতি শ্রদ্ধা জানাতে সেন্ট পিটার্স বাসিলিকায় প্রধান উপদেষ্টা
ব্যাটারিচালিত রিকশার দাপটে বিশৃঙ্খল চট্টগ্রামের সড়ক, চলতি মাসে জব্দ ৩ হাজার
ব্যাটারিচালিত রিকশার দাপটে বিশৃঙ্খল চট্টগ্রামের সড়ক, চলতি মাসে জব্দ ৩ হাজার
সর্বাধিক পঠিত
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ