X
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
৪ বৈশাখ ১৪৩২

অক্সিজেন কারখানায় বিস্ফোরণে নিহত ৭, মামলা হয়নি তিন দিনেও

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ মার্চ ২০২৩, ২১:৩৮আপডেট : ০৬ মার্চ ২০২৩, ২২:২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে সাত জন নিহতের ঘটনায় তিন দিনেও মামলা হয়নি। সোমবার (০৬ মার্চ) রাত ৯টা পর্যন্ত এ ঘটনায় মামলা করেননি নিহতদের কোনও স্বজন। তবে স্বজনরা মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে বলে জানিয়েছে সীতাকুণ্ড থানা পুলিশ।

সোমবার রাতে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ‘নিহতদের পরিবারের পক্ষ থেকে এখনও মামলা করা হয়নি। তবে তারা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।’

ওসি বাংলা ট্রিবিউনকে আরও বলেন, ‘দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের প্রত্যেক পরিবারকে খবর দেওয়া হয়েছে। যাদের অভিযোগ আছে, তাদের এ ঘটনায় মামলা করতে বলা হয়েছে। কিন্তু নিহতদের কোনও স্বজন এখনও মামলা করতে থানায় আসেননি। যদি কেউ না আসে তাহলে পুলিশ বাদী হয়ে আজ রাতেই মামলা করবে।’

এর আগে শনিবার (৪ মার্চ) বিকালে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় সাত জন নিহত হন। দগ্ধ ও আহত হয়েছেন অন্তত ২৫ জন।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অক্সিজেন কারখানায় বিস্ফোরণের ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। কোন আইনে মামলা হবে, তা দেখা হচ্ছে। পাশাপাশি নিহতের স্বজনদের কেউ মামলা করে কিনা, সে অপেক্ষা ছিলাম আমরা। এখন পর্যন্ত নিহতের কোনও স্বজন মামলা করেননি। আজ রাতে পুলিশের পক্ষ থেকে মামলা করার কথা ভাবছি আমরা।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, চালক ও সহকারী গ্রেফতার
বৃষ্টির পানিতে তলিয়ে থাকা ড্রেনে লেগুনা পড়ে নিহত ২
দিনদুপুরে বাসায় ঢুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সংগঠক’কে কুপিয়ে জখম
সর্বশেষ খবর
এই ৫ অভ্যাস ত্বককে তরুণ রাখবে
এই ৫ অভ্যাস ত্বককে তরুণ রাখবে
ক্লাব চাইলে কোচ বদলের সিদ্ধান্ত নিতে পারে: আনচেলত্তি
ক্লাব চাইলে কোচ বদলের সিদ্ধান্ত নিতে পারে: আনচেলত্তি
ফুটওভারব্রিজের নিচে মূত্রত্যাগ, দুর্গন্ধে নাকাল পথচারী
ফুটওভারব্রিজের নিচে মূত্রত্যাগ, দুর্গন্ধে নাকাল পথচারী
গাজায় বাফার জোন থেকে সরবে না ইসরায়েল
গাজায় বাফার জোন থেকে সরবে না ইসরায়েল
সর্বাধিক পঠিত
দুদকের অভিযান দেখে পালালেন জেলা রেজিস্ট্রার, বললেন ঢাকার পথে আছি
দুদকের অভিযান দেখে পালালেন জেলা রেজিস্ট্রার, বললেন ঢাকার পথে আছি
ফ্যাসিস্টের প্রতিকৃতি বানানো শিল্পীর বাড়িতে আগুন
ফ্যাসিস্টের প্রতিকৃতি বানানো শিল্পীর বাড়িতে আগুন
রফিক আজাদের স্ত্রীর বাড়ির একাংশ উচ্ছেদ: ক্ষোভে-বেদনায় দিলারা হাফিজ
রফিক আজাদের স্ত্রীর বাড়ির একাংশ উচ্ছেদ: ক্ষোভে-বেদনায় দিলারা হাফিজ
উজানে ‘মেগা ড্যামের’ ধাক্কা সামলাতে দিল্লি-ঢাকা-থিম্পুকে জোট বাঁধার ডাক
উজানে ‘মেগা ড্যামের’ ধাক্কা সামলাতে দিল্লি-ঢাকা-থিম্পুকে জোট বাঁধার ডাক
দিনদুপুরে বাসায় ঢুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সংগঠক’কে কুপিয়ে জখম
দিনদুপুরে বাসায় ঢুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সংগঠক’কে কুপিয়ে জখম