X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

যুবককে দাফনের ৩৪ দিন পর স্ত্রীর হত্যা মামলা

খাগড়াছড়ি প্রতিনিধি
৩০ আগস্ট ২০২২, ১১:৫৫আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১২:১০

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায়  আল-আমিন (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে দাফনের ৩৪ দিন পর হত্যা মামলা করা হয়েছে। গত ২৫ আগস্ট (বৃহস্পতিবার) আদালতে মামলা করেন তার স্ত্রী সোনালী আক্তার। 

মঙ্গলবার (৩০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ির কোর্ট ইন্সপেক্টর জাহাঙ্গীর হোসেন বলেন, ২৫ আগস্ট আমলী আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ হোসেন ওই নারীর অভিযোগ আমলে নিয়েছেন। এরপর ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) (এফআইআর) হিসেবে গ্রহণ ও তদন্ত করার জন্য লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। সোমবার (২৯ আগস্ট) মামলাটি এফআইআর হিসেবে রেকর্ড করে আদালতকে অবহিত করেছে পুলিশ।’

এজাহার সূত্রে জানা গেছে, ২০১২ সালে লক্ষ্মীছড়ি বাজার এলাকার মৃত শফিউল আলমের ছেলে আল-আমিনের সঙ্গে সোনালী আক্তারের বিয়ে হয়। বিয়ের পর শ্বশুরবাড়িতে আল আমিনের মা, সৎ বাবা ও সৎ দুই ভাইয়ের সঙ্গে বসবাস শুরু করেন। ভিটের জমি আল-আমিনের আপন বাবা শফিউল আলমের নামে রেকর্ড ছিল। ওই জমিতে কয়েক মাস ধরে বসবাসকালে বাবার জায়গা-জমি থেকে আল-আমিনকে বঞ্চিত করার জন্য সৎ বাবা ও দুই ভাই শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকেন। এক পর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে তারা চট্টগ্রাম শহরে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। মাকে দেখার জন্য আল-আমিন মাঝে মাঝে চট্টগ্রাম থেকে লক্ষ্মীছড়িতে আসা-যাওয়া করতেন।

লাশ উদ্ধারের কয়েক দিন আগে চট্টগ্রাম থেকে লক্ষ্মীছড়ি বাজার এলাকায় নিজ বাড়িতে যান আল-আমিন। তিনি সব সময় মোবাইল ফোনের মাধ্যমে সোনালীর সঙ্গে যোগাযোগ রাখতেন। ১৯ জুলাই কল করে সোনালীকে জানান, তার সৎ বাবা শাহ আলম প্রকাশ শফি আলম (৫৫), সৎ ভাই মো. রুবেল (৩০), মো. মাসুদ (২৫) ও সৎ চাচা মো. শাহজাহানের সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে ঝগড়া হয়েছে।

সোনালী আক্তার বলেন, ‘২০ জুলাই তার মোবাইল ফোনে একাধিকবার করে পাইনি। পরে ২১ জুলাই রাত আনুমানিক ১০টায় জানতে পারি, আগের দিন (২০ জুলাই) বিকাল ৫টায় আমার স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরদিন ২১ জুলাই আমাকে না জানিয়ে ধর্মীয় রীতিনীতি না মেনে তড়িঘড়ি করে লাশ দাফন করেছে। ২২ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে লক্ষ্মীছড়ি বাজারের ওই বাসায় যাই। পরিবারের লোকদের কাছে জানতে চাই, কীভাবে আমার স্বামী মারা গেলো? তারা একেকজন একেক ধরনের কথা বলতে থাকে। পরে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে এবং লাশের ছবি দেখে বুঝতে পারি, আমার স্বামীকে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছে। কারণ গলায় গামছা দিয়ে ফাঁস দেওয়া, গামছায় তিনটি গিট দেওয়া, পা মাটিতে লেগে ছিল এবং পা পাশের খাট স্পর্শ করে ছিল, বাঁ পাশে ঘরের খুঁটি ও বেড়ার কাঠবাতি যা শরীর থেকে এক ফুট ফাঁরাক ছিল। এরপর মামলা করতে একাধিকবার লক্ষ্মীছড়ি থানায় গিয়েছি। কিন্তু সেখানে মামলা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে আদালতে মামলা করেছি।’

লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিনহাজ মাহমুদ ভূইয়া জানান, পুলিশ গত ২০ জুলাই আল-আমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে সুরতহাল ও ময়নাতদন্ত শেষে লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তিনি আত্মহত্যা করেছিলেন। পরিবারের কেউ তখন মামলা করেননি। তার স্ত্রী আদালতে হত্যা মামলা করেছেন। আদালতের নির্দেশে মামলাটি এফআইআর হিসেবে তদন্ত চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
তেজগাঁওয়ে বোবা রফিক হত্যা: প্রধান আসামি ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার
‘আমার দেশ’ পত্রিকার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি
নিজ বাসা থেকে পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ককটেল বিস্ফোরণ ও অস্ত্র হাতে মিছিল, কুমিল্লা নগরে কিশোর গ্যাং আতঙ্ক
ককটেল বিস্ফোরণ ও অস্ত্র হাতে মিছিল, কুমিল্লা নগরে কিশোর গ্যাং আতঙ্ক
ভুল তথ্যে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতিকে শোকজের অভিযোগ
ভুল তথ্যে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতিকে শোকজের অভিযোগ
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি
মা-বোনেরা ঝাড়ু হাতে রাখবেন, আ.লীগ ফিরে এলে পিটিয়ে বিদায় করবেন: টুকু
মা-বোনেরা ঝাড়ু হাতে রাখবেন, আ.লীগ ফিরে এলে পিটিয়ে বিদায় করবেন: টুকু
সর্বাধিক পঠিত
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
১৬ বছর পর রাঙামাটি টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ
১৬ বছর পর রাঙামাটি টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ