X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

আখাউড়ায় বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৮ জুন ২০২২, ১৬:০৩আপডেট : ১৮ জুন ২০২২, ১৬:০৩

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার হাওড়া নদীর বাঁধ ভেঙে গেছে। এতে উপজেলার দুই ইউনিয়নের অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে।

মনিয়ন্দ ইউনিয়নের কর্নেল বাজার এলাকায় হাওড়া নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার। এছাড়া আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়কের একাংশ পানিতে তলিয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত খোরশেদ আলম ও কিরণ মিয়া জানান, আখাউড়া দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর, বঙ্গেরচর, বাউতলা, সেনারবাদী, উমেদপুর এবং মনিয়ন্দ ইউনিয়নের জয়নগর, খলাপাড়া আইড়ল, ষোলঘর, লক্ষ্মীপুর, খাড়কুট, তুলাইশিমুল, বড়লোহঘর ও বান্ডুসার গ্রামের শতাধিক পরিবার পানিবন্দি। ক্ষতিগ্রস্তদের মধ্যে অনেকেই আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। বাঁধ ভেঙে যাওয়ায় ভেসে গেছে পুকুরের মাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে উঠতি ফসলের জমি, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি।

পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার

স্থানীয়রা শাহানারা বেগম জানান, তার বসতঘরে পানি প্রবেশ করেছে। অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনও সহায়তা পাননি। তবে দ্রুত সময়ের মধ্যে সহায়তা প্রত্যাশা করেন তিনি।

দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, তার এলাকার পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। তারা ক্ষয়ক্ষতি নিরূপণ করছেন।

মনিয়ন্দ ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুব চৌধুরী দীপক জানান, তার এলাকার ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। সরকারি সাহায্য এখন পর্যন্ত সব এলাকায় পৌঁছায়নি। তবে জেলা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়কের একাংশ পানিতে তলিয়ে গেছে

এদিকে বাঁধ ভাঙার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি পানিবন্দি বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।

পরে সাংবাদিকদের বলেন, ‘ক্ষয়ক্ষতি পরিমাণ নিরূপণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ২৮টি পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সহায়তা করা হয়েছে। পানি কমার পর বাঁধ মেরামত কাজ শুরু হবে।’

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, ‘উজানে বর্ষণের ফলে আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়কের একাংশ পানিতে তলিয়ে গেছে। পাশাপাশি আখাউড়া স্থলবন্দরের ব্যবসা প্রতিষ্ঠানগুলো অনেকাংশে তলিয়ে গেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে যেকোনও মুহূর্তে আমদানি-রফতানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যেতে পারে।’

/আরকে/এসএইচ/
সম্পর্কিত
বন্যায় ভেসে গেছে সব, ঈদের আনন্দ নেই তাদের ঘরে
বতসোয়ানাতে আকস্মিক বন্যায় নিহত ৭, ঘর হারিয়েছেন হাজারো মানুষ
থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২
সর্বশেষ খবর
এবারের পুলিশ সপ্তাহ আনুষ্ঠানিক নয়, কার্যকর করতে চাই: আইজিপি
এবারের পুলিশ সপ্তাহ আনুষ্ঠানিক নয়, কার্যকর করতে চাই: আইজিপি
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে: বাণিজ্য উপদেষ্টা
কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে: বাণিজ্য উপদেষ্টা
‘জবাবদিহি নিশ্চিতে ডিএনসিসির সব প্রকল্পের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে’
‘জবাবদিহি নিশ্চিতে ডিএনসিসির সব প্রকল্পের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে’
সর্বাধিক পঠিত
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
রিজার্ভ আরও বাড়লো
রিজার্ভ আরও বাড়লো
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’