X
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

চট্টগ্রামের বিনোদন কেন্দ্রে সবচেয়ে বেশি ভিড় আজ

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম
০৫ মে ২০২২, ২০:৩৯আপডেট : ০৫ মে ২০২২, ২০:৩৯

দর্শনার্থীদের পদচারনায় মুখর চট্টগ্রামের সবকটি বিনোদনকেন্দ্র। বৃহস্পতিবার (৫ মে) সকাল থেকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় জমে জেলার সবকটি বিনোদন কেন্দ্রে। শিশু-কিশোরের পাশাপাশি বয়স্কদেরও দেখা গেছে পরিবার-পরিজন নিয়ে দল বেধে বিনোদন কেন্দ্রে যেতে।

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত পতেঙ্গা, চিড়িয়াখানা, অ্যামিউজমেন্ট পার্ক ও ওয়াটার পার্ক সি ওয়ার্ল্ড, পতেঙ্গা প্রজাপতি পার্ক, কর্ণফুলী নদীর অভয় মিত্র ঘাট, কাজির দেউড়ি শিশু পার্ক, বহদ্দারহাট স্বাধীনতা পার্ক, আগ্রাবাদ কর্ণফুলী শিশু পার্ক, আগ্রাবাদ জাতি তাত্ত্বিক জাদুঘর, জিয়া স্মৃতি জাদুঘর ও হালিশহর সাগর পাড়ে বৃহস্পতিবার সকাল থেকে লোকে লোকারণ্য। এ ছাড়া নগরের পাশাপাশি জেলার বিনোদন কেন্দ্রগুলোতেও ভিড় দেখা গেছে। বিশেষ করে সীতাকুণ্ডের গুলিয়াখালী সাগরপাড়, চন্দ্রনাথ পাহাড়, মীরসরাইয়ে মহামায়া লেক, আনোয়ারায় পারকি সমুদ্র সৈকত, রাউজানে মহামুনি মন্দির, অণিরুদ্ধ বড়ুয়া অনি শিশু পার্ক, বেতাগি কর্ণফুলী নদীর পাড়, রাউজান রাবার বাগান, ফটিকছড়ি চা বাগানেও ভিড় জমেছে দর্শনার্থীদের।

চট্টগ্রামের বিনোদন কেন্দ্রে সবচেয়ে বেশি ভিড় আজ

এদিকে বৃহস্পতিবার সকাল থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতেও লোক সমাগম দেখা গেছে। কেউ কেউ সমুদ্রের পানিতে গা ভাসিয়েছেন। আবার কাউকে সাগরের পানির ঢেউয়ের তালে ছন্দ মেলাতে দেখা গেছে। কেউবা সমুদ্রের পাড়ে বসে গান গেয়ে আনন্দ মেতেছেন। সব বয়সী মানুষের সমাগম ঘটেছে পতেঙ্গা সৈকতে।

মিনহাজ উদ্দিন নামে এক ব্যবসায়ী পরিবার-পরিজন নিয়ে বেড়াতে এসেছেন পতেঙ্গা সমুদ্র সৈকতে। তিনি বলেন, ‘পতেঙ্গা সমুদ্র সৈকত অন্যরকম একটি বিনোদনের স্থান। সাগর পাড়ে এলে মন এমনিতেই ভালো হয়ে যায়। সমুদ্র পাড়ের বিশুদ্ধ বাতাস মনে প্রশান্তি আনে। এ ছাড়া পতেঙ্গা সমুদ্র পাড়ে এলেই দেখা যায়, ছোট-বড় অসংখ্য জাহাজ। যা ছোটদের বাড়তি আনন্দ দিয়ে থাকে।’

চট্টগ্রামের বিনোদন কেন্দ্রে সবচেয়ে বেশি ভিড় আজ

পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. ইসরাফলি মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহস্পতিবার সকাল থেকে এই সমুদ্র সৈকতে প্রচুর দর্শনার্থী এসেছে। দর্শনার্থীরা যাতে কোনও ধরনের সমস্যায় না পড়েন এ জন্য আমরা আগাম প্রস্তুতি নিয়েছি। এখানে ট্যুরিস্ট পুলিশ সবসময় দর্শনার্থীদের নিরাপত্তায় কাজ করছে।’

ভিড় জমেছে চট্টগ্রামের চিড়িয়াখানায়। যেখানে দুর্লভ সাদা বাঘ থেকে শুরু করে আছে, সিংহ, বানর, হনুমান ও বিভিন্ন প্রজাতির হরিণসহ অসংখ্য পশুপাখি। এখানে শিশু-কিশোরদের সঙ্গে এসেছেন বয়স্করাও। চিড়িয়াখানার পশুপাখির পাশাপাশি পাহাড়ের মাঝখানে থাকা সিঁড়ি এবং ছোটদের খেলনাগুলো বেশ উপভোগ্য।

চিড়িয়াখানার চিকিৎসক ও ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, ‘সকাল থেকে এখানে অনেক দর্শনার্থী এসেছে। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১২ হাজার দর্শনার্থী এসেছে।’ 

চট্টগ্রামের বিনোদন কেন্দ্রে সবচেয়ে বেশি ভিড় আজ

এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই কনকর্ড ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্ক ও ওয়াটার পার্ক সি ওয়ার্ল্ডেও ভিড় জমেছে দর্শনার্থীদের। প্রথম দিন বৈরী আবহাওয়ার কারণে এখানে দর্শনার্থীদের কিছুটা ছেদ পড়ে। তবে আবহাওয়া ভালো হওয়ায় ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটেছে। এখানে আসা দর্শনার্থীদের প্রথম পছন্দ মনোরম লেক ভ্রমণ। এ কারণে এবার বাড়ানো হয়েছে নৌকার সংখ্যাও। তরুণ প্রজন্মের প্রথম পছন্দ ওয়াটার পার্ক সি ওয়ার্ল্ড। এখানে জল উৎসবে মেতে ওঠেন দর্শনার্থীরা।

কনকর্ড ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কের ডেপুটি ম্যানেজার (মার্কেটিং) বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘ঈদের প্রথম ও দ্বিতীয় দিনের চেয়ে বৃহস্পতিবার দর্শনার্থীদের ভিড় বেশি। ঈদকে ঘিরে ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্ক ও ওয়াটার পার্ক সি ওয়ার্ল্ডকে নতুন রূপে সাজানো হয়েছে। দর্শনার্থীরা এসে যাতে আনন্দ উপভোগ করতে পারে সে জন্য সব ধরনের আগাম প্রস্তুতি ছিল।’

/এফআর/আরকে/
সম্পর্কিত
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে ইউনান প্রদেশের গভর্নরের বৈঠকবাংলাদেশের পর্যটনের উন্নয়নে চীনের প্রতি এগিয়ে আসার আহ্বান
আবাসন সংকটে ভুগছে স্পেন, দেশজুড়ে বিক্ষোভ
মীরসরাইয়ের পর্যটনস্পটগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
সর্বশেষ খবর
ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’
ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’
এবার লিচুর বাম্পার ফলনের সম্ভাবনা
এবার লিচুর বাম্পার ফলনের সম্ভাবনা
চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায়ের শঙ্কায় মেসিরা
চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায়ের শঙ্কায় মেসিরা
পিজিআর স্প্রে করার পর লিচুতে ছত্রাক! 
পিজিআর স্প্রে করার পর লিচুতে ছত্রাক! 
সর্বাধিক পঠিত
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ফেনীতে মামুনুল হকইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য