X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২

দাফনের সাড়ে ৫ মাস পর যুবকের লাশ উত্তোলন

নোয়াখালী প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২২, ২২:২৮আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ২২:২৮

নোয়াখালীর সেনবাগ উপজেলায় দাফনের সাড়ে পাঁচ মাস পর কবর থেকে মো. ইউসুফ ওরফে রাফি (২০) নামে এক যুবকের লাশ তোলা হয়েছে। 

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় মধ্যপাড়া আসলাম মৌলভী বাড়ির পারিবারিক কবরস্থান থেকে লাশ উত্তোলন করেছে সেনবাগ থানা পুলিশ।

এ সময় উপজেলা সহকারী কমিশার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজমিন আলম তুলি উপস্থিত ছিলেন। পরে লাশ পুনরায় ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মামলার এজাহার ও রাফির পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৭ মে রাতে প্রতিবেশী নাছির উদ্দিনের ছেলে মো. ইমরান (২১) মোবাইল ফোনে রাফিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর ২৮ মে রাত অনুমানিক আড়াইটায় ইমরান এসে জানায়, রাফি তাদের বাড়িতে ফ্যানের সঙ্গে গামছা পেছিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্ট করেছে। পরে রাফিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। 

সেখান থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে  কুমিল্লার মুন হাসপাতালের আইসিইউ ইউনিটে চার দিন লাইফ সাপোর্টে রাখা হয়। ১ জুন থেকে ৬ জুন ঢাকার মোহাম্মদপুর সিটি হাসপাতাল আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার কোনও উন্নতি না হওয়ায় ৬ জুন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১ আগস্ট সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাফি মারা যান।
 ‍
রাফির ভাই মাসুদুর রহমান ২১ জুন প্রতিবেশী ইমরান, তার মা বিবি মরিয়মসহ অজ্ঞাত আরও দুই জনকে আসামি করে সেনবাগ থানায় মামলা করেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, ঢাকা মেডিক্যাল কলেজে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। রাফির পরিবার ওই ময়নাতদন্তের রিপোর্ট প্রত্যাখান করেন। তারা পুনরায় ময়নাতদন্তের আবেদন করলে আজ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে লাশ তোলা হয়।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষকরা ৮০ টাকায় বিক্রি করছেন রসুন, বাজারে ১২০
কৃষকরা ৮০ টাকায় বিক্রি করছেন রসুন, বাজারে ১২০
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৫)
কোর্তোয়ার বীরত্বে বার্সার সঙ্গে ব্যবধান ঘুচালো রিয়াল
কোর্তোয়ার বীরত্বে বার্সার সঙ্গে ব্যবধান ঘুচালো রিয়াল
আর্সেনালের ড্রয়ে শিরোপা থেকে এক পয়েন্ট দূরে লিভারপুল
আর্সেনালের ড্রয়ে শিরোপা থেকে এক পয়েন্ট দূরে লিভারপুল
সর্বাধিক পঠিত
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধন
ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধন
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
কারাগারে পাঠানো আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন
কারাগারে পাঠানো আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন