X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

ইউএনওর বিরুদ্ধে কৃষকের মামলা

কুমিল্লা প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪৬আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪৬

ভাড়া করা ভেকু মেশিন পুড়িয়ে দেওয়ার অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক কৃষক। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা আদালতে অভিযোগ দায়ের করা হয়। কুমিল্লা আমলি আদালত-৫-এর বিচারক ফারহানা সুলতানা পিবিআইকে মামলাটি তদন্তের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন এ মামলার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ সালাউদ্দীন। 

মামলার বাদী কৃষক একেএম সেলিমের বাড়ি উপজেলার কাশিনগর ইউনিয়নে।

সেলিম বলেন, ‘আমরা পানি উন্নয়ন বোর্ডের খননের সুপারিশপত্র পেয়ে কাশিনগর ইউনিয়নের জুগিরকান্দি গ্রামের বোয়ালঝুড়ি জলাশয় খননের জন্য চারটি ভেকু মেশিন ভাড়া করি। কিন্তু আমরা অনুমতির অপেক্ষায় ছিলাম; তাই খনন কাজ শুরু করিনি। গত মাসের ১৯ জানুয়ারি চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএম মনজুরুল হক হঠাৎই প্রশাসনের লোকজন নিয়ে বোয়ালঝুড়ি জলাশয়ে না গিয়ে জুগিরকান্দি গ্রামের অন্য জলাশয়ে গিয়ে আমাদের ভাড়া করা চারটি ভেকু কেরোসিন দিয়ে জ্বালিয়ে দেন। এতে আমাদের প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। তাই আজ কুমিল্লা আদালতে ইউএনওর বিরুদ্ধে মামলার আবেদন করি। বিচারক আমাদের অভিযোগটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।’

পুড়ে যাওয়া ভেকু মেশিন তিনি আরও বলেন, ‘আমরা যেহেতু এলাকার মানুষ মিলে ভেকু মেশিনগুলো এনেছি তাই তাদের সঙ্গে পরামর্শ করে মামলা করতে একটু দেরি হয়ে গেছে। মামলাটি অনেক আগেই করতাম।’

এই বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম মঞ্জুরুল আলম বলেন, ‘অভিযোগের বিষয়ে এখনও অফিসিয়ালি কেউ আমাকে জানাননি। অফিসিয়ালি জেনে বলবো সবকিছু।’

/এমএএ/
সম্পর্কিত
বাগেরহাট বন বিভাগের ৩ কর্মকর্তার ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধ
তুরিন আফরোজকে আরেক হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আদেশ
মানহানির মামলাআত্মসমর্পণ করে জামিন পেলেন বাসস এমডি মাহবুব মোর্শেদ
সর্বশেষ খবর
এবারের পুলিশ সপ্তাহ আনুষ্ঠানিক নয়, কার্যকর করতে চাই: আইজিপি
এবারের পুলিশ সপ্তাহ আনুষ্ঠানিক নয়, কার্যকর করতে চাই: আইজিপি
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে: বাণিজ্য উপদেষ্টা
কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে: বাণিজ্য উপদেষ্টা
‘জবাবদিহি নিশ্চিতে ডিএনসিসির সব প্রকল্পের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে’
‘জবাবদিহি নিশ্চিতে ডিএনসিসির সব প্রকল্পের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে’
সর্বাধিক পঠিত
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
রিজার্ভ আরও বাড়লো
রিজার্ভ আরও বাড়লো
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’