X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

করোনায় মৃত মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা, মেলেনি রাষ্ট্রীয় সম্মান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ আগস্ট ২০২১, ১৮:৪১আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১৯:০৫

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় করোনাভাইরাসে মৃত মো. সাজেদ উল্লাহ নামে এক বীর মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা তার লাশ দাফন করেন। এ ছাড়া বিদায়কালে রাষ্ট্রীয় সম্মানও পাননি এই বীর মুক্তিযোদ্ধা।

মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার গ্রামে এ ঘটনা ঘটে। বীর মুক্তিযোদ্ধা সাজেদ উল্ল্যাহ গত মঙ্গলবার চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে মারা যান। বুধবার (০৪ আগস্ট) সকালে তাকে দাফন করা হয়।

এ ব্যাপারে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, বুধবার সকাল ৮টার দিকে বীর মুক্তিযোদ্ধা করিম সাহেব ফোন করে বলেন, সকাল ১০টায় মুক্তিযোদ্ধা সাজেদ উল্ল্যাহর জানাজা। আমরা সে হিসেবে গার্ড অব অনার দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সকাল ৯টার দিকে জানতে পারি, দাফন হয়ে গেছে। যে কারণে গার্ড অব অনার দেওয়া সম্ভব হয়নি। আর বাধা দেওয়ার বিষয়টি আমাকে তার পরিবার অথবা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে কেউ অবহিত করেননি। জানলে এ বিষয়ে অবশ্যই ব্যবস্থা নিতাম।’

তিনি আরও বলেন, ‘দাফন হয়ে গেছে জানার পর সাজেদ উল্ল্যাহর ছেলেকে (হোসেন মো. জামিল) ফোন করেছিলাম। তিনি বলেছেন, পরিবারের অন্যান্য সদস্যরাও করোনায় আক্রান্ত। বিশেষ করে তার মা করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে আছেন। যে কারণে তার শহরে থাকাটা জরুরি। এ জন্য জন্য দ্রুত দাফন করে তিনি শহরে চলে যান।’

সাজেদ উল্ল্যাহর ছেলে হোসেন মো. জামিল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা শহরে থাকি। বাবার মৃত্যুর পর লাশ নিয়ে বাসায় এলে বাড়ির লোকজন অ্যাম্বুলেন্স ঢুকতে দেয়নি। গোসল করানো, কবর খোঁড়া ও দাফন করতে পারবে না বলে জানান তারা। বিষয়টি করেরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জানালে তিনি স্বেচ্ছাসেবী সংস্থা ‘শেষ বিদায়ের বন্ধু’কে খবর দেন। তারাই দাফনের ব্যবস্থা করেছে।’

বাধা দেওয়ার বিষয়টি ইউএনওকে অবহিত করেছেন কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘ইউএনওকে অবহিত করতে সকাল ৬টায় তার বাসায় গিয়েছিলাম। খুব সকাল হওয়ায় তার সঙ্গে দেখা করা সম্ভব হয়নি। তার মোবাইল নম্বরও সংগ্রহ করতে পারিনি। পরে বিষয়টি আমি একজন বীর মুক্তিযোদ্ধাকে জানাই। তিনি ব্যবস্থা নিচ্ছেন বলে জানালেন। পরে জানালেন, জেলা প্রশাসনের লোকজন আসতে সকাল ১০টা বাজবে। এর আগে করলে লোকজন পাওয়া কষ্ট হবে। পরে আবার মোবাইল ফোনে ওই মুক্তিযোদ্ধাকে বলি, যেহেতু গ্রামের লোকজন জানাজায় আসবে না, আপনাদেরও আসতে সময় লাগছে, আমাকেও দ্রুত শহরে যেতে হবে, আগেই দাফন করে ফেলি। তাই সকাল ৯টায় স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় দাফন সম্পন্ন করলাম।’

/এসএইচ/
সম্পর্কিত
করোনাভাইরাসে আক্রান্ত পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি
বাদুড়ের দেহে নতুন ধরনের করোনা
কোভিড আক্রান্ত হয়ে প্রচারণায় বিরতি, নতুন চাপে বাইডেন
সর্বশেষ খবর
ব্যাটারিচালিত রিকশার দাপটে বিশৃঙ্খল চট্টগ্রামের সড়ক, চলতি মাসে জব্দ ৩ হাজার
ব্যাটারিচালিত রিকশার দাপটে বিশৃঙ্খল চট্টগ্রামের সড়ক, চলতি মাসে জব্দ ৩ হাজার
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৫)
‘প্রতিপক্ষকে ফাঁসাতে’ গুলি এনে ফাঁসলেন নিজেরাই
‘প্রতিপক্ষকে ফাঁসাতে’ গুলি এনে ফাঁসলেন নিজেরাই
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
সর্বাধিক পঠিত
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক