X
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে পোশাক বিতরণ

ফেনী প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২০, ০৭:৫৫আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ০৭:৫৫

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে পোশাক বিতরণ করা হয় ফেনীতে সুবিধাবঞ্চিত শিশুদের প্রতিষ্ঠান ‘প্রত্যয় পাঠশালা’র শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ৬৫ জন সুবিধাবঞ্চিত শিশুর হাতে সেলাই করা শার্ট-প্যান্ট তুলে দেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান। জেলা প্রশাসনের উদ্যোগে ফেনী রেলওয়ে স্টেশন-কেন্দ্রিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’ ওই পাঠাশালা পরিচালনা করে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’ এর সহযোগিতায় শিশুদের এ উপহার দেওয়া হয়েছে।

শিশুদের জীবনযাত্রার কথা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে অনেকের মা-বাবা বিভিন্ন জায়গায় কাজ করে সংসার চালান। তাদের তেমন কোনও আয়ের উৎস নেই। এ বাচ্চাগুলো রাস্তায় ঘুরে বেড়ায়। এ জন্য আমরা তাদের সহায়তা করেছি। আমরা চাই, এ ধরনের শিশুরা যেন কোনও অবহেলা বা নির্যাতনের শিকার না হয়। সবাইকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে।’

তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এ ধরনের উদ্দীপনামূলক কাজে বসার অংশগ্রহণ এবং জেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।’

পোশাক বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফেনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, সহায় এর সভাপতি মঞ্জিলা মিমিসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও সহায় সংগঠনের সদস্যরা।

উল্লেখ্য, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাদানের উদ্দেশ্যে স্বেচ্ছাসেবী সংগঠন সহায় ২০১২ সাল থেকে ফেনী রেলওয়ে স্টেশনে কার্যক্রম শুরু করে। এখানে পাঠদান ছাড়াও শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার
রাস্তায় নারীদের উত্ত্যক্তের ভিডিও ভাইরাল: আরও এক যুবক গ্রেফতার
রাস্তায় নারীদের উত্ত্যক্তের ভিডিও ভাইরাল: আরও এক যুবক গ্রেফতার
নোয়াখালীতে ১০ মামলার আসামি ডাকাত সর্দার কোরবান আলী গ্রেফতার
নোয়াখালীতে ১০ মামলার আসামি ডাকাত সর্দার কোরবান আলী গ্রেফতার
নুরা আল-আশির ‘ভাই হারানোর বেদনা’
সমকালীন ফিলিস্তিনি গল্পনুরা আল-আশির ‘ভাই হারানোর বেদনা’
সর্বাধিক পঠিত
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ফেনীতে মামুনুল হকইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ