চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার এক ফল দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ মে) সকাল ১০টায় চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন এ জরিমানা করেন।
রেজওয়ানা আফরিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। একটি ফল দোকানে থাকা আঙ্গুর ফলে ফরমালিন মেশানোর প্রমাণ পাই। এ ঘটনায় ওই দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওজনে কম দেওয়ায় একটি চালের দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় ।’
দোকানদার গিয়াস উদ্দিন ফলে ফরমালিন মিশিয়েছেন কিনা জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন বলেন, ‘গিয়াস উদ্দিন জানিয়েছেন, তিনি ফলমন্ডি (ফলের আড়ত) থেকে ফল কিনে এনেছেন। তিনি ফরমালিন মেশাননি।’
তাহলে দোকানদারকে কেন জরিমানা করা হলো জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন বলেন, ‘তিনি মূল্য তালিকা টানাননি। এছাড়া তাকে সতর্ক করার জন্য জরিমানা করা হয়েছে।’
একই দিন নগরীর আতুরার ডিপো এলাকায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কয়েকটি দোকানে মূল্য তালিকা না থাকা ও মাংসের দাম বৃদ্ধির কারণে তিনটি দোকানকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।’