শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারকে ফের ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা মিছবাহুর রহমান চৌধুরী বলেছেন, যদি জামায়াত ও তার মিত্ররা ক্ষমতায় আসে তাহলে দেশ কসাইখানায় পরিণত হবে।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আলেম ও মাশায়েখগণের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ও তার সরকার ইসলামের কল্যাণে কাজ করছে। সরকার কওমি সনদের স্বীকৃতি দিয়েছে। এসবের প্রেক্ষিতে হাজার হাজার আলেম-ওলামা শেখ হাসিনা সরকারকে সমর্থন দিয়েছেন।
তিনি সত্য প্রতিষ্ঠা এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্যে বর্তমান সরকারকে আবারো ক্ষমতায় আনার আহ্বান জানান।
ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।
তিনি বলেন, আমরা ইসলামের জন্যে কাজ করি। কাউকে খুশি করার জন্যে কাজ করি না। আল্লাহ রসুলকে খুশি করার জন্যে কাজ করি। এতে কে খুশি হলো বা বেজার হলো তা চিন্তা করি না।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুফতি মুুুবারকুল্লাহসহ জেলার বিভিন্ন স্থান থেকে আগত আলেম ও ওলামা মাশায়েখগণ।