X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

ভোলায় ব‌াস ধর্মঘট প্রত‌্যাহার

ভোলা প্রতি‌নি‌ধি
২৮ এপ্রিল ২০২৫, ২০:২১আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ২০:২১

ভোলায় প্রায় ২৪ ঘণ্টা পর জেলার সকল রু‌টের বাস ধর্মঘট প্রত‌্যাহার ক‌রে‌ছে বাস শ্রমিক ইউনিয়ন। সোমবার বি‌কা‌লে বাস মা‌লিক স‌মি‌তি, বাস শ্রমিক ইউনিয়ন ও সিএন‌জি মা‌লিক স‌মি‌তি এবং সিএন‌জি শ্রমিকদের নি‌য়ে জেলা প্রশাসক কার্যাল‌য়ে জরুরি মত‌বি‌নিময় সভায় ব‌সেন ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান। সভা শে‌ষে সন্ধ‌্যা ৬টার দি‌কে ভোলা জেলা বাস শ্রমিক ইউনিয়‌নের সভাপ‌তি মো. মিজানুর রহমান বাস ধর্মঘট প্রত‌্যাহা‌রের ঘোষণা দেন।

তিনি বলেন, ‘জেলা প্রশাসক আমা‌দের বাস মা‌লিক স‌মি‌তি, বাস শ্রমিক ইউনিয়ন ও সিএন‌জি মা‌লিক সা‌মিতি এবং শ্রমিক‌দের নিয়ে জরুরি সভা ক‌রেন। আমরা বাস শ্রমিক ও সিএন‌জি শ্রমিক দুই প‌ক্ষ মি‌লে গে‌ছি। আর কোন মারামা‌রি বা হাতাহা‌তি হ‌বে না। আমরা ধর্মঘট প্রত‌্যাহার ক‌রে‌ছি। এ ছাড়াও কিছুক্ষ‌ণের ম‌ধ্যে বাস শ্রমিকরা কা‌জে যোগদান কর‌বেন এবং বাস চলাচল শুরু হ‌বে।’

ভোলা জেলা প্রশ‌াসক মো: আজাদ জাহান বলেন, ‘জরুরি সভায় উভয়প‌ক্ষের কথা শু‌নে‌ছি। উভয়পক্ষ‌কে মি‌লি‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে এবং বাস শ্রমিকরা তা‌দের ধর্মঘট প্রত‌্যাহার করে‌ছেন।’

এদি‌কে বাস চলাচল বন্ধ থাকায় বিড়ম্বনায় প‌ড়েন‌ ভোলা-চরফ‌্যাশন, ভোলা-‌দৌলতখান, ভোলা-তজুম‌দ্দিন, ভোলা-‌ভেদু‌রিয়া ও ভোলা-ইলিশাসহ ৫টি রু‌টের হাজার হাজার যাত্রীরা। সকা‌ল থে‌কে চরম বিপা‌কে প‌ড়েন স্কুল-ক‌লেজের শিক্ষার্থী ও চাক‌রিজী‌বী ও দূরদূরা‌ন্তের যাত্রীরা। বাস বন্ধ থাকায় সব ধর‌নের যাত্রীরা বিকল্প হি‌সে‌বে অটোরিকশা, মোটরসাইকেল ও মাইক্রোবা‌সে ক‌রে চলাচল করে‌ছেন। এতে সময় ও বে‌শি টাকা গুন‌তে হ‌চ্ছে যাত্রী‌দের। এ ছাড়াও বাস চলাচল বন্ধ থাকার সু‌যো‌গে ওই সব যানবাহ‌নের অতি‌রিক্ত ভাড়াও আদায় কর‌ছেন ব‌লেও অভিযোগ সাধারণ যাত্রী‌দের।

এর আগে গতকাল র‌বিবার বি‌কাল সা‌ড়ে ৪টার দিকে ভোলার চরফ‌্যাশন উপ‌জেলা থে‌কে যাত্রী নি‌য়ে ভোলার উদ্দেশে রওনা ক‌রে যাত্রীবা‌হী বাস অন‌্যন‌্যা প‌রিবহন। চরফ‌্যাশন বাজা‌রের সদর রো‌ডে যাত্রী উঠা‌নোকে কেন্দ্র ক‌রে সিএন‌জি ও বাসশ্রমিক‌দের ম‌ধ্যে হাতাহা‌তি হ‌লে উভয়প‌ক্ষেরই শ্রমিকরা আহত হন। এই ঘটনার প‌রি‌প্রেক্ষি‌তে বাস চলাচল বন্ধ ঘোষণা ক‌রে ভোলা জেলা বাস শ্রমিক ইউনিয়ন।

জেলা প্রশাসক কার্যাল‌য়ের হলরু‌মে জরুরি মত‌বি‌নিময় সভায় অতিরিক্ত পু‌লিশ সুপার, নৌবা‌হিনীর কর্মকর্তা, সরকা‌রি বি‌ভিন্ন দফতরের কর্মকর্তা, জেলা বাস মা‌লিক স‌মি‌তি, সিএন‌জি মা‌লিক স‌মি‌তির নেতারা ও বাসশ্রমিক, সিএন‌জিশ্রমিকরা উপ‌স্থিত ছি‌লেন।

/কেএইচটি/
সম্পর্কিত
বগুড়ায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার
জামালপুরে বাস ধর্মঘট প্রত্যাহার
দুর্ঘটনার প্রতিবাদে বাস সার্ভিস সংস্কার চাইলেন বৈষম্যবিরোধী ছাত্ররা, ধর্মঘট ডাকলেন শ্রমিকরা
সর্বশেষ খবর
ইউআইইউ’র সমাধান কোন পথে?
ইউআইইউ’র সমাধান কোন পথে?
সিলেটে ঘরের দরজা ভেঙে মামা-ভাগনের লাশ উদ্ধার
সিলেটে ঘরের দরজা ভেঙে মামা-ভাগনের লাশ উদ্ধার
ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ না থাকায় ডিইপিজেডে উৎপাদন বন্ধ
ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ না থাকায় ডিইপিজেডে উৎপাদন বন্ধ
বৈভবের রেকর্ড গড়া ম্যাচে গুজরাটকে উড়িয়ে দিলো রাজস্থান
বৈভবের রেকর্ড গড়া ম্যাচে গুজরাটকে উড়িয়ে দিলো রাজস্থান
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু