X
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২

নিজ ঘর থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৫, ০৮:২২আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ০৮:২২

পটুয়াখালীতে মো. সরোয়ার আহমেদ তালুকদার (২৮) নামের এক ছাত্রদল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যদের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) রাত ৮টার দিকে সদর উপজেলার টাউনকালিপুর ইউনিয়নের টেঙ্গাতলা গ্রামে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সরোয়ার সদর উপজেলার টাউনকালিপুর ইউনিয়নের টেঙ্গাতলা এলাকার আলতাফ তালুকদারের ছেলে। তিনি কালিকাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। সদর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত সরোয়ারের চাচা ইউনুচ তালুকদার জানান, শনিবার বিকাল ৪টার পরে সরোয়ার মোটরসাইকেলে বাড়ি আসেন। এ সময় সরোয়ায় একাই ছিল। এরপর তাকে আর ঘরের বাইরে দেখা যায়নি। সন্ধ্যায় পরে সরোয়ারের খোঁজে তিনি তাঁর ঘরে যান। এ সময় ঘরের আঁড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাকচিৎকার দেন।

সরোয়ারের ফুফাতো ভাই জুবায়ের আহমেদ বলেন, ‘সরোয়ার রাজনীতির পাশাপাশি একটি কোম্পানির ডিলারশিপ ব্যবসায় যুক্ত ছিল। সারা দিন ব্যবসা নিয়েই ব্যস্ত থাকেন। শনিবার কারণ ছাড়াই তার ঝুলন্ত মরদেহ নিজ বসতঘরের ভেতরে ঝুলতে দেখেন তার বৃদ্ধ চাচা ইউনুচ তালুকার। এটি পরিকল্পিত হত্যা ছাড়া কিছুই না। তার পা খাটের উপরে ভাঁজ হয়ে ছিল।’

প্রতিবেশী মো. নয়ন মৃধা বলেন, ‘সরোয়ারের বাবা আজ থেকে ১৫ বছরে আগে মারা যান। মা দীর্ঘদিন অসুস্থ। এক ছোট ভাই ও মাকে নিয়ে এই বাড়িতে বসবাস করতেন। আজ তার মা নানাবাড়িতে যান। ঘটনার সময় ঘরে অন্য কেউ ছিল না।’ তিনি আরও বলেন, ‘সরোয়ারের সঙ্গে ইতিপূর্বে কারও সঙ্গে বিরোধ হয়নি এবং ছিল না।’

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ জানান, নিহতের স্বজনদের দেওয়া খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে পরিকল্পিত হত্যা দাবি প্রসঙ্গে তিনি জানান, ময়নাতদন্ত সম্পন্ন এবং তদন্ত ছাড়া আপাতত হত্যা হয়েছে বলার সুযোগ নাই। সেরকম কিছু পেলে অবশ্যই আমলে নেওয়া হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
পদ্মায় ভাসছিল যুবকের অর্ধগলিত মরদেহ
জয়পুরহাটে নিখোঁজের ৯ দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫
সেপটিক ট্যাংক থেকে ছাত্রদল নেতার লাশ উদ্ধার
সর্বশেষ খবর
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
কল্পনাশ্রিত কবিতা লিখতে চাই না : নিষাদ নয়ন
কল্পনাশ্রিত কবিতা লিখতে চাই না : নিষাদ নয়ন
ঢাকাসহ সারা দেশে কৃষকের বাজার স্থাপনসহ ১০ দাবি কৃষক ঐক্য পরিষদের
ঢাকাসহ সারা দেশে কৃষকের বাজার স্থাপনসহ ১০ দাবি কৃষক ঐক্য পরিষদের
শহীদকন্যা ধর্ষণ ও আত্মহত্যার ঘটনায় মহিলা পরিষদের ক্ষোভ
শহীদকন্যা ধর্ষণ ও আত্মহত্যার ঘটনায় মহিলা পরিষদের ক্ষোভ
সর্বাধিক পঠিত
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
স্বর্ণ চোরাকারবারিদের নিত্যনতুন কৌশলে হতবাক কর্মকর্তারাও
স্বর্ণ চোরাকারবারিদের নিত্যনতুন কৌশলে হতবাক কর্মকর্তারাও