X
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ীদের হামলা, গুলিতে যুবক নিহত

বরিশাল প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৫, ০২:৫৬আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৫:৫৯

বরিশালের আগৈলঝাড়া উপজেলার সাহেবের হাটের বাঁশবাড়ি এলাকায় র‌্যাবের অস্ত্র ও মাদক বিরোধী অভিযানে মাদক বিক্রেতাদের হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ সময় র‌্যাবের গুলিতে একজন মাদক বিক্রেতা নিহত ও অপর একজন আহত হয়েছে।

নিহত সিয়াম মোল্লা উজিরপুর উপজেলার বাহেরঘাট এলাকার বাসিন্দা এবং আহত রাকিব একই এলাকার খালেক মোল্লার ছেলে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই এবং এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা।

নাম প্রকাশ না করা শর্তে একাধিক গ্রামবাসী জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় সাহেবেরহাটে কালো গেঞ্জিধারীরা অভিযান চালায়। এ সময় তাদের মধ্য থেকে গ্রামবাসীকে জানানো হয় তারা র‌্যাবের লোক। এরপর র‌্যাবের অভিযান চলাকালে মাদক বিক্রেতারা তাদের প্রতিপক্ষ ভেবে লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ সময় র‌্যাব ফাঁকা গুলি চালায়। এতে দুই মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নেওয়া হলে সিয়ামকে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাকিবকে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাকিব হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন।

চিকিৎসাধীন রাকিব বাংলা ট্রিবিউনকে বলেন, গেঞ্জিধারী একাধিক লোক সিয়াম ও তাকে বাসা থেকে বের করে। এরপর তাদের নিয়ে বিভিন্ন স্থানে যায়। এ সময় তারা কী কারণে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গুলি চালালে সে পুকুরে ঝাঁপ দেয়। পরবর্তীতে তার স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। রাকিব দাবি করে সে মাদক বিক্রেতা নয়। তবে কী কারণে তাকে গুলি করেছে তাও সে জানে না। তবে গ্রামবাসী জানিয়েছে রাকিব চিহ্নিত মাদক বিক্রেতা এবং এলাকায় মাদক বিক্রেতাদের আশ্রয়দাতা।

মোহনকাঠী গ্রামের ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক হাসান মৃধা জানিয়েছেন, সিয়াম নামে ওই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, একটি ইজিবাইক থেকে গুলিবিদ্ধ সিয়ামকে তার মোটরসাইকেলে তুলে দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলা হয়।

গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাকিয়া রহমান জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই সিয়াম নামে ওই যুবকের মৃত্যু হয়। তার বুকে গুলির চিহ্ন রয়েছে। অপর আহত রাকিবকে মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস মিয়া জানান, খবর পেয়ে নিহতের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বর্তমানে ওই এলাকায় র‌্যাব, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা বিষয়টি খতিয়ে দেখছেন।

এ ঘটনায় র‌্যাব-৮ এর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তাদের ব্যবহৃত একাধিক মোবাইল নম্বরে কল দেওয়া হলে কেউ তা রিসিভ করেননি।  

/এমএস/
সম্পর্কিত
ধানমন্ডিতে র‌্যাব পরিচয়ে ডাকাতি: অন্যতম আসামি গ্রেফতার
চোলাই মদপানে দুই যুবকের মৃত্যু: গ্রেফতার ৪
কলেজছাত্রীর ছবি এডিট করে হুমকি দেওয়া যুবক গ্রেফতার
সর্বশেষ খবর
সাভারে এসএসসি পরীক্ষায় দায়িত্ব অবহেলা, কেন্দ্র সচিবসহ ৮ শিক্ষককে অব্যাহতি
সাভারে এসএসসি পরীক্ষায় দায়িত্ব অবহেলা, কেন্দ্র সচিবসহ ৮ শিক্ষককে অব্যাহতি
উবারের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন বাণিজ্য সংস্থা
উবারের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন বাণিজ্য সংস্থা
কুমিল্লায় মধ্যরাতে ‘সরকার বিরোধী’ মিছিল, গ্রেফতার ৮
কুমিল্লায় মধ্যরাতে ‘সরকার বিরোধী’ মিছিল, গ্রেফতার ৮
অঙ্ক পরীক্ষায় দায়িত্বে অবহেলা, নোয়াখালীতে ১২ শিক্ষককে অব্যাহতি
অঙ্ক পরীক্ষায় দায়িত্বে অবহেলা, নোয়াখালীতে ১২ শিক্ষককে অব্যাহতি
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
হত্যার আগে ধর্ষণের শিকার হন ৮০ বছরের সেই বৃদ্ধা: চিকিৎসক 
হত্যার আগে ধর্ষণের শিকার হন ৮০ বছরের সেই বৃদ্ধা: চিকিৎসক 
তিন স্তরে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমছে, মোবাইল অপারেটরদের প্রতিও আহ্বান
তিন স্তরে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমছে, মোবাইল অপারেটরদের প্রতিও আহ্বান
প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা
প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার দীর্ঘ যানজট