বরিশালের মেহেন্দিগঞ্জের পাতারহাট লঞ্চঘাটে নোঙর করা একটি লঞ্চে আগুন লেগেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) গভীর রাতে বরিশাল-পাতারহাট রুটে চলাচলকারী ‘এমভি সায়মুন-১’ নামের লঞ্চে এ অগ্নিকাণ্ড ঘটে বলে মেহেন্দিগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আলী আশরাফ জানান।
তিনি বলেন, ‘মশার কয়েল থেকে লঞ্চের দ্বিতীয় তলার একটি কেবিনে আগুনের সূত্রপাত হয়। পরে অল্প সময়ের তা দ্রুত ছড়িয়ে পড়ে। রাত ৩টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।’
লঞ্চ মালিক মো. রুহুল আমিন বলেন, ‘লঞ্চটি বরিশাল-পাতারহাট রুটে চলাচল করতো। অগ্নিকাণ্ডের সময় লঞ্চটি পাতারহাট ঘাটে নোঙর করা ছিল। আগুন কীভাবে লেগেছে তা এখনও জানি না। আমি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি। গিয়ে বলতে পারবো।’
বরিশাল নদী বন্দর কর্মকর্তা সেলিম রেজা বলেন, ‘রাত আড়াইটা থেকে তিনটার দিকে পাতারহাট লঞ্চঘাটে নোঙর করে রাখা এমভি সায়মুন-১ লঞ্চে অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তা নিয়ন্ত্রণে এনেছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।’
মেহেন্দিগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘অগ্নিকাণ্ডের কারণ এখনও জানি না। এ ঘটনায় থানায় জিডি হয়েছে। তদন্ত করে সঠিক কারণ বলতে পারবো।’