বরগুনার তালতলী উপজেলায় শ্বশুরবাড়ি থেকে আয়নাল মোল্লা (৫০) নামের একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ মার্চ) সোনাকাটা ইউনিয়নের দক্ষিণ কবিরাজপাড়া গ্রামের মোস্তফা হাওলাদারের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। আয়নাল মোল্লা তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তাতিপাড়া গ্রামের নাজিম মোল্লার ছেলে।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর আগে আয়নালের সঙ্গে সোনাকাটা ইউনিয়নের দক্ষিণ কবিরাজপাড়া গ্রামের মোস্তফা হাওলাদারের মেয়ে মিলা বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। এরপর ২০১৮ সালে আয়নালের স্ত্রী মিলা সৌদি আরব চলে যান । প্রথম স্ত্রী বিদেশ চলে যাওয়ায় তিন বছর আগে বাগেরহাটে মুক্তা নামের একজনকে বিয়ে করেন আয়নাল। সেই সংসারে তাদের একটি ছেলে সন্তানও রয়েছে।
স্বামীর দ্বিতীয় বিয়ের সংবাদ পেয়ে মিলা প্রায় এক বছর আগে বাড়িতে চলে আসেন। আর সেই দ্বিতীয় বিয়ে নিয়ে স্বামীর সঙ্গে, প্রথম সংসারের স্ত্রী-সন্তান ও শ্বশুরবাড়ির সঙ্গে ঝামেলা লেগেই ছিল।
এ বিষয়ে নিহত আয়নালের ভাই বেল্লাল মোল্লা বলেন, গতকাল ফকিরহাট বাজারে হানিফ কসাইয়ের বাড়ির সামনে আয়নালকে তার স্ত্রী, শ্যালক মানিক হাওলাদার ও সন্তান রাব্বি মোল্লা মারধর করেন। আর আজ দুপুরে তাকে মৃত অবস্থায় শ্বশুরবাড়ির সামনে দেখতে পান স্থানীয়রা।
এ সময় তিনি আরও বলেন, আমার ভাইকে যারা হত্যা করেছে তদন্ত সাপেক্ষে তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। যাতে করে এরকম ঘটনা আর না ঘটে।
এ বিষয়ে নিহত আয়নালের প্রথম স্ত্রী মিলা দাবি করেন, আমার স্বামী আত্মহত্যা করেছেন।
তালতলী থানার ওসি শাহজালাল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।