আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর ঝালকাঠি শহরের বাসভবন ভাঙচুর করেছেন বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতাকর্মী ও বিক্ষুব্ধ জনতা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শহরের রোনালসে সড়কের বাসভবনে ভাঙচুর করেন ছাত্র-জনতা। এর আগে সুগন্ধা নদীর তীরে ডিসি পার্কে অবস্থিত ফিরোজা-আমু টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সাইনবোর্ড ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় পাশে থাকা ফিরোজা-আমু হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের নামফলকও ভাঙচুর করা হয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতা দখল করেছিল। তাদের আমলে অবৈধভাবে এমপি-মন্ত্রীরা সম্পদের পাহার গড়ে তোলেন। এই অবৈধ সম্পদের পাহাড় গড়ে তোলার মধ্যে ঝালকাঠির সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুও রয়েছেন। তিনি জোরপূবর্ক কালেক্টরেট স্কুলের জমি দখল করে নিজের ও তার স্ত্রীর নামে দুটি প্রতিষ্ঠান করেছিলেন। ফ্যাসিবাদের দোসরদের সব আন্তানা ভেঙে দেওয়া হবে।