X
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

‘আমাগো কথা ছাড়া পুলিশ আইলে জায়গার ওপর বাইন্দা থুমু’, বিএনপি নেতার অডিও ভাইরাল

পিরোজপুর প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২৫, ১৯:৩৩আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১৯:৩৮

‘আমাগো কথা ছাড়া পুলিশ আইলে জায়গার ওপর বাইন্দা থুমু’—সম্প্রতি পিরোজপুরের নাজিরপুরে এক বিএনপি নেতার ফাঁস হওয়া কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় চলছে জোর আলোচনা-সমালোচনা।

ভাইরাল হওয়া অডিওটি নাজিরপুর উপজেলার ৩ নম্বর দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের ৪ নম্বর পদ্মডুবী ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মন্টু হাওলাদারের (৪৫)। তার বাবার নাম মৃত আনোয়ার হাওলাদার।

জানা যায়, সম্প্রতি অনলাইন জুয়া খেলাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা মন্টু হাওলাদার গত ২১ জানুয়ারি হাইউমও তার ভাই কাইউম নামের দুই যুবককে পিটিয়ে রক্তাক্ত জখম করে। বিষয়টি নিয়ে হাইউম নাজিরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই বিএনপি নেতা পুলিশকে উদ্দেশ করে মোবাইল ফোনের অপরপ্রান্তে তার এক সহযোগী আওয়ামী লীগ নেতাকে বলেন, ‘এ জগতে যারা আছে তাদের মধ্যে আমরাই ভালো মানুষ। এর থেকে ভালো মানুষ এহন আর নাই। আমাগো ধারেই আচার-বিচার সব আসে, আর আইবেও। আমরা পুলিশকে আইতে কইলে আইবে, না কইলে আইবে না। আমাগো কথা ছাড়া পুলিশ আইলে জায়গার ওপর বাইন্দা থুমু। আমাগো ১ লাখ টাকা দিলে এই কেসটা আমরা দেখমু।’

এ সময় মারামারির ঘটনা বর্ণনা দিতে গিয়ে তাকে বলতে শোনা যায়, ‘পুলিশের কাছে মামলা করতে গেছে আমার নাম শুনে মামলা নেয় নাই। ফাঁড়ি থেকে ফোন করে আমাকে বলছে মামলা নেয় নাই। ডিসি, থানা, ফাঁড়ি সব বুকিং করে ফেলাইছি ফোনে। ইদ্রিস ডাক্তার এ ফয়সাটা করে দেবে, দুই গ্রুপই বিএনপির।’

ওই একই নেতার আরেকটি ভিডিওতে দেখা যায় নাজিরপুর পল্লী বিদ্যুৎ অফিসের কর্মীরা লাইন পরিষ্কারের জন্য তার বাড়ির সামনের গাছ কাটলে তাদের হুমকি দিয়ে বলেন, ‘গাছে ঢাল জোড়াইয়া দিয়ে যাবেন, আমার নামসহ বলবেন যে সে বলছে। আপনি অফিসে ফোন দেন, না হলে যেতে পারবেন না। আপনাদের গাছের সঙ্গে বেঁধে রাখবো।

ভিডিওতে দেখা যায় পল্লী বিদ্যুতের কর্মী তাকে উদ্দেশ করে বলেন, হাজার হাজার মানুষের গাছের ডাল কেটেছি কেউ কিছু বললো না।’ তখন মন্টু বলেন, ‘আমি হাজারের মধ্যে একজন।’

হামলার শিকার হাইউল নামের স্থানীয় এক ছাত্রনেতা বলেন, ‘মন্টু ও তার ক্যাডার বাহিনী এলাকায় অনলাইন জুয়া, চাঁদাবাজিসহ মানুষকে নানা হুমকি দেয়। আমি তার এই সব কর্মকাণ্ডের ভিডিও ধারণ করি। মন্টু এসব জেনে আমাদের দুই ভাইকে পদ্মডুবী বাজারে এনে ভিডিও, অডিও ডিলিট করতে বলে। এগুলো ডিলিট না করলে আমাদের ওপর হামলা করে রক্তাক্ত জখম করে এবং তার এই ভিডিও, অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়ায় আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করে।’

এ ব্যাপারে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, ‘মন্টু হাওলাদার নামের পদ্মডুবী এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। তদন্ত চলমান, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। অডিওটির বিষয়ে খতিয়ে দেখবো। আইন হাতে তুলে নেওয়ার ক্ষমতা কারও নাই। এ বিষয়ে তাকে আইনের আওতায় আনা হবে। পুলিশ কোনও ব্যক্তিবিশেষের কথায় পরিচালিত হয় না। আমরা অবশ্যই আইনের মাধ্যমে দিয়ে পরিচালিত হই। ব্যক্তিবিশেষের বক্তব্য অবশ্যই আইনের আওতায় আনা হবে। এ ছাড়া পল্লী বিদ্যুৎ ব্যাপারটা আমি জিএম সাহেবকে বলেছি। এটাও আমরা আইনের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছি।’

এ বিষয়ে অভিযুক্ত মন্টু হাওলাদারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

/কেএইচটি/
সম্পর্কিত
সাবেক সংসদ সদস্য সালেহা খানমের ইন্তেকাল
অবৈধভাবে বালু তুলে বিক্রি করছেন বিএনপি নেতা, হুমকিতে বাঁধ
যুদ্ধ ছাড়া কোনও দেশে শিশুহত্যা হয় না, জুলাই-আগস্টে বাংলাদেশে হয়েছে: তারেক রহমান
সর্বশেষ খবর
‘আমার দেশ’ পত্রিকার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি
‘আমার দেশ’ পত্রিকার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি
ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত
ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত
সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর মামলার আসামিসহ গ্রেফতার ৫
সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর মামলার আসামিসহ গ্রেফতার ৫
রাস্তা খুঁড়ে রেখে ঠিকাদার ‘উধাও’, জনভোগান্তি চরমে
রাস্তা খুঁড়ে রেখে ঠিকাদার ‘উধাও’, জনভোগান্তি চরমে
সর্বাধিক পঠিত
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ফেনীতে মামুনুল হকইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
রেমিট্যান্সের টাকায় দেনা শোধ, প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা 
রেমিট্যান্সের টাকায় দেনা শোধ, প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা