নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ বলেছেন, ‘আগামী সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়, সেই লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন। এখন যে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম চলছে সেটিকে কীভাবে আরও গতিশীল করা যায়, কীভাবে নির্ভুল করা যায়, কীভাবে আরও সুষ্ঠু করা যায়, প্রধান উপদেষ্টা কর্তৃক ঘোষিত সময়ে অর্থাৎ ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬ সালের প্রথম মাসে যদি ভোট হয়, নিশ্চয়ই আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটের পরিবেশ আরও সুন্দর হবে। আমরা জাতিকে একটা সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর এবং গ্রহণযোগ্য ভোট উপহার দিতে পারবো।’
ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে পটুয়াখালী জেলা নির্বাচন কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘দেশব্যাপী এখন ৩৫ হাজার কর্মী ভোটার হালনাগাদের কাজ শুরু করেছেন। তারা বাড়ি বাড়ি যাবেন, তথ্য সংগ্রহ করবেন। যাদের জন্ম ১/১/২০০৮ বা তার আগে যাদের জন্ম, তারা এখন নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হতে পারবেন।’
এবার যে ইভিএমের মাধ্যমে ভোট হচ্ছে না তা স্পষ্ট করে ইসি মাছউদ বলেন, ‘আমরা আপাতত ব্যালটের মাধ্যমেই নির্বাচন করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। সত্যিকার অর্থে এখন জাতীয় নির্বাচন নিয়েই ভাবছি। কাজেই জাতীয় নির্বাচন যাতে সুষ্ঠু করতে পারি, সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।’
বরিশাল বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শারমিন আফরোজসহ জেলার সব উপজেলার নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।