X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

শের-ই-বাংলা মেডিক্যাল হাসপাতালের পরিচালকের দায়িত্ব নিলেন ব্রিগেডিয়ার জেনারেল মশিউল

বরিশাল প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৪, ১৭:৩০আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১৭:৩০

বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে দায়িত্ব বুঝে নেন তিনি। এ কে এম মশিউল মুনীর এই হাসপাতালের ৬৮তম পরিচালক।

দায়িত্ব নেওয়ার সময়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হাসপাতালের উপপরিচালক ডা. এস এম মনিরুজ্জামান, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাহামুদ হাসান, সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. মো. রেজওয়ানুর আলম ও সিনিয়র স্টোর অফিসার ডা. আবদুল মোনায়েমসহ চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা।

এর আগে গত ৭ নভেম্বর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীরকে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে হাসপাতালের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়।

এ কে এম মশিউল মুনীর রাজশাহী মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করে সেনাবাহিনীর মেডিক্যাল কোরে যোগ দেন। তিনি হাসপাতাল ব্যবস্থাপনায় স্নাতকোত্তর এবং এমফিল ও দুর্যোগ ব্যবস্থাপনায় মাস্টার্স সম্পন্ন করেন। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে যোগ দেওয়ার আগে ঢাকা, বগুড়া ও রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

জুলাই-আগস্টের অভ্যুত্থানের পর বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক পদে সেনাবাহিনীর একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ইন্টার্ন চিকিৎসক ও মেডিক্যাল শিক্ষার্থীরা। হাসপাতালে চিকিৎসা থেকে শুরু করে পদে পদে দুর্নীতি বন্ধ, চিকিৎসার ক্ষেত্রে অব্যবস্থাপনা দূর করে গরিব-অসহায় রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই দাবি তুলেছেন তারা। এই দাবির পক্ষে হাসপাতাল ক্যাম্পাসে ব্যানার ও পোস্টার সাঁটিয়েছেন মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা। একইসঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের পাঁচ সদস্যের একটি দল গত ১ অক্টোবর স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবির কথা তুলে ধরেন। সেই দাবির পরিপ্রেক্ষিতে একজন ব্রিগেডিয়ার জেনারেলকে পরিচালক পদে নিয়োগ দেয় সরকার।

/এএম/ 
সম্পর্কিত
এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে আটক ৩৯০
৫ আগস্টের পর ৭৮২২ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী
সমন্বয়ক পরিচয়ে চিকিৎসককে মারধরের অভিযোগতারাগঞ্জে দ্বিতীয় দিনের মতো চলছে চিকিৎসকদের কর্মবিরতি, রোগীদের দুর্ভোগ
সর্বশেষ খবর
শিরোপার সুবাস পেতে শুরু করেছে বায়ার্ন
শিরোপার সুবাস পেতে শুরু করেছে বায়ার্ন
প্রকৃতিকে কেন্দ্র করে উন্নয়নের আহ্বান পরিবেশ উপদেষ্টার
প্রকৃতিকে কেন্দ্র করে উন্নয়নের আহ্বান পরিবেশ উপদেষ্টার
বিশ্বায়নের পথে কোমর বেঁধে নেমেছে চীন
বিশ্বায়নের পথে কোমর বেঁধে নেমেছে চীন
চবির অপহৃত ৫ শিক্ষার্থীকে ফেরত পেতে রাস্তায় নামার হুঁশিয়ারি
চবির অপহৃত ৫ শিক্ষার্থীকে ফেরত পেতে রাস্তায় নামার হুঁশিয়ারি
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত