X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

বরিশালে পুলিশের লাঠিচার্জে আন্দোলন পণ্ড, আহত অনেকে

বরিশাল প্রতিনিধি
৩১ জুলাই ২০২৪, ১৪:৫৮আপডেট : ৩১ জুলাই ২০২৪, ১৪:৫৮

বরিশালে পুলিশের লাঠিচার্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি পণ্ড হয়েছে। এতে বিপুলসংখ্যক আন্দোলনকারী আহত এবং বেশ কয়েকজনকে আটকের অভিযোগ উঠেছে। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলনে বিশৃঙ্খলা ঠেকাতে মৃদু লাঠিচার্জ করা হয়েছে।

আন্দোলনকারী শিক্ষার্থী মৌসুমী জানান, আজ (বুধবার) বেলা ১২টার দিকে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি নিয়ে বরিশাল আদালত প্রাঙ্গণে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশের ধাওয়ার মুখে তারা ওই স্থান ত্যাগ করে সদর রোড টাউন হলের সামনে অবস্থান নেয়। সেখানে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে লাঠিচার্জ করে তাদের সেখান থেকে হটিয়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, পরবর্তীতে কোটা আন্দোলনকারীরা কাকলীর মোড় এলাকা হয়ে আদালতের সম্মুখে অবস্থান নেয়। পুলিশকে তারা বারবার বোঝানোর চেষ্টা করে এটা তাদের শান্তিপূর্ণ কর্মসূচি। এখানে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না। কর্মসূচি পালনে বাধা না দিতে অনুরোধ করেন শিক্ষার্থীরা। কিন্তু পুলিশ তাদের কোনও ধরনের অনুরোধ না শুনে নারী পুলিশ দিয়ে বেদম লাঠিপেটা করে। এতে শতাধিক শিক্ষার্থী আহত হয়। এ সময় অর্ধশত শিক্ষার্থীকে আটক করে নিয়ে যাওয়ার দাবি করেন এ শিক্ষার্থী।

আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করা বাসদের জেলা সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের একটি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিল শিক্ষার্থীরা। কিন্তু পুলিশ সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে বেধড়ক লাঠিচার্জ করায় শতাধিক কোমলমতি শিক্ষার্থী আহত হয়। এমনকি সেখান থেকে অর্ধশত শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।’ তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অনতিবিলম্বে শিক্ষার্থীদের ছেড়ে দেওয়ার দাবি জানান।

অর্ধশত শিক্ষার্থীকে আটকের দাবি (ছবি: বাংলা ট্রিবিউন)

আন্দোলনে থাকা শিক্ষক বিপ্লব দাস বলেন, আমাদের সন্তানদের ডাকে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে অংশ নিয়েছি। কিন্তু সেখানেও পুলিশের লাঠিচার্জে বিপুলসংখ্যক শিক্ষার্থী আহত হয়েছে। পুলিশের কাছ থেকে এ ধরনের আচরণ একদমই কাম্য নয়।’

এ ব্যাপারে ঘটনাস্থলে থাকা বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপপুলিশ কমিশনার তানভীর আরাফাত বলেন, ‘আন্দোলনকারী শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। এমনকি গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায়। বিশৃঙ্খলা ঠেকাতে মৃদু লাঠিচার্জ করা হয়।’ এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

পুলিশ কমিশনার জিহাদুল কবির বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে যাদের বয়স ১৮ বছরের নিচে তাদের পরিচয় জেনে ছেড়ে দেওয়া হবে। সাধারণ মানুষের ভয়ের কিছু নেই। সিসিটিভি ফুটেজ দেখে যাদের দোষী মনে হবে তাদেরই ধরা হবে।’

/কেএইচটি/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
জয়পুরহাটে নিখোঁজের ৯ দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫
‘প্রতিপক্ষকে ফাঁসাতে’ গুলি এনে ফাঁসলেন নিজেরাই
গুলিতে আহত যুবলীগ কর্মী রবি শিবির নেতা হত্যা মামলার আসামি নন
সর্বশেষ খবর
এভারটনকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে ফিরলো চেলসি
এভারটনকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে ফিরলো চেলসি
কুমিল্লার তিন এলাকায় অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের মহড়া, গ্রেফতার ৫
কুমিল্লার তিন এলাকায় অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের মহড়া, গ্রেফতার ৫
ভ্যাটিকান সিটিতে বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
ভ্যাটিকান সিটিতে বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
স্বর্ণ চোরাকারবারিদের নিত্যনতুন কৌশলে হতবাক কর্মকর্তারাও
স্বর্ণ চোরাকারবারিদের নিত্যনতুন কৌশলে হতবাক কর্মকর্তারাও
সর্বাধিক পঠিত
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
ভারত কি পাকিস্তানে নদীর পানির প্রবাহ বন্ধ করতে পারবে?
ভারত কি পাকিস্তানে নদীর পানির প্রবাহ বন্ধ করতে পারবে?