X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২

২৬ বছর পর বরিশালে স্বাচিপের কমিটি

বরিশাল প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৪, ০৯:৫১আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৯:৫১

দীর্ঘ ২৬ বছর পর গঠন করা হয়েছে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বরিশাল জেলা কমিটি। পাশাপাশি প্রথমবারের মতো স্বাচিপের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) শাখা কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) গঠিত দুই সদস্যবিশিষ্ট স্বাচিপের বরিশাল জেলা কমিটি এবং তিন সদস্যবিশিষ্ট বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ শাখা কমিটির অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী এবং মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন।

স্বাচিপের বরিশাল জেলা শাখার সভাপতি হলেন অধ্যাপক ডা. এস এম সারোয়ার এবং সাধারণ সম্পাদক ডা. সুদীপ কুমার হালদার।

স্বাচিপ জেলা কমিটির সভাপতি ডা. সারোয়ার শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের ১১তম ব্যাচের ছাত্র। তিনি এই কলেজের নাক-কান-গলা বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক এবং অধ্যক্ষ হয়ে চাকরি থেকে অবসরে যান। সাধারণ সম্পাদক ডা. সুদীপ কুমার এই মেডিক্যাল কলেজের ছাত্রলীগের নেতা ছিলেন। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের আন্তঃবিভাগ চিকিৎসক পরিষদের সভাপতি ও অর্থপেডিকস বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ শাখার সভাপতি হলেন অধ্যাপক ডা. জি এম নাজিমুল হক, সাধারণ সম্পাদক ডা. এ এস এম সায়েম এবং যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাশরেফুল ইসলাম সৈকত।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ শাখার সভাপতি ডা. জি এম নাজিমুল হক ও সাধারণ সম্পাদক ডা. এ এস এম সায়েম

কলেজ সূত্রে জানা গেছে, সভাপতি অধ্যাপক ডা. নাজিমুল হক ওই কলেজের উপাধ্যক্ষ। তিনি বর্তমানে সার্জারি বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বে রয়েছেন। বিএনপি-জামায়াত সরকারের সময়ে নানান হয়রানির শিকার হয়েছিলেন তিনি। সাধারণ সম্পাদক ডা. সায়েম শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের ছাত্র সংসদের ভিপি ছিলেন। ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় তাকেও নির্যাতনের শিকার হতে হয়।

স্বাচিপের জেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. সুদীপ কুমার হালদার বলেন, ‘দীর্ঘদিন পর হলেও স্বাচিপের কমিটি এবং শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ শাখা কমিটি গঠন হওয়ায় সকলেই আনন্দিত। এজন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ। একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনার সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাস্থ্যসেবায় বর্তমান সরকারের মিশন ও ভিশন নিয়ে কাজ করবে।’ সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে তারা কাজ করবেন বলে তিনি জানান।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ শাখার সাধারণ সম্পাদক ডা. এ এস এম সায়েম বলেন, ‘প্রথমবারের মতো শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি চিকিৎসক ও চিকিৎসাসেবা উন্নয়নে কাজ করবে। এই দুই ক্ষেত্রে সকল সমস্যা সমাধানে লক্ষ্য থাকবে নতুন কমিটির।’

সদ্য গঠিত কমিটি জানায়, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে জেলা এবং শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। এক্ষেত্রে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে।

উল্লেখ্য, ১৯৯৭ সালে বরিশাল বিভাগের ৬ জেলা এবং শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ নিয়ে স্বাচিপের জেলা কমিটি গঠিত হয়। ওই কমিটির সভাপতি ছিলেন ডা. মু. কামরুল হাসান সেলিম ও সাধারণ সম্পাদক ডা. ইসতিয়াক হোসেন।

/কেএইচটি/
সম্পর্কিত
ইমিউন কোষ নিয়ে চীনা গবেষকদের যুগান্তকারী আবিষ্কার
সমন্বয়ক পরিচয়ে চিকিৎসককে মারধরের অভিযোগতারাগঞ্জে দ্বিতীয় দিনের মতো চলছে চিকিৎসকদের কর্মবিরতি, রোগীদের দুর্ভোগ
কারাগারে অসুস্থ সাবেক এমপি নদভী, নেওয়া হলো হাসপাতালে
সর্বশেষ খবর
ভ্লাদিমির, থামো!, কিয়েভে রুশ হামলার প্রতিক্রিয়ায় ট্রাম্প
ভ্লাদিমির, থামো!, কিয়েভে রুশ হামলার প্রতিক্রিয়ায় ট্রাম্প
যুদ্ধ ছাড়া কোনও দেশে শিশুহত্যা হয় না, জুলাই-আগস্টে বাংলাদেশে হয়েছে: তারেক রহমান
যুদ্ধ ছাড়া কোনও দেশে শিশুহত্যা হয় না, জুলাই-আগস্টে বাংলাদেশে হয়েছে: তারেক রহমান
প্রস্তুতি ম্যাচে জিতলো বাংলাদেশের যুবারা
প্রস্তুতি ম্যাচে জিতলো বাংলাদেশের যুবারা
‘এফএ কাপ জয়ও ম্যানসিটির ব্যর্থতা ঢাকতে পারবে না’
‘এফএ কাপ জয়ও ম্যানসিটির ব্যর্থতা ঢাকতে পারবে না’
সর্বাধিক পঠিত
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন
বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা