X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

সুপারি চোরাচালানের মামলায় চেয়ারম্যান শাহজাহান কারাগারে

পিরোজপুর প্রতিনিধি
১৮ মার্চ ২০২৪, ২০:২৩আপডেট : ১৮ মার্চ ২০২৪, ২০:২৩

ভারতে ‘দেড় কোটি টাকার’ সুপারি চোরাচালানের মামলায় পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার তুষখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান হাওলাদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১৮ মার্চ) পিরোজপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক মো. মাসুম বিল্লাহ। শাহজাহান হাওলাদার (৬০) তুষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওই এলাকার হোসেন আলী হাওলাদারের ছেলে। রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) শ ম হায়দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলার এজাহারের বরাত দিয়ে হায়দার আলী বলেন, ‌‌‘গত ২৪ জানুয়ারি রাতে সন্ধ্যা নদীর বিনয়েকপুর এলাকায় অভিযান চালিয়ে দুটি মাছ ধরার ট্রলার থেকে প্রায় দেড় কোটি টাকার সুপারি জব্দ করেছিল পুলিশ। সে সময় তিন জনকে আটক করলেও অন্যরা পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সুপারি চোরাচালানের অভিযোগে আটক মো. হারুন মাঝি, নূর নবী মাঝি, অলি হাওলাদার এবং ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদারের বিরুদ্ধে মামলা করেছিল। মামলার পর চেয়ারম্যান শাহজাহান উচ্চ আদালত থেকে জামিন নেন। মেয়াদ শেষে তিনি আদালতে স্থায়ী জামিনের আবেদন করলে কারাগারে পাঠানো হয়।’

নেছারাবাদ থানার ওসি মো. গোলাম সরোয়ার বলেন, ‘সুপারি পাচারের সময় ট্রলারে থাকা চেয়ারম্যান শাহজাহান পালিয়ে যান। এ ঘটনায় চেয়ারম্যানসহ চার জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১০-১২ জনের নামে মামলা করে পুলিশ। এজাহারনামীয় তিন জনকে আগেই কারাগারে পাঠানো হয়েছে। আজ চেয়ারম্যানকে কারাগারে পাঠানো হয়।’

আসামি পক্ষের আইনজীবী কানাই লাল বিশ্বাস বলেন, ‘শাহজাহান হাওলাদার এই মামলার ৪ নম্বর আসামি। তিনি উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। মেয়াদ শেষে আজ আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন চাইলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক।’

/এএম/
সম্পর্কিত
চট্টগ্রাম কারাগারে বন্দির মৃত্যু, নির্যাতনের অভিযোগ স্বজনদের
রিমান্ড শেষে কারাগারে সালমান এফ রহমান ও আনিসুল হক
তেজগাঁওয়ে বোবা রফিক হত্যা: প্রধান আসামি ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার
সর্বশেষ খবর
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি
মা-বোনেরা ঝাড়ু হাতে রাখবেন, আ.লীগ ফিরে এলে পিটিয়ে বিদায় করবেন: টুকু
মা-বোনেরা ঝাড়ু হাতে রাখবেন, আ.লীগ ফিরে এলে পিটিয়ে বিদায় করবেন: টুকু
বর্ষা শুরুর আগেই ভাঙন, শঙ্কায় রায়পুরের মেঘনাপাড়ের বাসিন্দারা
বর্ষা শুরুর আগেই ভাঙন, শঙ্কায় রায়পুরের মেঘনাপাড়ের বাসিন্দারা
চেন্নাইয়ের মাঠে হায়দরাবাদের প্রথম জয়
চেন্নাইয়ের মাঠে হায়দরাবাদের প্রথম জয়
সর্বাধিক পঠিত
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
১৬ বছর পর রাঙামাটি টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ
১৬ বছর পর রাঙামাটি টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ