X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫০আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫০

পিরোজপুরের মঠবাড়িয়ায় হালিম মৃধা (৪৫) নামে এক ঠিকাদার পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাতে গিয়ে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত একটার দিকে মঠবাড়িয়া পৌর শহরের সবুজনগর মহল্লায় এ ঘটনা ঘটে। টাকা দেনা-পাওনা নিয়ে আদালতে করা একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়েছিল।

রাত দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ঠিকাদারের মরদেহ উদ্ধার করে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়। নিহত ওই ঠিকাদার মঠবাড়িয়া পৌর শহরের সবুজনগর মহল্লার আব্দুল মান্নান মৃধার ছেলে। তিনি দুই সন্তানের জনক।

জানা গেছে, ঠিকাদার হালিম মৃধার সঙ্গে আরেক ঠিকাদার মো. নূরুজ্জামানের টাকাপয়সা লেনদেন নিয়ে বিরোধ ছিল। এ ঘটনায় সম্প্রতি নূরুজ্জামান আদালতে হালিম মৃধার বিরুদ্ধে একটি মামলা করেন। মঠবাড়িয়া থানা পুলিশ বুধবার দিবাগত রাত একটার দিকে আসামিকে গ্রেফতারে অভিযান চালায়। এ সময় হালিম একই মহল্লায় বসবাসরত তার বোন রুমি বেগমের বাসায় অবস্থান করছিলেন। পুলিশ গোপনে সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঠিকাদার হালিম তিনতলা ভবনের ছাদে উঠে যায়। পুলিশও ভবনের ছাদে তাকে তাড়া করে। এর পর কী ঘটেছে তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না।

তবে নিহত ঠিকাদার হালিম মৃধার মেজ ভাই মামুন মৃধা অভিযোগ করে বলেন, ‘পুলিশ রাত দেড়টার দিকে আমার বাসায় এসে আমাকে জোরজবরদস্তি করে বলে, আপনার বোনের বাসার পেছনে কী যেন পড়ার শব্দ হইছে দ্রুত চলেন। একপ্রকার টেনেহিঁচড়ে পুলিশ আমাকে বোনের বাসার সামনে নিয়ে যায়। এ সময় ভবন থেকে নুরুজ্জামান তালুকদার ও অপরিচিত দুই ব্যক্তিকে সিঁড়ি দিয়ে নামতে দেখি। পুলিশ আমাকে ভবনের পেছনে নিয়ে যায়। সেখানে বেড়ের (নালা) ভেতর ভাইয়ের লাশ পড়ে থাকতে দেখি। এ সময় ভাইয়ের হাত-পা ভাঙা ও মুখমণ্ডলে রক্ত জখম দেখে আমি অজ্ঞান হয়ে যাই।’

তিনি আরও বলেন, ‘আমার ভাইকে পরিকল্পিতভাবে তাড়া করে তিনতলার ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।’

নুরুজ্জামান তালুকদার বলেন, ‘ওই বাসায় যাওয়ার প্রশ্নই আসে না। আমি সকালে শুনেছি হালিম মৃধা ছাদ থেকে পড়ে মারা গেছেন।’

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘নিহত ঠিকাদারের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুরে পাঠানো হয়েছে। তার নামে দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ঘটনার সময় টহলরত পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে মারা যেতে পারে। নুরুজ্জামান তালুকদার পুলিশের সঙ্গে ছিলেন না। তা ছাড়া ওই দুটি গ্রেফতারি পরোয়ানা মামলার কোনোটারই বাদী তিনি নন। অন্য কোনও ঘটনা থাকলে তদন্ত করে দেখা হবে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
নিজ বাসা থেকে পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার
গাইবান্ধায় এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জঙ্গলের পাশে পড়ে ছিল যুবকের গলাকাটা মরদেহ
সর্বশেষ খবর
ভুল তথ্যে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতিকে শোকজের অভিযোগ
ভুল তথ্যে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতিকে শোকজের অভিযোগ
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি
মা-বোনেরা ঝাড়ু হাতে রাখবেন, আ.লীগ ফিরে এলে পিটিয়ে বিদায় করবেন: টুকু
মা-বোনেরা ঝাড়ু হাতে রাখবেন, আ.লীগ ফিরে এলে পিটিয়ে বিদায় করবেন: টুকু
বর্ষা শুরুর আগেই ভাঙন, শঙ্কায় রায়পুরের মেঘনাপাড়ের বাসিন্দারা
বর্ষা শুরুর আগেই ভাঙন, শঙ্কায় রায়পুরের মেঘনাপাড়ের বাসিন্দারা
সর্বাধিক পঠিত
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
১৬ বছর পর রাঙামাটি টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ
১৬ বছর পর রাঙামাটি টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ