বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত ৪১ কলেজশিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বরিশাল শিক্ষা বোর্ডের শৃঙ্খলা কমিটি। কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী তিন ধাপে এই শাস্তি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে শৃঙ্খলা কমিটির ৪০তম সভার সিদ্ধান্ত মোতাবেক অপরাধের ধরন ও প্রকৃতি অনুযায়ী দোষী সাব্যস্ত করে ক, খ ও গ শ্রেণিভুক্ত করা হয়েছে।
ক শ্রেণিভুক্ত দোষী সাব্যস্ত হয়েছে ৩৩ জন। এদের ২০২৩ সালের পরীক্ষা বাতিল করা হয়েছে। রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে তারা ২০২৪ সালের পরীক্ষায় অংশ নিতে পারবে।
খ শ্রেণিভুক্ত দোষী সাব্যস্ত হয়েছে ৭ জন। এদের ২০২৩ সালের পরীক্ষা বাতিল করা হয়েছে এবং ২০২৪ সালের পরীক্ষায় তারা অংশগ্রহণ করতে পারবে না। রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে তারা ২০২৫ সালের পরীক্ষায় অংশ নিতে পারবে।
গ শ্রেণিভুক্ত দোষী সাব্যস্ত হয়েছে ১ জন। এই পরীক্ষার্থীর ২০২৩ সালের পরীক্ষা বাতিল করা হয়েছে। সে ২০২৪ ও ২০২৫ সালের পরীক্ষায়ও অংশ নিতে পারবে না। রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে ২০২৬ সালের পরীক্ষায় অংশ নিতে পারবে।
পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন বলেন, ‘গত বছর এইচএসসি পরীক্ষা চলাকালীন অসদুপায় অবলম্বন করার দায়ে বরিশাল শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়। মঙ্গলবার অনুষ্ঠিত শৃঙ্খলা কমিটির সভায় অপরাধের ধরন অনুযায়ী তিন স্তরে এ শাস্তি প্রদান করা হয়।’ এতে করে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের প্রবণতা শূন্যের কোঠায় চলে আসবে বলে তিনি দাবি করেন।