X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

পুলিশ ক্যাম্প থেকে ধর্ষককে ছেড়ে দেওয়ার অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৯আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৯:০৪

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের খবর পাওয়া গেছে। গত ১২ ডিসেম্বর তারাবুনিয়া পুলিশ ক্যাম্পের কিছু দূরে একটি পরিত্যক্ত বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

ঘটনার পর দিন বুধবার কাঁঠালিয়া থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান ক্যাম্প ইনচার্জ। সোমবার সন্ধ্যার আগে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর এক ধর্ষক সাগর খানকে ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ক্যাম্প ইনচার্জের বিরুদ্ধে।

এলাকাবাসী জানায়, ক্যাম্পের ইনচার্জ মতিয়ার রহমান খবর পেয়ে কিশোরী মেয়েটির কথা শুনে অভিযুক্ত সাগর খানকে ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেন। চেচরীরামপুর ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের সেলিম খানের সন্তান সাগর খান। এ ঘটনায় কাঁঠালিয়া-রাজাপুর সার্কেল এসপি মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করছেন বলে জানান। বুধবার রাত সাড়ে ৭টার দিকে কাঁঠালিয়া থানা পুলিশ মেয়েটিকে ঘটনাস্থলে নিয়ে আসে।

সূত্র জানায়, ঘটনার সময় সাগরের সঙ্গে এলাকার মনির হোসেন, রাকিব ও ইব্রাহিম নামের আরও ৩ জন ছিল। এ বিষয়ে মেয়েটির মোবাইলে বারবার কথা বলতে চাইলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিষয়টি জানতে চাইলে ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মতিয়ার রহমান বলেন, ‘ওই মেয়েটিকে ভুল তথ্য দিয়ে ঘটনাস্থলে ডেকে এনেছে সাগর। সে মেয়েটিকে বলেছে তাকে বিয়ে করবে। তাই তার বাবা-মা তাকে দেখতে চেয়েছে বলে এনে মেয়েটিকে ধর্ষণ করেছে বলে পরে শুনেছি।’ তবে জিজ্ঞাসাবাদে মেয়েটি জানায়, এখানে এসে সাগর বিবাহিত বলে জানতে পেরে তার বিয়ের প্রস্তাবে সে রাজি হয়নি। তবে মেয়েটি তার কাছে কোনও অভিযোগ করেনি বলে জানান ক্যাম্প ইনচার্জ।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে সাগর জানায় মেয়েটি তার বাড়ি দেখতে এসেছিল। কিন্তু মেয়েটিকে মিথ্যা আশ্বাসে এখানে আনার অপরাধে সাগরকে আটক করলেন না কেন—জানতে চাইলে ইনচার্জ বলেন, ‘মেয়েটি কোনও অভিযোগ করেনি।’

তারাবুনিয়া গ্রামের গ্রাম পুলিশ মো. ছালেক জানান, মেয়েটিকে ৪ জন মিলে ধর্ষণ করেছে বলে জেনেছি এবং ক্যাম্পে সাগরকে এনে জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে ঘটনাস্থলের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা মো. বেলাল জানান, মেয়েটির বাড়ি চেচরীরামপুর ইউনিয়নের কৈখালি গ্রামে। সেখান থেকে মিথ্যার আশ্রয় নিয়ে সাগর ও তার দলবল মেয়েটিকে এনে ধর্ষণ করেছে বলে জানতে পেরেছি। ক্যাম্প পুলিশ ঘটনার পর প্রায় ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পর ছেলে ও মেয়েটিকে ছেড়ে দেয়। এ সময় সাগরের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।

এ বিষয়ে ঝালকাঠির কাঁঠালিয়া-রাজাপুর থানার সার্কেল এসপি মাসুদ রানা বলেন, ‘মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। ধর্ষণের ঘটনা ঘটেছে কিনা তা তদন্তে বেরিয়ে আসবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
প্রেমিকাকে দল বেঁধে ধর্ষণ: প্রেমিকসহ পাঁচজনের যাবজ্জীবন
চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার তিন শিক্ষক গ্রেফতার
মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ
সর্বশেষ খবর
ইউআইইউ’র সমাধান কোন পথে?
ইউআইইউ’র সমাধান কোন পথে?
সিলেটে ঘরের দরজা ভেঙে মামা-ভাগনের লাশ উদ্ধার
সিলেটে ঘরের দরজা ভেঙে মামা-ভাগনের লাশ উদ্ধার
ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ না থাকায় ডিইপিজেডে উৎপাদন বন্ধ
ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ না থাকায় ডিইপিজেডে উৎপাদন বন্ধ
বৈভবের রেকর্ড গড়া ম্যাচে গুজরাটকে উড়িয়ে দিলো রাজস্থান
বৈভবের রেকর্ড গড়া ম্যাচে গুজরাটকে উড়িয়ে দিলো রাজস্থান
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু