পিরোজপুরে মঠবাড়িয়ায় ডেঙ্গুতে ফাতেমা কেগম (৭০) নামে এক নারী মারা গেছেন। বুধবার (৮ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. ফেরদৌস ইসলাম জানান, ফাতেমা বেগম রবিবার ডেঙ্গু নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। বুধবার মারা যান। তিনি উপজেলার রাজপাড়া গ্রামের লাল মিয়া ফকিরের স্ত্রী।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু নিয়ে ৪৩ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে এ নিয়ে জেলা হাসপাতাল ও ছয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। আর এ পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার দুই জন।