X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২
বরিশাল সিটি নির্বাচন

হেরেছেন বিএনপি থেকে বহিষ্কৃত মেয়রসহ ১১ কাউন্সিলর প্রার্থী

সালেহ টিটু, বরিশাল
১৩ জুন ২০২৩, ১৯:৫১আপডেট : ১৩ জুন ২০২৩, ১৯:৫১

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী হওয়ায় ১৯ জনকে আজীবনের জন্য বহিষ্কার করেছিল বিএনপি। এর মধ্যে আট জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তবে মেয়রসহ ১১ জন হেরেছেন। পাশাপাশি কাউন্সিলর পদে প্রার্থী হওয়া জামায়াতের চার জনের মধ্যে একজন নির্বাচিত হয়েছেন। ২৭ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হওয়া এই কাউন্সিলর হলেন মনিরুজ্জামান তালুকদার।

সোমবার (১২ জুন) রাতে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে স্থাপিত ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এসব প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির। মঙ্গলবার (১৩ জুন) ওয়ার্ডভিত্তিক ফল বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

বহিষ্কৃত ৮ জন কাউন্সিলর নির্বাচিত

বিএনপি থেকে বহিষ্কার হয়ে কাউন্সিলর নির্বাচিতরা হলেন—৯ নম্বর ওয়ার্ডে যুবদলের সিনিয়র সহসভাপতি সৈয়দ হুমায়ন কবির লিংকু, ১৮ নম্বরে বিএনপির সদস্যসচিব জিয়াউল হক মাসুম, ৮ নম্বরে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম হাওলাদার, ৩ নম্বরে বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি সৈয়দ হাবিবুর রহমান ফারুক, ২৪ নম্বরে মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ফিরোজ আহমেদ, ২৮ নম্বরে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ১০ নম্বরে মহানগর আহ্বায়ক কমিটির সদস্য রাশিদা পারভীন ও ৯ নম্বর ওয়ার্ডে সেলিনা বেগম।

হেরেছেন মেয়র ও ১০ কাউন্সিলর প্রার্থী

দল থেকে বহিষ্কৃত স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রূপন জিততে পারেননি। তার সঙ্গে হেরেছেন আরও ১০ কাউন্সিলর প্রার্থী। তারা হলেন—৬ নম্বর ওয়ার্ডে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান টিপু, ৯ নম্বরে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, ১৫ নম্বরে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি সিদ্দিকুর রহমান, ১৮ নম্বরে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জাবের আব্দুল্লাহ সাদি, জেলা তাঁতি দলের সাবেক সভাপতি কাজী মো. শাহিন, ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, ১৯ নম্বরে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আমিনুল ইসলাম, ২৬ নম্বরে ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন, সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডে মহানগর বিএনপির সদস্য জাহানারা বেগম ও ২২ নম্বরে মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক জেসমিন সামাদ। 

এ ব্যাপারে নবনির্বাচিত কাউন্সিলর সৈয়দ হুমায়ন কবির লিংকু বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রভাব সেভাবে থাকে না। তারপরও দল সাপোর্ট দিলে দলীয় ভোটগুলো নিশ্চিত হয়। সেক্ষেত্রে নির্বাচিত হওয়ার কাজ অনেকটা সহজ হয়ে যায়। কিন্তু এ বছর যারা নির্বাচিত হয়েছেন, তারা ব্যক্তি ইমেজের ওপর ভর করে নির্বাচিত হয়েছেন। আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, এ নিয়ে আমার কোনও আপত্তি নেই।’

দেশবাসীর সঙ্গে বেইমানি করে নির্বাচনে অংশ নেওয়ায় এসব প্রার্থী হেরেছেন বলে জানালেন মহানগর বিএনপির সদস্যসচিব মীর জাহিদুল কবির জাহিদ। তিনি বলেন, ‘প্রতিটি নির্বাচনে রাজনৈতিক দলের পরিচয় না থাকলে নির্বাচিত হওয়া কষ্টসাধ্য। যেসব নেতা হেরেছেন তার মূল কারণ বিএনপি থেকে বহিষ্কারাদেশ। এই ঘোষণা না দিলে সবাই কাউন্সিলর নির্বাচিত হতেন। কিন্তু দলের সিদ্ধান্ত উপেক্ষা করে দেশবাসীর সঙ্গে বেইমানি করে নির্বাচনে অংশ নেওয়ায় তাদের প্রত্যাখ্যান করেছেন ভোটাররা।’

/এএম/
টাইমলাইন: বরিশাল ও খুলনা সিটি নির্বাচন
১৩ জুন ২০২৩, ১৯:৫১
হেরেছেন বিএনপি থেকে বহিষ্কৃত মেয়রসহ ১১ কাউন্সিলর প্রার্থী
সম্পর্কিত
‘স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে সংস্কার কমিশনকে সহযোগিতা করছে বিএনপি’
গণতন্ত্রের কোনও বিকল্প নাই: মির্জা ফখরুল
সংস্কার করতে আর কত সময় লাগবে আপনাদের, প্রশ্ন রিজভীর
সর্বশেষ খবর
‘নারী বিচারকের সংখ্যা বৃদ্ধি ন্যায়বিচারের অভিগম্যতা নিশ্চিতের জন্য গুরুত্বপূর্ণ’
‘নারী বিচারকের সংখ্যা বৃদ্ধি ন্যায়বিচারের অভিগম্যতা নিশ্চিতের জন্য গুরুত্বপূর্ণ’
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ
সিইসির সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের বৈঠক চলছে
সিইসির সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের বৈঠক চলছে
শেরপুরে ভিজিএফের ৩৪১০ কেজি চাল জব্দ
শেরপুরে ভিজিএফের ৩৪১০ কেজি চাল জব্দ
সর্বাধিক পঠিত
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ৩ ভুল
রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ৩ ভুল
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল নিয়ে ডিএমপির বার্তা
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল নিয়ে ডিএমপির বার্তা