বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ও তার কর্মী সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে লিখিত অভিযোগ দিয়েছেন। হামলার পরপরই তিনি সিটি করপোরেশনের নির্বাচন কর্মকর্তা ও পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়ে অভিযোগ করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি বলেছেন, ‘রক্ত যখন দিয়েছি, রক্তের শেষ বিন্দু পর্যন্ত এই সরকারের বিরুদ্ধে লড়াই করবো।’
সোমবার (১২ জুন) দুপুর ১২টার দিকে সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দেন তিনি।
এ সময় তিনি বলেন, ‘আমার যে রক্ত বের হয়েছে... এই বাংলাদেশের মাটিতে রক্ত ঢেলে... হয় আমি শাহাদাৎ বরণ করবো, নয়তো এই সরকার হটানোর ব্যবস্থা করবো। এর বাইরে দ্বিতীয় কোনও পথ নেই।’
ফয়জুল করীম অভিযোগ করেন, নগরীর চৌমাথা এলাকার ছাবেরা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রের বাইরে হাতপাখার কার্যালয়ে হামলা এবং তার ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। এমন খবর পেয়ে দুপুর দেড়টার দিকে দ্রুত ঘটনাস্থলে গিয়ে এর প্রতিবাদ জানালে অপরিচিত কিছু লোকজন তার ওপর হামলা চালায়। এতে তার নাক ও মুখ ফেটে যায়।
এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে নির্বাচন কর্মকর্তা ও পুলিশ কমিশনারকে অভিযোগ দিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার কাছে আমি অভিযোগ দিয়েছি। ক্ষমতাসীনরা প্রায় সেন্টারেই প্রভাব বিস্তার করছে। ১৭ নম্বর ওয়ার্ডের সরকারি বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজ কেন্দ্রে প্রশাসন আওয়ামী লীগকে ভোট দেওয়ার কথা বলছে। আমাদের কোনো ভোটার গেলে ঢুকতে পারছেন না। এসব বিষয়ে আমি রিটার্নিং অফিসারের কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছি। তারা বলছেন দেখছেন কিন্তু বাস্তবে কী হবে জানি না।’