X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

দুই দিন পর কুয়াকাটা সৈকতে সূর্যাস্ত দেখলেন হাজারো পর্যটক

কুয়াকাটা প্রতিনিধি
১৪ মে ২০২৩, ২০:২১আপডেট : ১৪ মে ২০২৩, ২২:২৪

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাব পড়েনি কুয়াকাটা সমুদ্রসৈকতে। রবিবার (১৪ মে) দুপুরের পর রোদ উঠেছে। শান্ত রয়েছে বঙ্গোপসাগর। দুই দিন পর সৈকতে নেমে বিকালে সূর্যাস্ত দেখেছেন হাজারো পর্যটক ও দর্শনার্থী।

সরেজমিন দেখা গেছে, ঘূর্ণিঝড় মোখার কারণে ৮ নম্বর মহাবিপদ সংকেত জারি করায় গত দুই দিন সৈকতে পর্যটকদের নামতে দেয়নি উপজেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ। রবিবার বিকালে পর্যটক ও দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হয় সৈকত এলাকা।

পর্যটকরা সৈকতের জিরো পয়েন্ট এলাকায় লোনাজলে হাঁটাহাঁটি করেছেন। সমুদ্রের ঢেউয়ের সৌন্দর্য উপভোগ করেছেন। কেউ কেউ ঘোড়ায় চড়ে সৈকতে ঘুরেছেন। আবার কেউ কেউ ছাতার নিচে বেঞ্চিতে বসে প্রকৃতির সৌন্দর্য দেখেছেন। শুধু জিরো পয়েন্ট এলাকা নয়; সৈকতের বিভিন্ন পয়েন্টে আনন্দে মেতেছেন পর্যটকরা। তবে পর্যটকদের এদিন গোসলে নামতে দেয়নি ট্যুরিস্ট পুলিশ। 

দুই দিন পর সৈকতে নেমে বিকালে সূর্যাস্ত দেখেছেন হাজারো পর্যটক ও দর্শনার্থী

কয়েকজন পর্যটক জানিয়েছেন, গত দুই দিন ট্যুরিস্ট পুলিশ ও থানা পুলিশের বাধার কারণে সৈকতে নামতে পারেননি পর্যটকরা। একপ্রকার হোটেলে বন্দি সময় কাটিয়েছেন। মোখার আগাম সতর্কতার অংশ হিসেবে প্রশাসনের নির্দেশনা মানতে বাধ্য হয়েছেন। তবে এমন কোনও পরিস্থিতি তৈরি হয়নি যে সৈকতেই নামা যাবে না। সমুদ্রে নেমে গোসল করা নিষেধ করলেই হতো।

ঢাকার ধামরাই থেকে আসা আজিজুল হক-নিলুফা দম্পতি জানিয়েছেন, ‌গত দুই দিন সৈকতে নামতে পুলিশের বাধার কারণে অস্বস্তি অনুভব করেছেন। সৈকতে নামতে গেলেই পুলিশ মাইকিং করে তুলে দিয়েছে। তবে রবিবার দুপুরের পর থেকে বাধা দেওয়া হয়নি। এ জন্য বিকালে সৈকতে ঘুরেছেন। আজ ঢাকায় ফিরবেন বলে জানালেন এই দম্পতি।

ঝালকাঠি থেকে সপরিবারে ঘুরতে এসেছেন আহমেদ আলী। তিনিও দুই দিন একপ্রকার অস্বস্তির মধ্যে ছিলেন। রবিবার বিকালে সৈকতে ঘুরেছেন। ঝাউবাগান পয়েন্টে কথা হয় তার সঙ্গে। বলেন, ‘গত দুই দিন সৈকত ফাঁকা ছিল। কিন্তু আজ বিকালে হঠাৎ হাজারো পর্যটক দেখে অবাক হলাম। সমুদ্রের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি।’

সমুদ্রের ঢেউয়ের সৌন্দর্য উপভোগ করেছেন পর্যটকরা

খুলনা থেকে কুয়াকাটায় জমি কিনতে আসা পারভেজ রেজা বলেন, ‘একখণ্ড জমি কিনতে গত সপ্তাহে কুয়াকাটায় এসেছি। পৌরসভার চার নম্বর ওয়ার্ডে জমি কিনেছি। একটু ফ্রি হয়ে আজ সৈকতে ঘুরতে এলাম। তবে গতকালের চেয়ে আজকের আবহাওয়া ভালো। বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। ঢেউয়ের শব্দ শুনে ভয় লাগলেও ভালোই উপভোগ করেছি।’

আপাতত পর্যটকদের সমুদ্রে গোসলে নামতে দেওয়া হচ্ছে না উল্লেখ করে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের ওসি মনিরুল হক ডাবলু বলেন, ‘তবে সৈকতে ঘোরাঘুরি করতে দেওয়া হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে সোমবার পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।’

/এএম/এমওএফ/
টাইমলাইন: ঘূর্ণিঝড় মোখা
১৪ মে ২০২৩, ২০:২১
দুই দিন পর কুয়াকাটা সৈকতে সূর্যাস্ত দেখলেন হাজারো পর্যটক
সম্পর্কিত
ইচ্ছেমতো বসছে দোকান, পতেঙ্গা সৈকতের সৌন্দর্য ম্লান
মৌলভীবাজারের পর্যটনকেন্দ্রগুলোতে প্রকৃতিপ্রেমীদের ঢল
বান্দরবানে গাছের সঙ্গে পর্যটকবাহী মিনিবাসের ধাক্কা, আহত ২৫
সর্বশেষ খবর
সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ
সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ
নারায়ণগঞ্জে ঝুটবোঝাই চলন্ত ট্রাকে আগুন, চালক আহত
নারায়ণগঞ্জে ঝুটবোঝাই চলন্ত ট্রাকে আগুন, চালক আহত
ক্রুর যাত্রা থামিয়ে অপরাজিত মেসির ইন্টার মায়ামি
ক্রুর যাত্রা থামিয়ে অপরাজিত মেসির ইন্টার মায়ামি
বরগুনা জেলা শ্রমিক লীগের আহ্বায়ক গ্রেফতার
বরগুনা জেলা শ্রমিক লীগের আহ্বায়ক গ্রেফতার
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত