X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

পিরোজপুরে আ’লীগ-জেপি সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১৪

পিরোজপুর প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৩, ১০:৫২আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১১:০৬

পিরোজপুরের ভান্ডারিয়ায় আওয়ামী লীগ-জাতীয় পার্টির (জেপি) সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবারের (১৭ এপ্রিল) হামলায় স্থানীয় এক সাংবাদিকসহ উভয় পক্ষের ১৪ জন আহত হয়েছেন।

ভান্ডারিয়া জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম উজ্জল তালুকদার বলেন, ‘উপজেলার তেলিখালী ইউনিয়নের মির্জা বাড়ির ঈদগাহ ময়দানে জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠন আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এ জন্য প্রশাসনকে আগে থেকেই জানানো হয়েছিল। রবিবার রাতে অনুষ্ঠানস্থলে প্যান্ডেল নির্মাণ করতে গেলে সন্ত্রাসীরা বাধা দেয়। পরে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।’

তিনি বলেন, ‘সোমবার বাদ আছর আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগ দিতে  আমরা ভান্ডারিয়া থেকে তেলিখালীতে যাওয়ার পথে সন্ত্রাসীরা অস্ত্রের মহড়া দেয়। এ সময় তারা জেপির ভান্ডারিয়া অফিস কার্যালয়ের সহকারী ইছারুল্লাহ নোমানের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। দোয়া-মোনাজাত ও ইফতার শেষে আমরা ফেরার পথে তেলিখালী এলাকায় আমাদের উপর হামলা হয়। ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ মিরাজুল ইসলাম মিরাজের বাড়ি তেলিখালীতে। আমাদের উপর হামলাকারীরা তারই অনুসারী। হামলায় দৈনিক ইত্তেফাকের ভান্ডারিয়া সংবাদদাতা শঙ্কর জিৎ সমদ্দর সহ অপর তিন জন আহত হন। হামলায় আমাদের বহনকারী পাঁচটি গাড়ি ভাংচুর করা হয়।’

ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ মিরাজুল ইসলাম মিরাজ বলেন, ‘তেলিখালীতে একটি ইফতার পার্টি শেষে জেপি (মঞ্জু) এর দলীয় নেতা-কর্মীরা ভান্ডারিয়ায় ফেরার পথে স্থানীয় ছাত্রলীগের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এর কিছু সময় পরে ভান্ডারিয়া জেপি (মঞ্জু) এর দলীয় নেতাকর্মীরা অস্ত্র নিয়ে দক্ষিণ শিয়ালকাঠী ঈদগাও মাঠ সংলগ্ন আমার ব্যবসায়িক কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর এবং লুটপাট করে। পরে সন্ত্রাসীরা উপজেলা সংলগ্ন আমার ভবনে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের প্রতিহত করার চেষ্টা করতে গেলে সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায় এবং ছাত্রলীগের নেতাকর্মীদের তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। হামলায় উপজেলা ছাত্রলীগের ১০ নেতাকর্মী আহত হন।’

দৈনিক ইত্তেফাকের ভান্ডারিয়া সংবাদদাতা শঙ্কর জিৎ সমদ্দার জানান, তিনি পেশাগত কাজে তেলিখালীতে গিয়ে হামলার শিকার হয়েছেন।

ভান্ডারিয়া থানার ওসি আসিকুজ্জামান জানান, তেলিখালী এলাকায় একটি ইফতার পার্টি শেষে স্থানীয় ছাত্রলীগ ও জেপি (মঞ্জু) গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এলাকায় পুলিশ ও র্যাব মোতায়েন আছে। 

অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ ইব্রাহিম জানান, দুই পক্ষের লোকই আহত হয়েছেন।

/আরআর/
সম্পর্কিত
টোল প্লাজায় বিএনপি নেতার নেতৃত্বে হামলা চালিয়ে ১৪ লাখ টাকা ছিনতাই, থানায় মামলা
রাস্তায় হামলার শিকার, পেটে-হাতে সেলাই নিয়ে পরীক্ষাকেন্দ্রে দুই এসএসসি পরীক্ষার্থী
কাশ্মীর হামলায় জড়িতদের ‘অকল্পনীয়’ শাস্তি দেওয়ার অঙ্গীকার মোদির
সর্বশেষ খবর
ভুল তথ্যে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতিকে শোকজের অভিযোগ
ভুল তথ্যে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতিকে শোকজের অভিযোগ
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির প্রজ্ঞাপন জারি
মা-বোনেরা ঝাড়ু হাতে রাখবেন, আ.লীগ ফিরে এলে পিটিয়ে বিদায় করবেন: টুকু
মা-বোনেরা ঝাড়ু হাতে রাখবেন, আ.লীগ ফিরে এলে পিটিয়ে বিদায় করবেন: টুকু
বর্ষা শুরুর আগেই ভাঙন, শঙ্কায় রায়পুরের মেঘনাপাড়ের বাসিন্দারা
বর্ষা শুরুর আগেই ভাঙন, শঙ্কায় রায়পুরের মেঘনাপাড়ের বাসিন্দারা
সর্বাধিক পঠিত
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
তরমুজের খোসা ত্বকে ঘষলে যেসব উপকার পাবেন
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিএফআই’
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
১৬ বছর পর রাঙামাটি টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ
১৬ বছর পর রাঙামাটি টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ